Posts

Showing posts from August 4, 2019

রোমানিয়া কিশোরী খুন: স্বরাষ্ট্রমন্ত্রী-পুলিশপ্রধানের পর বরখাস্ত শিক্ষামন্ত্রীও

Image
অপহরণের পর খুন হওয়া রোমানিয়ার কিশোরী আলেকজান্দ্রা মাসেসানু। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত রোমানিয়ায় এক কিশোরী অপহরণ করে হত্যার ঘটনায় জনতার ক্ষোভের মুখে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশপ্রধান আগেই পদ খুইয়েছেন। এরপর শিক্ষামন্ত্রীকেও বরখাস্ত করা হলো। আলেকজান্দ্রা মাসেসানুকে (১৫) গত ১৪ জুলাই অপহরণের পর হত্যা করা হয়। দেশটির জরুরি সেবায় তিনবার ফোন করেও যথাযথ সহায়তা পায়নি মাসেসানু। তাকে হত্যার ঘটনা জানাজানি হলে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে এক টেলিভিশন অনুষ্ঠানে গিয়ে শিক্ষামন্ত্রী ইকেতেরিনা আন্দ্রোনেস্কুও বলেছিলেন, ‘অপরিচিত ব্যক্তির গাড়িতে উঠতে নেই’- নিহত কিশোরী মাসেসানুকে এই শিক্ষা যথাযথভাবে দেওয়া হয়নি। তাঁর এই মন্তব্যকে একদমই ভালোভাবে নেননি দেশটির প্রধানমন্ত্রী ভিওরিকা দানচিলা। অপহরণ ও খুনের পর শিক্ষামন্ত্রীর এমন মন্তব্যকে ‘বড় ভুল’ হিসেবে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী দানচিলা। আন্দ্রোনেস্কু ঘটনার ভয়াবহতা বুঝতে ব্যর্থ হয়েছেন, এমন মন্তব্যও করেছেন দেশটির প্রধানমন্ত্রী। এর জের ধরেই গত শুক্রবার তাঁকে বরখাস্ত করেন প্রধানমন্ত্রী। বরখাস্ত হওয়া শিক্ষামন্ত্রী ই...

পাকিস্তানের ৫ অনুপ্রবেশকারীকে হত্যার দাবি ভারতের

Image
ছবি: সংগৃহীত। জম্মু ও কাশ্মীরে কেরান সেক্টর দিয়ে পাকিস্তান সেনাবাহিনীর বর্ডার অ্যাকশন টিমের (বিএটি) অনুপ্রবেশের প্রচেষ্টা বানচাল করেছে ভারতীয় সেনাবাহিনী। গতকাল শনিবার সন্ধ্যায় ভারতীয় সেনাবাহিনী একথা জানায়। ভারতীয় সেনার প্রতিরোধে পাঁচ অনুপ্রবেশকারী নিহত হয়েছে। খবর এনডিটিভি ও বিবিসির। ইতিমধ্যে অনুপ্রবেশকারীদের মৃতদেহের ছবি প্রকাশ করেছে ভারতীয় সেনাবাহিনী। এনডিটিভি জানিয়েছে, এসব অনুপ্রবেশকারীদের মরদেহে ফিরিয়ে নিতে পাকিস্তানকে আহ্বান জানানো হয়েছে কিন্তু তাতে এখন পর্যন্ত সাড়া পাওয়া যায়নি। এদিকে কাশ্মীরে শুক্রবার অভূতপূর্ব এক নিরাপত্তাব্যবস্থা ঘোষণায় চরম আতঙ্ক বিরাজ করছে। পালানোর জন্য হাজার হাজার লোক বিমানবন্দর ও বাস টার্মিনালে ভিড় করছেন। সেনাবাহিনী জানিয়েছে, অনুপ্রবেশকারীদের হামলার লক্ষ্য ছিল কেরান সেক্টরের ফরোয়ার্ড পোস্ট। প্রকাশিত ছবিতে দেখানো হয়েছে, নিয়ন্ত্রণ রেখা বরাবর পড়ে রয়েছে মৃতদেহ। যা পাকিস্তান বিএটির বিভ্রান্তিমূলক কৌশল বলে দাবি ভারতীয় সেনার। গত কয়েকদিন থেকেই কাশ্মীরের নিরাপত্তা বাড়ানো হচ্ছে। শুক্রবারই তল্লাশির সময় উদ্ধার হয় বেশ কিছু অস্ত্র। তাতে পাকিস্তানের জড়িত...

তেল পাচারের অভিযোগে আরেকটি জাহাজ আটকে দিল ইরান

Image
তেল পাচারের অভিযোগে পারস্য উপসাগরে আরেকটি বিদেশি তেলবাহী জাহাজ আটকে দিয়েছে ইরানের রেভ্যুলশনারি গার্ডের সদস্যরা (আইআরজিসি)। আজ রবিবার জাহাজটি আটকে দেওয়া হয় বলে জানিয়েছে তেহরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। এ ব্যাপারে আইআরজিসি জানিয়েছে, তেলবাহী জাহাজটিতে প্রায় সাত লাখ লিটার ফুয়েল রয়েছে। এটির মাধ্যমে আরব দেশগুলো থেকে তেল পাচার করা হতো। জাহাজটিতে থাকা সাত ক্রু সদস্যকেও আটক করা হয়েছে বলে জানিয়েছে ইরানের কর্তৃপক্ষ। এর আগে পারস্য উপসাগরের লার্ক দ্বীপের দক্ষিণে তেল চোরাচালানের দায়ে একটি জাহাজ আটক করে ইরান। জাহাজটি আটকের জন্য ইরানের বিচার বিভাগের অনুমতি নেয়া হয়েছিল। তখন এক বিবৃতিতে বলা হয়েছিল, আইআরজিসি'র নৌ ইউনিটের সেনারা টহলের সময় চোরাই তেলবাহী জাহাজটিকে শনাক্ত ও আটক করেছে। জাহাজটি ২০ লাখ লিটার তেল বহনে সক্ষম হলেও আটকের সময় তাতে ১০ লাখ লিটার তেল ছিল। এছাড়া জাহাজে ছিল ১২ জন বিদেশি। ইরানি নৌযান থেকে তেল সংগ্রহের পর জাহাজটি তা দূরবর্তী কোনো স্থানে গিয়ে অপর কোনো বিদেশি জাহাজে তুলে দেয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু এর আগেই আইআরজিসি'র সদস্যরা জাহাজটিকে আটক করতে সক্ষম হয়েছে।  ...

কাশ্মীরে পাকিস্তানি সৈন্যের অনুপ্রবেশের চেষ্টা, নিহত ৫

Image
কাশ্মীরে পাকিস্তান সেনাবাহিনীর বর্ডার অ্যাকশন টিমের (বিএটি) সদস্যরা অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ ভারতীয় সেনাবাহিনীর। এ ঘটনায় পাঁচ অনুপ্রবেশকারী নিহত হয়েছেন। খবর এনডিটিভি'র। খবরে বলা হয়, শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় ভারতীয় সেনাবাহিনী জানায়, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কেরান গ্রামের সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছিল পাকিস্তান সেনাবাহিনীর বিএটি’র সদস্যরা। তবে তাদের সে চেষ্টা সফলভাবে ঠেকিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এতে পাঁচ অনুপ্রবেশকারী নিহত হয়েছেন।   ভারতীয় সেনাবাহিনী জানায়, বিগত ৩৬ ঘণ্টায় এ ঘটনা ঘটেছে। পাকিস্তানি সেনাবাহিনীর মূল লক্ষ্য ছিল কেরান সীমান্ত।  এদিকে সন্ত্রাসী হামলার হুমকির জেরে সতর্কতা জারি করা হয়েছে কাশ্মীরে। এরই জেরে ইতোমধ্যে কাশ্মীর ছাড়তে শুরু করেছেন সেখানকার অমরনাথ মন্দিরে আসা তীর্থযাত্রীরাসহ সাধারণ পর্যটকরা। বিডি প্রতিদিন/হিমেল

দলে দলে পালাচ্ছে মানুষ, টহলে হাজার হাজার সেনা, কী ঘটতে যাচ্ছে কাশ্মীরে?

Image
আতঙ্কের মধ্যে জীবন কাটাচ্ছেন কাশ্মীরের মানুষ। দলে দলে বাড়ি ছেড়ে পালাচ্ছেন সেখানকার বাসিন্দারা। কেউ কেউ প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করে রাখছেন। সরকার বিবৃতি দিয়ে পর্যটকদের কাশ্মীর ত্যাগ করতে বলেছে। তার ওপর নতুন করে হাজার হাজার সেনা মোতায়েন করা হয়েছে ওই রাজ্যে। প্রশ্ন উঠেছে কী ঘটতে চলেছে কাশ্মীরে। গত শনিবার কাশ্মীরে থাকা পর্যটক ও অমরনাথ যাত্রায় অংশ নেওয়া হিন্দু তীর্থ যাত্রীদের কাশ্মীর ছাড়তে নির্দেশ দেওয়া হয়। বাড়তি আধাসামরিক বাহিনীর সেনা মোতায়েন করা হয়েছে। সরকারে পক্ষ থেকে বলা হয়, তারা গোয়েন্দা সূত্রে জানতে পেরেছে হামলা হতে পারে কাশ্মীরে। তাই অমরনাথ যাত্রায় অংশ নেওয়া হাজারো তীর্থযাত্রীদের কাশ্মীর থেকে ফেরত পাঠানো শুরু করে সরকার। এদিকে সেনাবাহিনী দাবি করেছে, গত ৩১ জুলাই রাতে কেরন সেক্টরে পাকিস্তানি সেনাদের হামলা ব্যর্থ করে দিয়েছে তারা। ভারতীয় সেনাবাহিনীর এমন দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। শুধু দাবি প্রত্যাখ্যান নয়, উল্টো পাকিস্তান দাবি করছে, লাইন অব কন্ট্রোল বা দুই দেশের সীমানা নির্ধারণকারী নিয়ন্ত্রণরেখায় গুচ্ছ বোমা হামলা করেছে ভারত। তাতে দুজন স্থানীয় বাস...

যুক্তরাষ্ট্রের টেক্সাসে শপিং মলে গুলিতে নিহত ২০

Image
যুক্তরাষ্ট্রের টেক্সাসে শপিং মলে বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ২০ নিহত হয়েছেন। এছাড়া আরও অনেকে আহত হয়েছেন বলে জানা যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করেছে পুলিশ। শনিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে অঙ্গরাজ্যের এল পাসোয় এ দুঘর্টনা ঘটে। টুইট বার্তায় পুলিশ জানায়, সেখানকার ওয়ালমার্ট সুপার শপে হামলা চালিয়েছে একাধিক বন্দুকধারী। নিরাপত্তার স্বার্থে এলাকাটি ঘিরে রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ওই এলাকা দিয়ে জনসাধারণকে চলাচল করতে নিষেধ করেছে পুলিশ। বিডি  প্রতিদিন/ এ  মজুমদার

১৫ সৌদি সামরিক ঘাঁটি দখলের দাবি হুথিদের

Image
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দাবি করছে, সৌদি আরবের ভূখণ্ডে ঢুকে তারা ৭২ ঘণ্টায় ১৫টি সামরিক ঘাটি দখলে নিয়েছে। এক সংবাদ সম্মেলনে হুথি বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র ইয়াহা সারি এ দাবি করেছেন। খবর মিডল ইস্ট মানিটর'র। মুখপাত্র ইয়াহা সারি জানান, তারা ৭২ ঘণ্টায় সৌদি আরবের শহর জাজান এবং নাজরানের ১৫টি সামরিক ঘাঁটি নিজেদের দখলে নিয়েছে। এছাড়া খামিজ মাশিতে সৌদি আরবের সামরিক ঘাঁটিটি আংশিক অচল করে দেয়ার দাবিও করেছেন ইয়াহা সারি। সারি জানিয়েছেন, হুথি বিদ্রোহীদের স্নাইপার ইউনিট গত জুলাই মাসে মোট ১ হাজার ৫৭৫টি সফল মিশন চালায়। তাদের পরিচালিত ওইসব মিশনে নিহতদের মধ্যে রয়েছে ১২ জন সৌদি সেনা এবং ২৬ জন সুদানি সেনা। বিডি  প্রতিদিন/ এ  মজুমদার