২ দিনের সফরে বেইজিং পৌঁছেছেন পুতিন অনলাইন ডেস্ক ১৪ মে, ২০১৭ ইং ১৪:১৮ মিঃ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রবিবার দুই দিনের সফরে বেইজিং পৌঁছেছেন। ১৪ ও ১৫ মে অনুষ্ঠেয় ওয়ান বেল্ট, ওয়ান রোড আন্তর্জাতিক ফোরামে যোগ দিতে তিনি এ সফর করছেন। বিমানবন্দর থেকে রুশ প্রেসিডেন্ট পুতিন ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সরাসরি ন্যাশনাল কংগ্রেস সেন্টারের দিকে রওনা হন। বেইজিং ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে শি জিনপিং ও জাতিসংঘের মহাসচিব অন্টোনিও গুতেরেসের সঙ্গে তিনিও বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে। এই শীর্ষ সম্মেলনে ২৯টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান যোগ দেবেন। এছাড়াও এতে জাতিসংঘ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্বব্যাংক ও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনসহ প্রধান প্রধান আন্তর্জাতিক সংগঠনের নেতারাও অংশ নিচ্ছেন। ইত্তেফাক/এএম।
Posts
Showing posts from May 14, 2017
- Get link
- X
- Other Apps
মা ঈশ্বরপ্রদত্ত এক আশ্চর্য সুগন্ধির নাম’: সোশ্যাল মিডিয়ায় উদযাপন আনিসুর সুমন ১৪ মে, ২০১৭ ইং ১৩:২০ মিঃ পৃথিবীর নানা প্রান্তে আজ পালিত হচ্ছে বিশ্ব মা দিবস। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি উদযাপনের কমতি নেই। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার হিসেবে আজ ১৪ মে পালিত হচ্ছে দিবসটি। মা দিবসের উদ্দেশ্য একটাই, মাকে যথাযথ সম্মান দেওয়া। যে মা জন্ম দিয়েছেন, লালন-পালন করেছেন, তাকে শ্রদ্ধা দেখানোর জন্য দিবসটি পালন করা হয়। তবে শুধু বিশেষ দিন নয়; মায়ের প্রতি সন্তানের ভালোবাসা প্রতিটি দিনের। প্রতিটি ক্ষণের। মায়ের জন্য বিশেষ দিন থাকার দরকার আছে কি-না তা নিয়ে বিতর্ক থাকতেই পারে। মা দিবস উদযাপনের অন্যতম অনুষঙ্গ এখন সামাজিক যোগাযোগ মাধ্যম। বিশেষ করে আমাদের দেশে ফেসবুক কেন্দ্রিক উদযাপন এখন ভিন্নমাত্রার জনপ্রিয়তা অর্জন করেছে। শনিবার দিবাগত রাত থেকে ফেসবুকে শুরু হয়েছে মা’কে নিয়ে জোরেসরে চলছে স্ট্যাটাস, মায়ের সঙ্গে ছবি তুলে শেয়ার, স্মৃতিচারণা আর মায়ের সঙ্গে একান্ত ঘটনার নানান গল্প। তবে সাম্প্রতিক বেশকিছু ঘটনায় এবারের মা দিবস নিয়ে নানা মাত্রিক দৃষ্টিভ...
- Get link
- X
- Other Apps
প্রকাশ : ১৪ মে, ২০১৭ ১২:১৬ আপডেট : ১৪ মে, ২০১৭ ১২:১৮ প্রিন্ট করুন জঙ্গিদের বিরুদ্ধে লড়তে ঢাকাকে সড়ক ব্যবহারের অনুমতি দিল্লির দীপক দেবনাথ, কলকাতা: Currently 0/5 1 2 3 4 5 গড় রেটিং: 0 /5 (0 টি ভোট গৃহিত হয়েছে) অনুপ্রবেশ ঠেকাতে এবং বাংলাদেশের মাটিতে ঘাঁটি গেড়ে থাকা উত্তরপূর্ব ভারতের বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীগুলির বিরুদ্ধে যৌথ লড়াই আরও জোরদার করতে এবার নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ সংলগ্ন ভারতের উত্তর-পূর্ব রাজ্য ত্রিপুরা ও মিজোরামের বিভিন্ন রাস্তা ব্যবহারে ঢাকাকে সবুজ সঙ্কেত দিল নয়াদিল্লি। বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য এলাকায় সীমান্ত চৌকি (বিওপি) তৈরি করতে বর্ডার গার্ডস বাংলাদেশ (বিজিবি)-কে ওই দুই রাজ্যের সীমান্তবর্তী রাস্তা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে। ওই বিপিও নির্মাণে বিজিবি-কে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়াসহ সমস্ত লজিস্টিক সাপোর্ট দেওয়া হবে বলেও জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে। এর ফলে বাংলাদেশের মাটিতে ঘাঁটি গেড়ে থাকা উত্তরপূর্ব ভারতের বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীগুলির বিরুদ্ধে যৌথ লড়াই আরও ...
- Get link
- X
- Other Apps
প্রকাশ : ১৪ মে, ২০১৭ ১৪:৪৫ আপডেট : ১৪ মে, ২০১৭ ১৮:০৯ প্রিন্ট করুন কে এই জঙ্গি রেজওয়ান! অনলাইন ডেস্ক Currently 3.00/5 1 2 3 4 5 গড় রেটিং: 3.0 /5 (2 টি ভোট গৃহিত হয়েছে) জঙ্গিবাদে পৃষ্ঠপোষকতার অভিযোগে অভিযুক্ত লেকহেড স্কুলের প্রতিষ্ঠাতা রেজোয়ান হারুন লন্ডন থেকে তিন দিন আগে ঢাকায় এসে লাপাত্তা হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় আসেন তিনি। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ইমিগ্রেশন পার হয়ে যান। বিষয়টি জানাজানি হলে তাকে গ্রেফতারে অভিযান চালানো হয়। কিন্তু তার সন্ধান মেলেনি। রেজোয়ানের বিরুদ্ধে জঙ্গিবাদে অর্থায়ন ও মদদের অভিযোগ রয়েছে। তিনি জঙ্গিবাদে মদদ দেওয়া ঢাকার লেকহেড গ্রামার স্কুলের ব্যবস্থাপনা পরিচালক। এই স্কুলে আলোচিত অনেক জঙ্গি বিভিন্ন সময়ে শিক্ষকতা করেছেন। আনসারুল্লাঞ বাংলাটিম, নব্য জেএমবি ও হিজবুত তাহরীরের কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে ঘনিষ্ঠতা ছিল রেজওয়ানের। শনিবার রাতে স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস অ্যাসোসিয়েশনের (...
- Get link
- X
- Other Apps
প্রকাশ : ১৪ মে, ২০১৭ ১৩:৩৫ আপডেট : ১৪ মে, ২০১৭ ১৮:০৮ প্রিন্ট করুন NASA-র ক্যামেরায় উঠে এল চাঁদের মাটিতে আর্মি ট্যাংক! অনলাইন ডেস্ক Currently 1.50/5 1 2 3 4 5 গড় রেটিং: 1.5 /5 (2 টি ভোট গৃহিত হয়েছে) সংগৃহীত ছবি চাঁদে প্রাণ আছে কি নেই এই নিয়ে বিতর্কের অন্ত নেই। কিন্তু এবার চাঁদেই দেখা গেল একটি অদ্ভুত জিনিস। যা এলিয়ন নাকি অন্য কোনও বস্তু, সেই নিয়ে বিতর্ক চলছেই৷ তবে নাসার একটি ছবিতে স্পষ্টভাবে উঠে এল সেই ছবি। যেটি দেখে ইউএফও বিশেষজ্ঞরা দাবি করলেন এটি একটি আর্মি ট্যাংক। আমেরিকান স্পেস এজেন্সি থেকে এই বিশেষ ‘যান’-টির একটি স্পষ্ট ছবি দেওয়া হয়েছে। আর এই জিনিসটি আদতে কি তা পর্যবেক্ষণ করে দেখছে ‘সিকিয়রটিম ১০’ নামে একটি ইউটিউব চ্যানেল। এই বিশেষ ইউটিউব চ্যানেলটি বিশ্বের সমস্ত রহস্যের সমাধান করে। এই বিশেষ ইউটিউব চ্যানেলটির ফলোয়ারের সংখ্যা প্রায় কয়েক লক্ষ। এই বিশেষ ট্যাংকের মতন দেখতে বস্তুটির সম্পর্কে ওই ইউটিউব চ্যানেলের একজন বিশেষজ্ঞ বলেন, এই বিশেষ বস্তুটি আদৌ কোনও আর্মি ট্যাংক নয়। এটি একটি খুবই অদ্ভুত শেপে...
