Posts

Showing posts from May 24, 2022

দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ বিষয়ক সভা

Image
  বরগুনা সদর উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন বিষয়ক অবহিতকরণ সভা আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।  বরগুনা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় উপ-পরিচালক মৎস্য অধিদপ্তর, আনিচুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা, বিশ্বজিৎ কুমার দেব, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনি-রুল ইসলাম, প্রকল্প পরিচালক এসএম আশিকুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এমরান হোসেন রাসেল প্রমুখ। উপজেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলামের উপস্থাপনায় অবহিতকরণ সভায় ইউপি চেয়ারম্যান, মৎস্য চাষি, মৎস্য ব্যবসায়ীসহ শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, জাতীয় অর্থনীতির একটি বৃহৎ অংশ অর্জিত হচ্ছে মৎস্য সম্পদ থেকে। প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও নির্দেশনায় আজ মৎস্য বিভাগের উদ্যোগে প্রতিটি বাড়িতে মৎস্য খামার গড়ে উঠেছে। হারিয়ে যাওয়া দেশীয় সু-স্বাদু মাছ চাষে...

ফজলি আম রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের

Image
  ফাইল ছবি ফজলি আম রাজশাহীর, নাকি চাঁপাইনবাবগঞ্জের-এ নিয়ে টানাটানি চলছিল। রাজশাহী ফল গবেষণা কেন্দ্র ফজলি আমের জিআই স্বত্ত্ব দাবি করার পর, পাল্টা দাবি জানায় চাঁপাইনবাবগঞ্জ।  মঙ্গলবার এ নিয়ে ঢাকায় শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদফতরের রেজিস্ট্রার (অতিরিক্ত সচিব) যনেন্দ্রনাথ সরকার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের ফজলি আমকে যৌথভাবে জিআই পণ্য হিসেবে আদেশ দেন। রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলীম উদ্দিন জানান, তিনি রাজশাহীর পক্ষে শুনানিতে অংশ নিয়েছিরেন। সেখানে তথ্য-উপাত্ত তুলে ধরেন।  চাঁপাইনবাবগঞ্জের পক্ষে জাহাঙ্গীর সেলিম ও মুনজের আলমসহ ৬ জন অংশ নেন। তারাও চাঁপাইনবাবগঞ্জের পক্ষে তথ্য-উপাত্ত তুলে ধরেন। প্রায় তিন ঘণ্টা ধরে চলা শুনানি শেষে বিকালে আদেশ দেওয়া হয়। তাতে যৌথভাবে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জকে ফজলি আমের জন্য জিআই সনদের স্বীকৃতি দেওয়া হয়। ড. আলীম  উদ্দির বলেন, এখন আদেশের বিরুদ্ধে কোনো পক্ষ সংক্ষুব্ধ হলে আদালতে যেতে পারবেন। রাজশাহীর জন্য কী করা হবে, সেটি পরবর্তীতে ভেবে তারা সিদ্ধান্ত নেবেন। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন