তেল পাচারের অভিযোগে আরেকটি জাহাজ আটকে দিল ইরান

তেল পাচারের অভিযোগে আরেকটি জাহাজ আটকে দিল ইরান

তেল পাচারের অভিযোগে পারস্য উপসাগরে আরেকটি বিদেশি তেলবাহী জাহাজ আটকে দিয়েছে ইরানের রেভ্যুলশনারি গার্ডের সদস্যরা (আইআরজিসি)। আজ রবিবার জাহাজটি আটকে দেওয়া হয় বলে জানিয়েছে তেহরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।
এ ব্যাপারে আইআরজিসি জানিয়েছে, তেলবাহী জাহাজটিতে প্রায় সাত লাখ লিটার ফুয়েল রয়েছে। এটির মাধ্যমে আরব দেশগুলো থেকে তেল পাচার করা হতো। জাহাজটিতে থাকা সাত ক্রু সদস্যকেও আটক করা হয়েছে বলে জানিয়েছে ইরানের কর্তৃপক্ষ।
এর আগে পারস্য উপসাগরের লার্ক দ্বীপের দক্ষিণে তেল চোরাচালানের দায়ে একটি জাহাজ আটক করে ইরান। জাহাজটি আটকের জন্য ইরানের বিচার বিভাগের অনুমতি নেয়া হয়েছিল। তখন এক বিবৃতিতে বলা হয়েছিল, আইআরজিসি'র নৌ ইউনিটের সেনারা টহলের সময় চোরাই তেলবাহী জাহাজটিকে শনাক্ত ও আটক করেছে। জাহাজটি ২০ লাখ লিটার তেল বহনে সক্ষম হলেও আটকের সময় তাতে ১০ লাখ লিটার তেল ছিল। এছাড়া জাহাজে ছিল ১২ জন বিদেশি। ইরানি নৌযান থেকে তেল সংগ্রহের পর জাহাজটি তা দূরবর্তী কোনো স্থানে গিয়ে অপর কোনো বিদেশি জাহাজে তুলে দেয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু এর আগেই আইআরজিসি'র সদস্যরা জাহাজটিকে আটক করতে সক্ষম হয়েছে। 
বিডি প্রতিদিন/এ মজুমদার

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা