Posts

Showing posts from January 12, 2019

ট্রাম্প রাশিয়ার হয়ে কাজ করছেন কিনা জানতে তদন্তে এফবিআই

Image
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গোপনে রাশিয়ার হয়ে কাজ করছেন কিনা জানতে তদন্ত করেছে দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই। ছবি: বিবিসি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গোপনে রাশিয়ার হয়ে কাজ করছেন কিনা জানতে তদন্ত করেছে দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই। এমন খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমস। তবে সংবাদের তীব্র নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস। নিউইয়র্ক টাইমস জানায়, ২০১৭ সালের মে মাসে এফবিআইয়ের পরিচালক জেমস কমেইকে বরখাস্ত করেন ট্রাম্প। এরপরই ট্রাম্প রাশিয়ার হয়ে কাজ করছেন কিনা তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন এফবিআইয়ের কর্মকর্তারা। আরও পড়ুনঃ  দেলদুয়ারে ফেরি করে বিদ্যুৎ বিক্রি এরপর তদন্ত শুরু করে এফবিআই। এতে ট্রাম্প যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি কিনা সেটিও জানার চেষ্টা করা হয়। নিউইয়র্ক টাইমসের এমন প্রতিবেদনের নিন্দা জানিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারা হুকাবি স্যান্ডার্স জালেন, ‘বিষয়টি উদ্ভট’। তিনি বলেন, ‘জেমস কমেই ছিলেন পক্ষপাতদুষ্ট। তার ডেপুটি অ্যান্ড্রু ম্যাকাবেকে মিথ্যা বলার অপরাধে এফবিআই বরখাস্ত করেছিলো।’ ডোনাল্ড ট্রাম্প রাশিয়া বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে...

প্যারিসে শক্তিশালী বিস্ফোরণ, আহত ২০

Image
সংগৃহীত ছবি হঠাৎই তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল প্যারিস। শহরের একেবারে কেন্দ্রস্থলে থাকা রু দে ত্রাভিশে বেকারিতে শনিবার সকালে নটা নাগাদ বিস্ফোরণটি ঘটে। এতটাই তীব্র ছিল সেই বিস্ফোরণ যে আশপাশের দোকানের কাঁচ ভেঙে যায়। ঘটনায় আহত হয়েছেন ২০ জন। জানা গেছে, বিস্ফোরণের ফলে রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িও ক্ষতিগ্রস্ত হচ্ছে। পুরো দোকানটাই পুড়ে গেছে। আহত হয়েছেন পথচারীরাও। পুলিসের প্রাথমিক অনুমান গ্যাস লিক করেই বিস্ফোরণ হয়েছে। নাশকতার কোনোরকম প্রমাণ এখনও ঘটনাস্থল থেকে মেলেনি। গোটা এলাকা সিল করে রেখেছে পুলিশ। বিস্ফোরণের তীব্রতায় আশপাশে ছোট দোকানগুলিও ভেঙে গেছে। একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বেকারিটা। ইয়েলো ভেস্ট আন্দোলনের সঙ্গে এই বিস্ফোরণের কোনো যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।   বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

