মা ঈশ্বরপ্রদত্ত এক আশ্চর্য সুগন্ধির নাম’: সোশ্যাল মিডিয়ায় উদযাপন
পৃথিবীর নানা প্রান্তে আজ পালিত হচ্ছে বিশ্ব মা দিবস। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি উদযাপনের কমতি নেই। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার হিসেবে আজ ১৪ মে পালিত হচ্ছে দিবসটি। মা দিবসের উদ্দেশ্য একটাই, মাকে যথাযথ সম্মান দেওয়া।
যে মা জন্ম দিয়েছেন, লালন-পালন করেছেন, তাকে শ্রদ্ধা দেখানোর জন্য দিবসটি পালন করা হয়। তবে শুধু বিশেষ দিন নয়; মায়ের প্রতি সন্তানের ভালোবাসা প্রতিটি দিনের। প্রতিটি ক্ষণের। মায়ের জন্য বিশেষ দিন থাকার দরকার আছে কি-না তা নিয়ে বিতর্ক থাকতেই পারে।
মা দিবস উদযাপনের অন্যতম অনুষঙ্গ এখন সামাজিক যোগাযোগ মাধ্যম। বিশেষ করে আমাদের দেশে ফেসবুক কেন্দ্রিক উদযাপন এখন ভিন্নমাত্রার জনপ্রিয়তা অর্জন করেছে। শনিবার দিবাগত রাত থেকে ফেসবুকে শুরু হয়েছে মা’কে নিয়ে জোরেসরে চলছে স্ট্যাটাস, মায়ের সঙ্গে ছবি তুলে শেয়ার, স্মৃতিচারণা আর মায়ের সঙ্গে একান্ত ঘটনার নানান গল্প।
তবে সাম্প্রতিক বেশকিছু ঘটনায় এবারের মা দিবস নিয়ে নানা মাত্রিক দৃষ্টিভঙ্গি আর মতামত শেয়ার করেছেন অনেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন দিবসটি নিয়ে ফেসবুকে লিখেছেন, ‘ধর্ষকমুক্ত মা দিবস চাই’।
সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ বলেন, আমাদের আলাদা কোন মা দিবস বা বাবা দিবসের দরকার নেই। সব সময়ই শুভ মা দিবস।’ আরেক সঙ্গীত তারকা কাজী শুভ বলেন, ‘পৃথিবীর সকল মা কে জানাই সালাম। অভিনেত্রী মিষ্টি জান্নাতের ভাষায়, ‘মা দিবস। আমার মা আমার পৃথিবী।’
সাহিত্যের মিশেলে লেখক, গীতিকার ইশতিয়াক আহমেদ লিখেছেন, ‘মা ঈশ্বরপ্রদত্ত এক আশ্চর্য সুগন্ধির নাম। মায়ের সেবার মাধ্যমে এটা যত মেখে নেওয়া যায়, সম্মানের সৌরভ ততই ঘিরে রাখে সবসময়.. ।’
সাংবাদিক বারেক কায়সার বলেন, একযুগের বেশি সময় ধরে বাড়ির বাইরে থাকি। পরিবারের অন্য সবাই মন দিয়ে পড়াশোনা করতে বলতো। এই দীর্ঘ সময়ে কেবল আমার 'মা' ফোন দিয়ে বলতো, 'মনু প্রত্যেক দিন গোসল করিস। ঠিকমতো খাইস। বেশি রাইত জাগিস না।' মায়েরা এমনই হয়। ভালোবাসি মা। দুনিয়ার সব মায়েদের জন্য ভালোবাসা। ভালো থাকুক মায়েরা।’
এই দিবস কেন্দ্রিক ভালবাসাকে কিছুটা সমালোচনাও করেছেন অনেকে।বেশ কয়েকজন তাদের স্ট্যাটাসে উল্লেখ করেছেন, ‘সারা বছর যারা মা-বাবার খবরই রাখেন না, অথচ আজ তারাও স্ট্যাটাস দিচ্ছে মাকে নিয়ে!’ গীতিকার গ্যাব্রিয়েল সুমন বলেন, মা দিবসের চাইতে মায়ের গুরুত্ব বেশী।’
তবে সব ছাপিয়ে ভালবাসা, ভালবাসায় থাকুক আমাদের মায়েরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী বিজু রায় লিখেছেন, ‘আমার মা, অনেক ভালবাসি মা। মা দিবসের শুভেচ্ছা। একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিঠুন মিয়া বলেন, "মা দেবী স্বরূপিনী, জীবন্ত ঈশ্বরী", বিশ্ব মা দিবসে পৃথিবীর সকল মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা।' টিভি অনুষ্ঠান উপস্থাপক, রেডিও আরজে ইভান সাইর ফেসবুকে লিখেছেন, ‘মা’ আমার কাবা।
ইত্তেফাক/আনিসুর
Comments