- Get link
- X
- Other Apps
বাংলাদেশ সংবাদ দুই সুখী ‘পুলিশ-মা’ শাকিলা হক ১৪ মে ২০১৭, ১৮:৩০ ছেলের সঙ্গে মা ফাতেমা ইসলাম মুনমুন ফাতেমা ইসলাম মুনমুন বাংলাদেশ পুলিশের সিনিয়র এএসপি। পাঁচ বছর ধরে পুলিশে দায়িত্ব পালন করছেন। সন্তানের বয়স তিন বছর। তবে সন্তান তাঁর কর্মক্ষেত্রে বাঁধা নয়, তাঁর অনুপ্রেরণা। ফাতেমা বললেন, ‘আমি ইউনিফর্ম পরলেই আমার ছেলের মধ্যে একটা মুগ্ধতা দেখতে পাই। তাকে যদি কেউ জিজ্ঞেস করে বড় হয়ে কী হবে? সে খুব অবাক হয়ে বলে, আমি তো ছোট পুলিশ, বড় হয়ে বড় পুলিশ হব।’ শিশুর মধ্যে এই বোধটা তৈরি করতে ফাতেমাকে সাহায্য করেছেন তাঁর মা, স্বামীসহ পরিবারের সব সদস্য। অনেকে তাঁর কাছে জানতে চান, পুলিশের দায়িত্বে থাকা অবস্থায় তিনি মা হয়েছেন, কেমন সহায়তা পেয়েছেন সবার কাছ থেকে। ফাতেমা জানালেন, ‘যখন গর্ভধারণ করি, তখন গাজীপুরে দায়িত্বে ছিলাম। ওখানে আমার সিনিয়র স্যাররা বিষয়টি জানতেন। আমাকে খুব বেশি মাঠে কাজ করতে হয়নি। পরে ময়মনসিংহে র্যাব-১৪–তে ছিলাম। সেখানেও প্রশাসনিক কাজগুলোই দেওয়া হয়েছে। ফিল্ড থেকে কিছুটা দূরেই থেকেছি। সবক্ষেত্রেই সহযোগিতা পেয়েছি সহকর্মীদের কাছ থেকে। তবে ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়া...
- Get link
- X
- Other Apps
বাংলাদেশ সংবাদ রেইনট্রি হোটেলে শুল্ক গোয়েন্দারা, মদ উদ্ধার বিশেষ প্রতিনিধি ও নিজস্ব প্রতিবেদক ১৪ মে ২০১৭, ১৬:২৮ ৯ রাজধানীর বনানীর আলোচিত ‘দ্য রেইনট্রি’ হোটেলে আজ অভিযান চালিয়ে ১০ বোতল মদ উদ্ধার করেন শুল্ক গোয়েন্দারা। ছবি: শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সৌজন্যে রাজধানীর বনানীর আলোচিত ‘দ্য রেইনট্রি’ হোটেলে অভিযান চালাচ্ছেন শুল্ক গোয়েন্দারা। হোটেলের একটি কক্ষ থেকে ১০ বোতল মদ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুর ১২টা থেকে শুল্ক গোয়েন্দারা ওই হোটেলে অভিযান শুরু করেন। গত ২৮ মার্চ ‘দ্য রেইনট্রি’ হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে ৬ মে বনানী থানায় মামলা হয়। শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, রেইনট্রি হোটেলে অভিযান চলছে। অভিযান চলাকালে হোটেলের একটি কক্ষে ১০ বোতল মদ পাওয়া গেছে। অন্য কক্ষগুলোতেও তল্লাশি চালানো হবে। অবৈধ কোনো কিছু পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গতকাল শনিবার হোটেলের এক্সিকিউটিভ ইন্টারনাল অপারেটর ফারজান আরা রিমি বলেছিলেন, হোটেলে মদ বিক্রির লাইসেন্স নেই। জাতীয় মানবাধিকার কমিশনে...