Posts

Showing posts from March 24, 2019

ইসরায়েলকে রক্ষায় ট্রাম্পকে পাঠিয়েছেন ঈশ্বর: পররাষ্ট্রমন্ত্রী পম্পেও

Image
ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, ইরানের হাত থেকে ইসরায়েলকে রক্ষায় ঈশ্বর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পৃথিবীতে পাঠিয়েছেন। এটা তিনি প্রবলভাবে বিশ্বাসও করেন। গুরুত্বপূর্ণ ইসরায়েল সফরের সময় গত শুক্রবার ক্রিশ্চিয়ান ব্রডকাস্টিং নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। বিবিসির খবরে বলা হয়, বিতর্কিত গোলান মালভূমির ওপর ইসরায়েলের স্বীকৃতি দেওয়ার সময় এসেছে বলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের কয়েক ঘণ্টা পর পম্পেওর পক্ষ থেকে ওই বক্তব্য এল। ট্রাম্প তাঁর বক্তব্যে বলেছিলেন, গোলান মালভূমির স্বীকৃতি দেওয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্বাচনী ‘উপহার’। ইরানের হাত থেকে ইসরায়েলের জনগণকে রক্ষা করার জন্য কুইন এসথারের মতো প্রেসিডেন্ট ট্রাম্প অবতীর্ণ হবেন কি না, এমন প্রশ্নের জবাবে পম্পেও বলেন, ‘আমি একজন খ্রিষ্টান হিসেবে বলতে পারি, আমি নিশ্চিতভাবে বিশ্বাসও করি, সেটাই ঘটবে। আমি আরও বিশ্বাস করি, ঈশ্বর এখানে রয়েছেন।’ ট্রাম্পের বিষয়ে ঈশ্বরকে টেনে আনা এটাই প্রথম কোনো ঘটনা নয়। গত জানুয়ারিতে এক টিভি চ্যানেলকে হোয়াইট হাউসের প্রেস সেক...

পুতিনের টার্গেট ইন্টারনেট!

Image
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজের দেশে শাসক হিসেবে একমেবাদ্বিতীয়ম। দিন দিন নিজের ক্ষমতার পরিধি তিনি বাড়িয়েই চলেছেন। এবার হাত দিয়েছেন ইন্টারনেটের দুনিয়ায়। ছবি: রয়টার্স একটা সময় ছিল, যখন টেলিভিশন ও বেতারই ছিল সংবাদ পাওয়ার একমাত্র মাধ্যম। কিন্তু টিম বার্নার্স লি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আবিষ্কারের পর থেকে ধীরে ধীরে পাল্টে গেছে দৃশ্যপট। এখন ইন্টারনেটের দুনিয়ায় সংবাদের অনেকগুলো বিকল্প উৎস তৈরি হয়ে গেছে। আর এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বিশ্বের একনায়ক ঘরানার শাসকেরা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজের দেশে শাসক হিসেবে একমেবাদ্বিতীয়ম। দিন দিন নিজের ক্ষমতার পরিধি তিনি বাড়িয়েই চলেছেন। এবার হাত দিয়েছেন ইন্টারনেটের দুনিয়ায়। অন্তর্জালে সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সব আয়োজন শেষ করে এনেছেন পুতিন। এবার জাল গুটিয়ে আনার পালা। এই কাজ শেষ হলেই রুশ ভার্চ্যুয়াল জগৎ নিয়ন্ত্রণের ‘সুইচ’ চলে আসবে পুতিনের পকেটে। সাবেক সোভিয়েত ইউনিয়নে গণমাধ্যমের ওপর কঠোর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ছিল। ১৯৯১ সালের ১৯ আগস্ট যখন মিখাইল গর্বাচেভের বিরুদ্ধে ‘ক্যু’ সংঘটিত হয়েছিল, তখন সোভিয়েতের সব টিভি চ্যানেলে বিনোদনধর্মী অন...

ফের পাকিস্তানের ড্রোন ধ্বংস করল ভারত

Image
আবারও পাকিস্তানি ড্রোন ধ্বংস করলো ভারত। শুক্রবার সন্ধ্যায় গুলি করে ধ্বংস করা হয় ড্রোনটি। খবর টাইমস অব ইন্ডিয়ার। প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় রাজস্থানের শ্রীগঙ্গানগরে এই পাকিস্তানি ড্রোন প্রবেশ করে। সাতরানা এবং জগদেব সীমান্তের ঘাঁটির কাছাকাছি এটি চলে এলে ব়্যাডারে তা ধরা পড়ে।  পরে সঙ্গে সঙ্গে সেটিকে গুলি করে গুঁড়িয়ে দেওয়া। গত ২৬ ফেব্রুয়ারির পর থেকে ভারতে বহুবার পাকিস্তানি ড্রোন ঢুকে পড়ার মতো ঘটনা ঘটেছে। কখনও রাজস্থান, কখনও গুজরাট, যতবারই সেগুলো প্রবেশ করেছে ভারতীয় সেনা সেগুলোকে ধ্বংস করেছে। বালাকোটে বিমান হামলার তিন ঘণ্টা পরই পাকিস্তানি ড্রোন গুজরাটের কচ্ছ সীমান্তে চলে আসে। তৎক্ষণাৎ সেটিকে ট্র্যাক করে গুঁড়িয়ে দেওয়া হয়। বিডি প্রতিদিন/কালাম

