Posts

Showing posts from February 6, 2020

প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

Image
মাহমুদুল-তৌহিদের জুটি জয় এনে দিয়েছে। ছবি: আইসিসি জয় এনে দিলেন বহু আকাঙ্ক্ষিত সে জয়। দুই দশক ধরে যা করা সম্ভব হয়নি, সেটাই করে দেখালেন মাহমুদুল হাসান। জয় ডাক নামের এই ডান হাতি ব্যাটসম্যানের দারুণ এক ইনিংস বাংলাদেশকে যে কোনো ধরনের ক্রিকেটে প্রথম বিশ্বকাপ ফাইনালের স্বাদ এনে দিল আজ। সাকিব-তামিম-মুশফিকেরা পারেননি। ঘরের মাঠে ফেবারিট তকমা গায়ে লাগিয়েও সেটা করে দেখানো হয়নি মেহেদী হাসান মিরাজ-সাইফউদ্দিনদের। দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তাই ফেবারিটের ছোট তালিকায় বাংলাদেশ ছিল না। কিন্তু মাহমুদুল-তৌহিদ-শরিফুলদের দল সব হিসাব বদলে দিয়ে চলে গেল ৯ ফেব্রুয়ারির ফাইনালে। সেখানে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। পচেফস্ট্রুমের মাঠ বাংলাদেশের জন্য বহু পরিচিত হয়ে উঠেছে। এখানেই থিতু হওয়া বাংলাদেশ দল এ মাঠেই কোয়ার্টার ফাইনালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমিতে উঠেছিল। এ মাঠেই নিউজিল্যান্ডের মুখোমুখি হয়ে নিজেদের দাপট দেখাল বাংলাদেশ। নিউজিল্যান্ডের ছুড়ে দেওয়া ২১২ রানের লক্ষ্য ৬ উইকেট হাতে রেখেই ছুঁয়েছে বাংলাদেশ দল। ম্যাচের বাকি ছিল আরও ৩৫ বল। পচেফস্ট্রুমে পরে ব্যাট করলে...

ইরানকে সহযোগিতা করার ঘোষণা রাশিয়ার

Image
ভ্লাদিমির পুতিন ও হাসান রুহানি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তার দেশ এবং ইরান হচ্ছে গুরুত্বপূর্ণ দুই শক্তি। সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ইরান ও রাশিয়ার মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি ঘোষণা দেন। বুধবার রাশিয়ার রাজধানী মস্কোয় বিদেশি কয়েকজন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশের অনুষ্ঠানে প্রেসিডেন্ট পুতিন এসব কথা বলেন। ওই অনুষ্ঠানে ইরানের নতুন রাষ্ট্রদূত কাজেম জালালিও উপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট পুতিন বলেন, পারস্পরিক সম্মানের ভিত্তিতে ইরান ও রাশিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এ সম্পর্ককে আরো গভীর এবং জোরদার করার জন্য প্রেসিডেন্ট পুতিন দুই পক্ষের প্রতি আহ্বান জানান। রুশ প্রেসিডেন্ট বলেন, ইরান এবং রাশিয়া গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে বিশেষ করে শান্তিপূর্ণ পরমাণু প্রযুক্তি, রেলওয়ে নির্মাণ এবং অর্থনৈতিক প্রকল্পগুলোর ক্ষেত্রে একে অপরকে সাহায্য করছে। ২০১১ সাল থেকে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরা যে সহিংসতা চালাচ্ছে তার বিরুদ্ধে দামেস্ক সরকারকে সহযোগিতা করছে ইরান এবং রাশিয়া। যদিও ইরান সরাসরি সামরি...

