টেক্সাসে গির্জায় বন্দুকধারীর গুলিতে নিহত ২
যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফর্ট ওর্থের নিকটে একটি গির্জায় বন্দুকধারীর গুলিতে ২ জন নিহত হয়েছেন। রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। ওই ঘটনার ফুটেজে দেখা গেছে, হামলাকারী উঠে এক ব্যক্তির সঙ্গে কথা বলেন। তখন ওই ব্যক্তি হামলাকারীকে আরেক ব্যক্তির দিকে ইশারা করেন। তখন তাকে গুলি করে হামলাকারী। এরপর যিনি দেখিয়ে দিয়েছেন তাকেও হত্যা করেন হামলাকারী। এ ঘটনা আরেকজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। হোয়াইট সেটেলমেন্টে ওয়েস্ট ফ্রিওয়ে গির্জায় এ দুর্ঘটনা ঘটে। বিডি প্রতিদিন/ফারজানা