জঙ্গি নেতাদের লুকিয়ে রেখেছেন ইমরান খান : বিলাওয়াল ভুট্টো

Image
ফাইল ছবি বিগত কয়েক বছর ধরেই ভারত দাবি করে আসছে পাকিস্তান সে দেশের জঙ্গিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া তো দূরের কথা তাদের আশ্রয় দিয়ে চলেছে। এবার সেই দাবি করে ইমরান খানকে নিশানা করলেন পিপিপি নেতা বিলাওয়াল ভুট্টো। বালালোটে বিমান হামলার পর পাকিস্তানের একাধিক জঙ্গি নেতা এখন গোপন স্থানে লুকিয়েছে। ইমরান খান সরকার তাদের অনেককেই গ্রেফতার করেছে বলে দাবি করেছে। অনেকের ব্যাংক অ্যাকাউন্ট সিল করা হয়েছে। তবে বেনজির তনয় বিলাওয়াল ভুট্টোর দাবি, বহুদিন ধরে শুনে আসছিলাম পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের তা মনে হয় না। বিলাওয়াল আরও বলেন, নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলির নেতাদের গ্রেফতার করতে হবে। আপনি বলছেন ওদের গ্রেফতার করা হয়েছে। আমরা বলছি না। বরং আপনি ওদের নিরাপদ আশ্রয়ে রেখেছেন যাতে ভারতীয় বিমান বাহিনী ফাইটার জেট ফের ওদের টার্গেট করতে না পারে। আপনি বলছেন ওদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করা হয়েছে। কিন্তু কীভাবে আমরা তা বিশ্বাস করব। পাকিস্তান পিপিলিস পার্টির চেয়ারম্যান বেশ কিছুদিন ধরে দাবি করে আসছেন, দেশের যেসব মন্ত্রী বা নেতা জঙ্গিদের সমর্থন করছেন ত...

ভারতীয় সীমান্তে চীনা মিসাইল বসাল পাকিস্তান

Image
ফাইল ছবি পুলওয়ামা হামলার পর জবাব দিতে বালাকোটে এয়ার স্ট্রাইক করে ভারতীয় বিমান বাহিনী। আর তার পর থেকেই সীমান্তে বিশেষ অস্ত্র রাখার ব্যবস্থা করেছে ইসলামাবাদ। মোতায়েন করা হয়েছে চীনের তৈরি গ্রাউন্ড-টু-এয়ার মিসাইল। গোয়েন্দা সূত্রে খবর, পাকিস্তানে LY-80 মিডিয়াম রেঞ্জ মিসাইল মোতায়েন করা হয়েছে। এগুলিকে HQ-16-ও বলা হয়। ২০১৭ সালে এই মিসাইল পাকিস্তানি সেনার অংশ হয়। এগুলি সহজেই এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়া যায়।  ৪০ কিলোমিটার দূরের টার্গেটে আঘাত করতে পারে এই মিসাইল। অদূর ভবিষ্যতে ভারত ফের বালাকোটের পর অভিযান চালাতে পারে, এই আশঙ্কাতেই মিসাইলগুলি মোতায়েন করা হয়েছে। এই মিসাইলের পাঁচটি সিস্টেম রয়েছে পাকিস্তানের হাতে। এটি একটি চীনা মোবাইল এয়ার ডিফেন্স সিস্টেম। আকাশে একাধিক টার্গেট ধ্বংস করতে এটি সক্ষম। এতে রয়েছে 3D টার্গেট সার্চ র‍্যাডার। ১৫০ কিলোমিটার দূর থেকে আসা কোনও বিমান সহজেই ধরা পড়বে রাডারে। এটি ছয় সেল যুক্ত মিসাইল লঞ্চার রয়েছে। শোনা যাচ্ছে, চীন খুব তাড়াতাড়ি পাকিস্তানকে ‘রেনবো’ নামের ড্রোনও দেবে। বালাকোট এয়ারস্ট্রাইকের পরই ওই ড্রোন কেনার সিদ্ধান্ত নিয়েছে প...