Posts

Showing posts from February 4, 2018

ক্ষতিকর ভিডিও ব্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউটিউবের নীতিমালা

Image
যারা ইউটিউব সাইটের সুনাম ক্ষুন্ন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার লক্ষ্যে নতুন নীতিমালা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ইউটিউবের চীফ এক্সিকিউটিভ সুজান ওজস্কি বলেছেন, কিছু ভিডিও ব্লগারের খুবই বাজে ধরণের আচরণ পুরো ভিডিও ব্লগার কমিউনিটির ক্ষতি করছে। সম্প্রতি একজন জনপ্রিয় ভিডিও ব্লগার লোগান পল একটি ভিডিওতে একজন আত্মহত্যাকারীর মৃতদেহ দেখানোর পর ইউটিউবের ব্যাপক সমালোচনা হয়। জাপানের একটি জঙ্গল, যেটি ‘সুইসাইড জঙ্গল’ বলে পরিচিত, সেখানে এই মৃতদেহ পড়েছিল। প্রতি বছর সেখানে অনেক মানুষ আত্মহত্যা করতে যায়। উল্লেখ্য জাপানের আত্মহত্যার হার খুব বেশি। এ ঘটনার পর অবশ্য ইউটিউব কর্তৃপক্ষ লোগান পলের বিরুদ্ধে বেশ কিছু ব্যবস্থা নেয়। ইউটিউবে বিতর্কিত কোনো ভিডিওর পাশে যেন বিজ্ঞাপন দেখা না যায়, সেটা নিশ্চিত করতে ইউটিউব তাদের ‘এলগরিদম’ ব্যবহার করছে। কিন্তু ইউটিউবে ভিডিও ব্লগিং করে তারকায় পরিণত হয়েছেন এমন অনেকে অভিযোগ করছেন, তাদের ভিডিওকে এখন ভুলবশত এই ক্যাটাগরিতে ফেলে বিজ্ঞাপন থেকে বঞ্চিত করা হচ্ছে। তারা আরো অভিযোগ করছেন, ইউটিউবের নীতিমালায় স্বচ্ছতার অভাব আছে। বিবিসি। ইত...

আফগানিস্তানে তালেবান কমান্ডারসহ নিহত ৫

Image
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ফারইয়াব প্রদেশে শনিবার আফগান সেনাবাহিনীর অভিযানে স্থানীয় কমান্ডারসহ অন্তত পাঁচ তালেবান জঙ্গি নিহত হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা একথা জানান। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।  রবিবার উত্তরাঞ্চলীয় পুলিশের মুখপাত্র সৈয়দ সারোয়ার হুসাইনি বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, ‘নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা শনিবার বিকেলে খাজা সাবপোশ অঞ্চলে এই অভিযান শুরু করে। এতে পাঁচ জঙ্গি নিহত হয়।’ অভিযানে তালেবান জঙ্গিদের একটি গাড়ি ও পাঁচটি মোটরসাইকেল ধ্বংস হয়েছে। তালেবান জঙ্গিরা এখনো এই ঘটনার ব্যাপারে কোনো মন্তব্য করেনি। সিনহুয়া। ইত্তেফাক/সেতু

সিরিয়ায় রুশ বিমান হামলায় অন্তত ৩০ জঙ্গি নিহত

Image
সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে রুশ বিমান হামলায় অন্তত ৩০ জঙ্গি নিহত হয়েছে। শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানায়। ওই এলাকায় রাশিয়ার একটি জঙ্গি বিমানকে ভূপাতিত করার পর এ অভিযান চালানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার ইদলিব প্রদেশে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাত্রের সাহায্যে রাশিয়ার এসইউ-২৫ জঙ্গি বিমানটি ভূপাতিত করা হয়। জাবহাত আল-নুসরা জঙ্গি গোষ্ঠী এ হামলা চালায়। এরপর বেশ কয়েকটি রুশ জঙ্গি বিমান জঙ্গি গোষ্ঠীটির নিয়ন্ত্রিত এলাকায় এ অভিযান চালায়। বিবৃতিতে আরো বলা হয়, ‘৩০ জনের বেশি জাবহাত আল-নুসরাহ্ জঙ্গি নিহত হয়েছে।’ ইত্তেফাক/মোস্তাফিজ

সিরিয়ায় পৃথক হামলায় ৭ তুর্কি সেনা নিহত

Image
সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের সামরিক বাহিনীর চালানো অভিযানে কুর্দি বাহিনী পাল্টা আক্রমণ চালালে শনিবার একদিনেই সাতজন সেনা নিহত হয়েছে। আফরিনে ওয়াইপিজি গেরিলারা তুরস্কের ট্যাঙ্ক বহরে হামলা চালালে সেখানে পাঁচ তুর্কি সেনা নিহত হয়। অপর দুটি হামলায় আরও দুই তুর্কি সৈন্য নিহত হয়। এ নিয়ে তুরস্কের অভিযানটিতে সব মিলিয়ে ১৪ তুর্কি সেনা নিহত হল। এ ঘটনার পাল্টা প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন, 'দ্বিগুণের বেশি মূল্য দিতে হবে'। কুর্দি ওয়াইপিজি গেরিলাদের আফরিন থেকে উৎখাত করতে গত ২০শে জানুয়ারি 'অপারেশন অলিভ ব্রাঞ্চ' শুরু করে তুর্কি সেনারা। শনিবার সিরিয়ান কুর্দি স্বাস্থ্য কর্মকর্তা জানান, অন্তত ১৫০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে এবং ৩০০ মানুষ আহত হয়েছে অভিযান শুরুর পর থেকে। তুরস্কের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, আফরিন শহরের উত্তর-পূর্ব এলাকায় শেখ হারুয-এ কুর্দি মার্কিন সমর্থন-পুষ্ট ওয়াইপিজি বিদ্রোহীরা সেনা ট্যাংকের ওপর হামলা চালায়। অভিযান শুরুর পর এ দিনটিকেই তুরস্কের জন্য সবচেয়ে প্রাণঘাতী দিন হিসেবে বর্ণনা করা...

আফগানিস্তানে সামরিক ঘাঁটি তৈরি করতে চাচ্ছে চীন

Image
আফগানিস্তানে জঙ্গি বিরোধী অভিযানের লক্ষ্য নিয়ে এবার দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপন করতে চাচ্ছে চীন। কাবুলের সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু হয়েছে বলে উভয় দেশের কর্মকর্তারা স্বীকার করেছেন। আফগানিস্তানের ওয়াখান করিডোরে যৌথ উদ্যোগে এই ঘাঁটি বানানোর কথা হচ্ছে বলে জানা গেছে। ওয়াখান করিডর হল এমন একটি অঞ্চল, যার সঙ্গে আফগানিস্তানের মূল স্রোতের যোগাযোগ বেশ ক্ষীণ। ওয়াখানের উত্তরে অবস্থান করছে পামির, আর দক্ষিণে রয়েছে কারাকোরাম। দুই দুর্গম পর্বতমালার মাঝখানে ওয়াখান একটা উপত্যকার মতো, পামির আর কারাকোরামের সীমানাও বটে। দুর্গম ওয়াখানে জীবনযাত্রা কঠিন, কিন্তু দীর্ঘ যুদ্ধের প্রায় কোনো ছাপই ওয়াখানে পড়েনি। ওয়াখানের বাসিন্দাদের অনেকে জানেনই না, তালিবানকে হঠিয়ে আফগানিস্তানে গণতন্ত্র ফেরানোর যুদ্ধে কতটা বিধ্বস্ত হয়েছে গোটা দেশ। এমন দুর্গম ওয়াখানের পূর্ব প্রান্ত চীনের শিনচিয়াং প্রদেশের সঙ্গে জুড়ে রয়েছে। পশ্চিম চীনের শিনচিয়াঙে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের বাস বড় সংখ্যায়। এই উইঘুর জনগোষ্ঠীর সঙ্গে চীনের কমিউনিস্ট কর্তৃপক্ষের বিরোধ দীর্ঘদিনের, তার জেরে উইঘুররা বিদ্রোহীও। ইস্ট তুর্কিস্তান ইসলামিক ...

ভারত নয়, নিজের বন্দিদশার জন্য পাকিস্তানকে দায়ী করলেন হাফিজ সাঈদ

Image
তাকে গৃহবন্দি রাখার পিছনে কোনো হাতই নেই ভারতের। পাকিস্তানি সরকারই বন্দি করে রেখেছিল বলে জানিয়েছেন লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সাঈদ। শুক্রবার নাজিরা পাকিস্তানি ট্রাস্টের এক সভায় প্রকাশ্যেই একথা বলেন ২৬/১১ মুম্বাই হামলার মূল চক্রান্তকারী। এছাড়া পাক সরকার কাশ্মীরি মানুষের কথা ভাবছে না বলেও অভিযোগ করেছেন তিনি। ওই সভায় হাফিজ বলেন, ‘মোদী সরকার নয়, আমাদের পাক সরকারই আমাকে ১০ মাস গৃহবন্দি করে রেখেছিল। তারা চায় না আমি কাশ্মীরের মানুষের জন্য লড়াই করি। কাশ্মীরি মানুষের আত্মত্যাগকে তারা অবমাননা করছে। কাশ্মীরিদের সমস্যা নিয়ে সরব হচ্ছি বলে পাক সংবাদমাধ্যমও আমাকে জঙ্গি বলেছে, এতে আমি ভীষণ আঘাত পেয়েছি।’ যদিও দীর্ঘদিন ধরেই পাকিস্তান আশ্রয় দিয়ে আসছে ভারতের মুম্বাই হামলার এই মূল চক্রীকে। ভারত-আমেরিকার প্রবল চাপ সত্ত্বেও তার বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নেয়নি পাক সরকার। উপরন্তু বরাবরই তাকে বাঁচানোর চেষ্টা করে গেছে। সম্প্রতি সে দৃশ্যের খানিকটা রদবদল হয়েছে। মার্কিন চাপের ফলে হাফিজের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে পাক সরকার। সে দেশের সব উর্দু সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে সরকার জানিয়ে দেয়, ‘হ...