Posts

Showing posts from June 15, 2022

কাতার বিশ্বকাপে ৩২ দল চূড়ান্ত; কোন গ্রুপে কারা?

Image
  কাতারের রাজধানী দোহায় গত ২ এপ্রিল ২৯টি দল নিয়ে অনুষ্ঠিত হয় ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র।  বাকি ৩ দলকে সম্ভাব্য তালিকায় রেখে এই ড্র অনুষ্ঠান সাজান হয়। মঙ্গলবার রাতে শেষ দল হিসেবে কাতার বিশ্বকাপের টিকিট পেয়েছে কোস্টারিকা। এর মধ্যে দিয়েই চূড়ান্ত হয়ে গেছে ৩২টি দলের নাম।  এক নজরে বিশ্বকাপের আট গ্রুপ গ্রুপ এ:  কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল ও ইকুয়েডর গ্রুপ বি:  ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান ও ওয়েলস গ্রুপ সি:  আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড ও সৌদি আরব গ্রুপ ডি:  ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া ও অস্ট্রেলিয়া গ্রুপ ই:  স্পেন, জার্মানি, জাপান ও কোস্টারিকা গ্রুপ এফ:  বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো ও কানাডা গ্রুপ জি:  ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া ও ক্যামেরুন গ্রুপ এইচ:  পর্তুগাল, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া ও ঘানা বিডি প্রতিদিন/ ওয়াসিফ

বান্দরবানে ডায়রিয়ায় ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে

Image
  বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রেমাক্রী ইউনিয়নের ৭টি পাড়ায় ব্যাপকভাবে ডায়রিয়া ও ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এখন পর্যন্ত ডায়রিয়ায় ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বান্দরবানের সিভিল সার্জন নীহার রঞ্জন নন্দী বুধবার ১৫ জুন ওই এলাকাসমূহ পরিদর্শন করেন। এসময় তিনি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে বৈঠক করেন।  সভায় সিভিল সার্জন নীহার রঞ্জন নন্দী জানান, ডায়রিয়া ও ম্যালেরিয়া ছড়িয়ে পড়া এলাকাগুলোতে দু'টি মেডিকেল টিম কাজ করছে। তাদের কাছে ওরস্যালাইনসহ পর্যাপ্ত ওষুধ রয়েছে। এছাড়া থানচির বলিপাড়া ৩৮ বিজিবির চিকিৎসক দলও আক্রান্ত এলাকায় চিকিৎসা সেবা দিচ্ছে। রেমাক্রি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুইশৈ থোয়াই রনি জানান, গত ১১ জুন থেকে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পাড়া কারবারি ও শিশুসহ মারা গেছে ৯ জন। কমপক্ষে ৫০ জন আক্রান্ত হয়েছে। এসব পাড়ায় ডায়রিয়ার পাশাপাশি ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে ১৫ জন। তবে এখন পর্যন্ত ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে কারোর মৃত্যুর খবর পাওয়া যায়নি। ইউপি চেয়ারম্যান মুইশৈ থোয়াই রনি জানান, ডায়রিয়ায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন, মেনতান ম্রো কারবারি (৪৮), ক্রাইঅং ম্রো...