‘চীন থেকে আর কোনো বাংলাদেশিকে ফেরত আনা হবে না’

Image
ছবি: সংগৃহীত চীন থেকে আর কোনো বাংলাদেশিকে দেশে ফেরত আনা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। তবে কেউ অসুস্থ হলে সে দেশেই চিকিৎসা নেয়ার পরামর্শ দেন তিনি। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনা ভাইরাস সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। চীনে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফিরতে নিরুৎসাহিত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আত্মীয়স্বজন ও দেশের স্বার্থে উহানসহ চীনের করোনা ভাইরাস আক্রান্ত এলাকায় থাকা বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরতে নিরুৎসাহিত করা হচ্ছে।’ চীনা নাগরিকদের সম্পর্কে তিনি বলেন,‘চীনা নাগরিকদের বাংলাদেশে আসতে হলে ভিসা নেওয়ার পাশাপাশি মেডিকেল সার্টিফিকেট দেখাতে হবে। এ ছাড়া অনঅ্যারাইভ্যাল ভিসা বন্ধ করা হয়েছে সাময়িক সময়ের জন্য।’ স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে এখনও করোনা ভাইরাসে আক্রান্ত কাউকে শনাক্ত করা হয়নি। হাসপাতাল, চিকিৎসক, নার্স প্রস্তুত। করোনাভাইরাস দেখা দিলে তা ছড়িয়ে যাওয়া রোধে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।’ আরো পড়ুন:  বাংলাদেশকে সহজ লক্ষ্যই দিলো নিউজিল্যান্ড এ সময় মাস্ক ব্যবহারের বিষ...

কাজে যোগ দিয়েছেন সৃজিত-পত্নী মিথিলা

Image
বিয়ে-হানিমুন পর্ব শেষে কাজে ফিরেছেন মিথিলা। আগামী ভ্যালেন্টাইনস ডে-তে ‘প্রাইসলেস’ শিরোনামের একটি নাটকে দেখা যাবে এই অভিনেত্রীকে। জাফরিন সাদিয়ার রচনায় নাটকটি পরিচালনা করেছেন গৌতম কৈরী। নাটকটিতে মিথিলার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। এছাড়া অভিনয় করেছেন মিথিলার ছোট বোন ইফফাত রশীদ মিশৌরী-সহ আরও অনেকে। গত বছরের ৬ ডিসেম্বর কলকাতার নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন মিথিলা। তবে বিয়ের পরও তাদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছেই। বিদেশে পড়তে যাওয়া, হানিমুন, মিথিলার দ্বিতীয় বিয়ে, হিন্দু-মুসলিম, গো-মাংস খাওয়া নানা কিছু নিয়েই ট্রোল করা হয়েছে দম্পতিকে। যদিও ব্যক্তিগত জীবনে এই আলোচনা বাইরে রেখে আবারও কাজে ফিরলেন মিথিলা। নাটকটির প্রসঙ্গে মিথিলা জানিয়েছেন, গৌতম কৈরীর সঙ্গে আগেও কাজ করেছি। অভিজ্ঞতা ভালো ছিলো। এবারের নাটকটির গল্প সুন্দর। এখানে আমাকে ত্রিশ বছর আগে ও পরের দুটি বয়সের চরিত্রে উপস্থাপন করা হয়েছে। প্রত্যাশা করি একটি ভালো নাটক হবে। বিডি প্রতিদিন/ফারজানা 

১৭৭ আরোহীসহ রানওয়ে থেকে ছিটকে প্লেন তিন টুকরো

Image
তুরস্কের ইস্তাম্বুলের সাবিহা গোকসেন আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে পড়েছে একটি যাত্রীবাহী প্লেন। এতে প্লেনের অন্তত ৫১ যাত্রী আহত হয়েছেন। অবতরণের সময় প্লেনটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে তিন টুকরো হয়ে যায় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। এ সময় পেগাসাস এয়ারলাইন্সের প্লেনটিতে আগুন ধরে যায়। আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ইস্তাম্বুলের গভর্নর আলী  ইয়ারলিকায়া। তুরস্কের পরিবহন মন্ত্রী কাহির তুরান জানিয়েছেন, বোয়িং ৭৩৭ মডেলের প্লেনটিতে ১৭১ যাত্রী ও ৬ ক্রু ছিলেন। তবে স্বস্তির বিষয় দুর্ঘটনায় কোনও প্রাণহানি হয়নি। বিডি প্রতিদিন/কালাম