Posts

Showing posts from October 19, 2018

চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

Image
ঠাকুরগাঁওয়ে মাম হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার এ ঘটনা ঘটে। ক্লিনিক ও রোগীর স্বজনদের সূত্রে জানা গেছে, পঞ্চগড় বোদা উপজেলায় আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী নাজমুন নাহারের গত বৃহস্পতিবার রাতে সিজারিয়ান অপারেশন করেন ডা. হামিদুর রহমান। শুক্রবার সকালে রোগীর অতিরিক্ত রক্ত চাপের ফলে ক্ষতস্থান থেকে রক্ত পড়া শুরু করে। পরিস্থিতির অবনতি ঘটলে ক্লিনিক কর্তৃপক্ষ ও ডা. হামিদুর উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। রোগীর স্বজনরা রোগীকে নিয়ে রংপুরে যাওয়ার আগেই মারা যান নাজমুন নাহার।  রোগীর স্বামী আব্দুল্লাহ আল মামুন জানান, ডা. হামিদুর রহমানকে রোগীর সকল সমস্যার কথা বলার পরেও দ্রুত সিজারিয়ান অপারেশন করেন। রক্তক্ষরণ বন্ধ না হলে ক্লিনিক কর্তৃপক্ষ ডাক্তারকে অবহিত করলে রংপুর যাওয়ার পরামর্শ দেন। কিছুক্ষণ পরেই আমার স্ত্রী মৃত্যুর কোলে ঢোলে পড়ে।  হামিদুর রহমানের কাছে রোগীর মৃত্যুর কারণে জানতে চাইলে তিনি জানান, রোগীর রক্তক্ষরণে কথা জানালে দ্রুত রংপুর যাওয়ার পরামর্শ দেন। তাছাড়া ক্লিনিকে আইসিইউি না থ...

রাবণ দহন দেখতে গিয়ে ভারতে ট্রেনে কাটা পড়ে নিহত অর্ধশতাধিক

Image
ভারতে রাবণ দহন দেখতে এসে ট্রেনের নিচে কাটা পড়ে প্রায় অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে এ ঘটনা ঘটে। তবে মৃতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।  এ ঘটনায় আহত হয়েছে আরও প্রায় অর্ধশতাধিক। হতাহতের মধ্যে অনেক কিশোরও রয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটপূর্ণ। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হিন্দু মহাকাব্য রামায়ণে কথিত আছে, দশেরার দিনই যুদ্ধ শেষে রাবণ বধ করেছিলেন রাম। সেই উপলক্ষ্যেই এদিন সারা ভারতেই রাবণের ছবি পোড়ানো হচ্ছে। অমৃতসরের ঝোড়া পাঠক এলাকায় রেল লাইনের ধারেও চলছিল রাবণ পোড়ানোর অনুষ্ঠান। লাইনের ওপর দাঁড়িয়েই সেই অনুষ্ঠান দেখছিলেন কয়েক শতাধিক স্থানীয় বাসিন্দা। আর সে সময়ই আপ ও ডাউন রেল লাইনের ওপর দিয়ে দুরন্ত গতিতে ছুটে যায় হাওড়া-অমৃতসর এক্সপ্রেস ও অমৃতসর-জলন্ধর ডিজেল মাল্টিপল ইউনিট (ডিএমইউ) ট্রেন। সাথে সাথেই ঘটে যায় বড়সড় দুর্ঘটনা। কেউ চলন্ত ট্রেনের তলায় কাটা পড়ে কেউ বা ট্রেনের ধাক্কায় প্রায় ৫০-১০০ মিটার দূরে গিয়ে ছিটকে পড়ে।  দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারাই আহত ব্যক্তিদের হাসপাতালে...

