আফগানিস্তানে তালেবান কমান্ডারসহ নিহত ৫
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ফারইয়াব প্রদেশে শনিবার আফগান সেনাবাহিনীর অভিযানে স্থানীয় কমান্ডারসহ অন্তত পাঁচ তালেবান জঙ্গি নিহত হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা একথা জানান। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
রবিবার উত্তরাঞ্চলীয় পুলিশের মুখপাত্র সৈয়দ সারোয়ার হুসাইনি বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, ‘নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা শনিবার বিকেলে খাজা সাবপোশ অঞ্চলে এই অভিযান শুরু করে। এতে পাঁচ জঙ্গি নিহত হয়।’ অভিযানে তালেবান জঙ্গিদের একটি গাড়ি ও পাঁচটি মোটরসাইকেল ধ্বংস হয়েছে। তালেবান জঙ্গিরা এখনো এই ঘটনার ব্যাপারে কোনো মন্তব্য করেনি। সিনহুয়া।
ইত্তেফাক/সেতু
Comments