গ্রিসে শারদীয় দুর্গাপূজা উদযাপন

Image
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গ্রিসে উদযাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে গ্রিসের হিন্দু কমিউনিটি নানা কর্মসূচি গ্রহণ করে। পূজামণ্ডপে পূজারি ও ভক্তরা সমবেত হয়ে ধর্মীয় অর্চনার মধ্য দিয়ে নিজেদের দেশ ও জাতির কল্যাণের জন্য প্রার্থনা করে। গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা সপরিবারে ১৭ অক্টোবর পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত গ্রিসে বসবাসকারী বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদেরকে অভিনন্দন জানান। প্রবাসে বসবাস করেও ধর্মীয় এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে আবহমান বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিদেশের মাটিতে তুলে ধরার প্রয়াসকে সাধুবাদ জানান  রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন । বাংলাদেশে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতির কথা উল্লেখ করে  রাষ্ট্রদূত  বলেন, বিভিন্ন ধর্মের মানুষের পারস্পারিক সম্প্রীতি এবং উৎসবের আমেজে ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের সংস্কৃতি ধরে রাখার জন্য সবাইকে একযোগে কাজ করে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ ...

সাংবাদিক জামাল খাসোগি ‘হত্যায়’ জড়িত ব্যক্তি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত!/আপডেট: ১৮ অক্টোবর ২০১৮, ২০:৫৯

Image
ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে সাংবাদিক জামাল খাসোগি নিখোঁজের ঘটনায় জড়িত ১৫ জনের একজন সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তাঁর নাম মেশাল সাদ এম. আল বাস্তানি। ৩১ বছর বয়সী মেশাল বাস্তানি সৌদি বিমান বাহিনীর লেফটেন্যান্ট। রিয়াদে গাড়িচাপায় নিহত না কি তাঁকে হত্যা করা হয়েছে-সে প্রশ্ন তুলেছে তুরস্কের গণমাধ্যম। তুরস্কের সরকার-সমর্থিত দৈনিক ‘ইয়েনি সাফাক’-এর বরাত দিয়ে ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। খবরে বলা হয়েছে, মেশাল বাস্তানি সাংবাদিক খাসোগি কাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তাকে সাজানো সড়ক দুর্ঘটনায় হত্যা করে খাসোগি হত্যাকাণ্ড সংক্রান্ত কিছু তথ্য-প্রমাণ মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। তবে ওই ঘাতক দলের অপর ১৪ সদস্যের মুখ চিরতরে বন্ধ রাখতে তাকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছে তুরস্কের সরকার-সমর্থিত দৈনিক ‘ইয়েনি সাফাক’। দৈনিক ইয়ানি সাফাক বলছে, ২ অক্টোবর বিশেষ বিমানে করে যে ১৫ ব্যক্তি সৌদি আরব থেকে ইস্তাম্বুলে উড়ে এসেছিলেন তাদের মধ্যে সাদ আল বাস্তানিও ছিলেন। তবে তিনি কনস্যুলেট ভবনে না গিয়ে মাত্র কয়েক ঘণ্টা ইস্তাম্বুলের উইন্ডহাম গ্র্যান্ড হোটেলে অবস্থান ক...

আজকের ভাগ্যচক্র

Image
আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি তুলা রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ দৈত্যকুল গুরু শুক্রাচার্য গ্রহপিতা রবি ও সর্বগ্রাসী গ্রহ রাহুর প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে সিংহ রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। পাওনা টাকা আদায় আটকে থাকা বিল পাস তথা অচল ব্যবসা সচল হয়ে উঠবে। দীর্ঘদিনের ভাঙা প্রেম জোড়া লাগতে পারে। মেষ  [২১ মার্চ-২০ এপ্রিল] বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। যোগ্যকর্ম ও উচ্চশিক্ষার্থে বিদেশ গমনের সম্ভাবনা। ডাকযোগে প্রাপ্ত কোনো সংবাদে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। বন্ধু-বান্ধব, আত্মীয়-পরিজনরা সাহায্যের হাত বাড়িয়ে ধরবে। প্রেমীযুগল সতর্কতার সঙ্গে চলুন। বৃষ [২১ এপ্রিল-২০ মে] দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণের পথ খুলবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিবাহ বিনিয়োগ শুভ তথা সুদূরপ্রসারী হবে। সম্ভাব্যক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড়ভাড় তীব্রগতির বাহন এড়িয়ে চলুন। মিথুন [২১ মে-২০ জুন] বিদ্যার্থীদের জন্য সুবর্ণ সুযোগ থাকবে। টাকা-পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাওয়ায় দিনের শেষে তারল্য সংকটে ...

শ্রীলঙ্কার বিপক্ষে বড় লিডের পথে যুবারা

Image
শ্রীলঙ্কা অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে শুরুটা ভালো করেছে বাংলাদেশ। দুইটি চারদিনের ম্যাচের প্রথমটিতে তৃতীয় দিন পর্যন্ত ম্যাচের চালকের আসনেই রয়েছে তৌহিদ হৃদয়ের দল। ম্যাচের তৃতীয় দিন শেষে বাংলাদেশের যুবারা ৩৯ রানের লিড নেয়। হাতে আছে ৯ উইকেট। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ যুবাদের সংগ্রহ ১ উইকেটে ১৮ রান। এর আগে বাংলাদেশের করা ৩০৯ রানের জবাবে ২৮৮ রানে অল আউট হয় স্বাগতিক শ্রীলঙ্কা। তৃতীয় দিনেই ৯ উইকেট হারিয়ে ফেলে লঙ্কানরা। করতে পারে ২২৩ রান। ২১ রানের লিড পায় বাংলাদেশ। লঙ্কানদের পক্ষে সোনাল দিনুশা করেন সেঞ্চুরি। ২০২ বল খেলে করেন ১০০ রান। টাইগার যুবাদের পক্ষে ৩টি করে উইকেট নেন অধিনায়ক তৌহিদ হৃদয় ও রাকিবুল হাসান। এছাড়া দুটি করে উইকেট নেন শরীফুল ইসলাম ও শাহীন আলম। তবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তেমন সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ৯ ওভারে ১৮ রান তুলতেই ওপেনার তানজিদ হাসানের উইকেট হারায়। শেষদিন প্রান্তিক নওরোজ নাবিল ৭ ও মাহমুদুল হাসান জয় ৫ রান নিয়ে ব্যাট করতে নামবেন। বিডি প্রতিদিন/এনায়েত করিম

আকবরের মানহানির মামলা শুনবে আদালত

Image
‘মি টু’ বিতর্কে ভারতের সদ্য ইস্তফা দেওয়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবরের মানহানির মামলা শুনতে রাজি হলো দিল্লির আদালত। দিল্লির মেট্রোপলিটন আদালতে প্রাক্তন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আইনজীবীরা এই মামলা করেন।   বৃহস্পতিবার শুনানির সময় প্রাক্তন এই মন্ত্রী নিজে হাজির ছিলেন না। আগামী ৩১ অক্টোবর সশরীরে হাজির থেকে আকবরকে তাঁর বক্তব্য রেকর্ড করার নির্দেশ দিয়েছে আদালত।   এম জে আকবরের বিরুদ্ধে প্রথম অভিযোগ আনেন প্রিয়া রমানি নামে এক সাংবাদিক। এরপর গত কয়েক দিনে অন্তত ১৯ জন নারী তাঁর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন। তবে সেই সময় তিনি বিদেশ সফরে ছিলেন। দেশে ফিরে চাপের মুখে শেষ পর্যন্ত বুধবার তাঁকে ইস্তফা দিতে হয়েছে।—আনন্দবাজার পত্রিকা।   ইত্তেফাক/মোস্তাফিজ

১২ বছরে একবার ভালোবাসার নীল ফুল

Image
বিশ্বে বিরলতম একটি ফুলের নাম নীলাকুরিঞ্জি। দুর্লভ এই ফুল প্রতি ১২ বছরে একবার ফোটে। ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কেরালা রাজ্যের মুন্নার শহর থেকে দূরে নির্জন পাহাড়ি এলাকায় এই ফুল পাওয়া যায়। যখন নীলাকুরিঞ্জি ফোটে, তখন ওই পাহাড়ি এলাকা বেগুনি রঙে ছেয়ে যায়। দ্য হিন্দু পত্রিকার সাবেক সম্পাদক রায় ম্যাথিউ রচিত ‘কুরিঞ্জি: দ্য ফ্লোয়ার অব দ্য ব্লু মাউনটেনস’ বইয়ে তিনি লেখেন, বিশ্বে আর কোথাও এই বিরল ফুল জন্মে না। কেরেলার বনে বসবাসকারী মুথুভান নৃতাত্ত্বিক গোষ্ঠীর লোকজন বিশ্বাস করে, কুরিঞ্জি হচ্ছে ভালোবাসা ও রোমান্সের প্রতীক। বিস্তীর্ণ পাহাড়ি এলাকাজুড়ে ফোটে আছে নীলাকুরিঞ্জি ফুল। ছবি: বিবিসির সৌজন্যে বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, সমুদ্রপৃষ্ঠ থেকে ১ হাজার ৬০০ মিটার উঁচুতে মুনার এলাকার অবস্থান। চা, কফি ও মসলার চাষাবাদে এই এলাকা পরিচিত। পর্যটকদের কাছে এলাকাটি ব্যাপক আকর্ষণীয়। নীলাকুরিঞ্জি, সংক্ষেপে কুরিঞ্জি হিসেবে পরিচিত। এটি স্ট্রবিল্যান্থেস প্রজাতির একটি উদ্ভিদ; যা প্রায় ৩৫০ প্রজাতির ফুলগাছের একটি জাত। যার মধ্যে ৫৯ প্রজাতি ভারতের উপদ্বীপ এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে আছে। স্ট্রবিল্যান্থেসের বিভিন্ন ...

মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, আজ শুভ বিজয়া দশমী

Image
মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর। দোলায় চড়ে আজ শুক্রবার মর্ত্য ছাড়বেন দুর্গতিনাশিনী উমা। ফিরবেন কৈলাশে। অশুভ শক্তির বিরুদ্ধে শুভ ও কল্যাণ এবং সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে নিরন্তর শান্তি ও সম্প্রীতির আকাঙ্ক্ষা নিয়ে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে আজ সমাপন ঘটবে হিন্দু সমপ্রদায়ের সবচেয়ে বড় উত্সব শারদীয় দুর্গাপূজা। আজ শুভ বিজয়া।   শাস্ত্র অনুযায়ী, শাপলা, শালুক আর বলিদানের মাধ্যমে দেবীর পূজা হবে। তাই ঢাকের বোলে নিনাদিত হচ্ছে-‘ঠাকুর থাকবে কতক্ষণ ঠাকুর যাবে বিসর্জন’। বহু মণ্ডপের লাউড স্পিকারে মন্দ্রিত হচ্ছে—‘নবমী নিশি যেন আর না পোহায়, তোকে পাবার ইচ্ছা মাগো কভু না ফুরায়....।’ সনাতন বিশ্বাসে— বোধনে ‘অরুণ আলোর অঞ্জলি নিয়ে আনন্দময়ী মা উমাদেবীর আগমন ঘটে। টানা পাঁচদিন মৃন্ময়ীরূপে মণ্ডপে মণ্ডপে থেকে আজ ফিরে যাবেন কৈলাশে স্বামী শিবের সান্নিধ্যে।’   দূর কৈলাশ ছেড়ে মা পিতৃ গৃহে আসেন নৌকায় চড়ে। আজ বিজয়া দশমীতে বিদায় নেবেন আবারো ঘোটকে। আজ সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে নামবে ভক্তদের ঢল। ঢাক আর শঙ্খধ্বনি। টানা মন্ত্রপাঠ। উলুধ্বনি আর অঞ্জলি। সঙ্গে ঢাকের বাদ্য, নাচ, সিঁদুর খেলা। ধান, দুর্বা, মিষ্টি আর আব...

তুরস্কের ওপর নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র

Image
মার্কিন ধর্মযাজককে মুক্তি দেওয়া নিয়ে তুরস্কের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। যাজক ব্রানসনকে মুক্তি দেওয়ার কয়েকদিন পর এই কথা বললেন পম্পেও। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে স্বল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত নেবে যুক্তরাষ্ট্র। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সাথে আলোচনার পর বুধবার এই মন্তব্য করেন মাইক পম্পেও। সৌদি সাংবাদিক কামাল খাশোগির নিখোঁজ এবং খুনের অভিযোগ নিয়ে আলোচনার জন্য তুরস্কে আকস্মিক সফর করলেন মাইক পম্পেও। তিনি বলেন, ব্রানসনকে মুক্তি দেওয়ার পর তাকে নিয়ে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আর রাখার যৌক্তিকতা নেই।  বুধবার পম্পেওর সাথে সাক্ষাৎ করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী পম্পেওর সাথে এব্যাপারে কোনো আলোচনা না করলেও মার্কিন নিষেধাজ্ঞাকে অযৌক্তিক বলেন তিনি। মেভলুত বলেন আমাদের সম্পর্কের মাঝে কোনো নিষেধাজ্ঞা থাকা উচিত নয়। নিষেধাজ্ঞা থাকলে সম্পর্ক অগ্রসর হতে পারে না। সন্ত্রাসবাদের অভিযোগে মার্কিন যাজক ব্রানসনকে গ্রেফতার এবং বিচারের কারণে তুর্কি বিচারমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর নিষেধা...

ডিসেম্বরের শেষে নির্বাচন

Image
নির্বাচন কমিশনে মতানৈক্য থাকলেও একদাশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হচ্ছে। নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, নভেম্বরের শুরুতে তফসিল ঘোষণা করা হবে। ইসির কর্মকর্তারা জানিয়েছেন, ডিসেম্বরের শেষে ভোট হওয়ার সম্ভাবনার কথা। ৩০ অক্টোবর থেকে ২৮ জানুয়ারির মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এ জন্য নভেম্বরের শুরুতে তফসিল দিয়ে ডিসেম্বরের মধ্যে ভোট করতে চায় ইসি। এদিকে তফসিল ঘোষণার আগে ২৮-৩০ অক্টোবরের মধ্যে রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করবে কমিশন। এর আগে ২১ অক্টোবর ভোটের তারিখ ও নির্বাচনী আচরণবিধি নিয়েও বৈঠকে বসার কথা রয়েছে। এ ছাড়া নভেম্বরের শুরুতে তফসিল ঘোষণার জন্য ৩০ অক্টোবরের মধ্যে মনোনয়নপত্র দাখিলসহ সংশ্লিষ্ট ফরম-প্যাকেটসহ প্রয়োজনীয় দ্রব্য মাঠপর্যায়ে পাঠানো হবে। নির্বাচন পরিচালনা সংক্রান্ত ম্যানুয়েলও ৫ নভেম্বরের মধ্যে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হবে। এসব মালামাল মাঠপর্যায়ে পৌঁছানোর কয়েক দিনের মধ্যে তফসিল ঘোষণা হয়ে থাকে। ইসির কর্মকর্তারা বলেছেন, প্রথা অনুযায়ী রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে কমিশন জাতীয় সংসদ নির্বাচনের...

লাদেনের চেয়েও জনপ্রিয়তা বেশি তার সেই মডেল ভাইঝি'র!

Image
পশ্চিমি দুনিয়ার ত্রাস হিসেবে অতি পরিচিত একটি নাম ওসামা-বিন লাদেন। ৭ বছর আগে ২০১১ সালে গোপন মার্কিন হামলায় নিহত হন ওসামা বিন লাদেন। সে লাদেনের ভাইঝি দাপিয়ে বেড়াচ্ছে গোটা মার্কিন যুক্তরাষ্ট্র। বলা হচ্ছে লাদেনের ভাইঝি ওয়াফা বিন লাদেনের কথা। যদিও বিনোদন জগতে সবাই তাকে চেনে ওয়াফা দুফোর নামে। লাদেনের মৃত্যুর পর তার একাধিক স্ত্রী ও তাদের সন্তানদের হাজতে ভরা হয়। এরপরেই লাদেনের আরও আত্মীয়ের খোঁজ মার্কিন গোয়ান্দাদের হাতে উঠে আসে। সেই তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে লাদেনের ৪০০'র বেশি ভাইপো-ভাইঝি রয়েছে। তবে এই বিপুল সংখ্যক ভাইপো-ভাইঝির মধ্যে একজনকেই গোটা বিশ্ব চেনে। তিনি হলেন ওয়াফা দুফোর। আর আশ্চর্যের ব্যাপার ওসামা বিন লাদেনের চেয়েও বেশি মানুষ চেনে তার ভাইঝিকে। যে মার্কিন যুক্তরাষ্ট্র ওসামা বিন লাদেনকে হত্যা করেছে, সেই মার্কিন মুলুকেরই নামী মডেল ওয়াফা। সুইরল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ নাগরিকত্ব নিয়ে আপাতত লস অ্যাঞ্জেলসে বাস করেন ওয়াফা। ৪২ বছর বয়সী ওয়াফা যৌন আবেদনে মাত করে দিয়েছে পশ্চিমি দুনিয়াকে। নামী মডেল হওয়ার পাশাপাশি বিখ্যাত পপস্টারও ওয়াফা। বর্তমানে যুক্তরাষ্ট্রের এক নম্বর মডেল ...