ফ্রান্সের সৈকতে বিশ্বযুদ্ধকালীন জার্মান সাবমেরিনের ধ্বংসাবশেষ

Image
সংগৃহীত ছবি ফ্রান্সের সমুদ্র সৈকতে ভেসে উঠেছে প্রথম বিশ্বযুদ্ধের সময় বালির মধ্যে ডুবে যাওয়া জার্মানির একটি সাবমেরিনের ধ্বংসাবশেষ। জানা গেছে, জার্মান নাবিকদলের এ ডুবো জাহাজটি মূলত বালিতে ডুবে গিয়েছিল ১৯৩০ এর দশকে। এ ব্যাপারে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, প্রায় শত বছর আগে ১৯১৭ সালের জুলাইয়ে বালির মধ্যে ডুকে গিয়েছিল জার্মানির সাবমেরিন ইউএস-৬১। সম্প্রতি ফ্রান্সের উত্তরাঞ্চলের ক্যালাইস সিটির কাছে উইসেন্ট সমুদ্রের বালি স্থানান্তরিত করা হলে ধীরে ধীরে ওই সাবমেরিনের ধ্বংসাবশেষ ভেসে ওঠে। এদিকে, ফ্রান্সের পর্যটন জনপ্রিয় সমুদ্র সৈকতের মধ্যে জাহাজটির কয়েক অংশ ভেসে ওঠায় এটি এখন পর্যটকদের আকর্ষণের মূল জায়গা হয়ে উঠেছে। যদিও স্থানীয় মেয়র বিষয়টি নিয়ে সবাইকে সতর্ক করে বলেছেন- এটি দেখতে বেশি সময় নেওয়া যাবে না। দ্রুত সময়ের মধ্যে এখান থেকে সরে যেতে হবে।  উইসেন্ট বার্নার্ড ব্র্যাখের মেয়র জানিয়েছেন, জোয়ার-ভাটা বা উত্তাল বায়ুর চাপের ওপর নির্ভর করে ধ্বংসাবশেষটি প্রতি দুই থেকে তিন বছরের মধ্যে ভেসে উঠে। আবার বড় ধরনের কোনে বায়ুর চাপে অদৃশ্যও হয়ে যায়। বিডি প্রতিদিন/ ওয়াসিফ

ভারতীয় দলের সমর্থকদের করা হল খাঁচাবন্দী!

Image
ভারতীয় দলকে সমর্থন করায় সমর্থকদের খাঁচা বন্দি করে রাখা হয় বলে এক খবরে বলা হয়েছে। ছবি: সংগৃহীত। ভারতীয় দলকে সমর্থন করায় একদল মানুষকে রাখা হয়েছে খাঁচাবন্দী  করে। এমন ঘটনা ঘটেছে দুবাইতে। দুবাইয়ের সংবাদমাধ্যম ‘খালিজ টাইমস’ এই তথ্য জানায়। এছাড়া ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। এমন ঘটনার পর সবাই কড়া সমালোচনার ঝড় তুলেছে। গত বৃহস্পতিবার এফসি এশিয়ান কাপে ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহী ফুটবল ম্যাচ ছিল। যেখানে ২-০ গোলে ভারতকে হারায় তারা। এই ম্যাচকে ঘিরে এই ঘটনা বলে এক খবরে বলা হয়েছে। তবে দুবাইয়ের সংবাদমাধ্যমের দাবি, ঘটনাটি ম্যাচের আগে ঘটেছে। ভাইরাল হওয়া ভিডিও তে দেখা গেছে, একটি পাখি রাখার খাঁচার মধ্যে বন্দী  একদল মানুষ। আর খাঁচার সামনে লাঠি নিয়ে বসে এক ব্যক্তি। লাঠি হাতে ওই ব্যক্তি একে একে বন্দী দের কাছে জানতে চাইছেন, তারা কোন দলের সমর্থক? ভারত নাকি সংযুক্ত আরব আমিরশাহীর? যারা সংযুক্ত আরব আমিরশাহী বলছেন, দরজা খুলে খাঁচা থেকে তাদের বেরিয়ে যেতে দিচ্ছেন ওই ব্যক্তি। আর ভারত বললেই, খাঁচার তারে লাঠি দিয়ে জোরে আঘাত করছেন। সেই সঙ্গে হুঁশিয়ারি দিচ্ছেন, তাদের দে...

ঘরপালানো সৌদি তরুণীর ঠাঁই হলো কানাডায়

Image
রাহাফ-মোহাম্মেদ-আল-কুনুন ঘর ছেড়ে পালানো সৌদি তরুণী রাহাফ মোহাম্মেদ আল-কুনুন (১৮) কানাডায় আশ্রয় পেয়েছেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।  সাংবাদিকদের ট্রুডো বলেন, ‘কানাডা সব সময় মানবাধিকার ও নারীদের অধিকার রক্ষায় তাদের পাশে দাঁড়ায়। জাতিসংঘ থেকে আল-কুনুনের পক্ষে শরণার্থী হিসেবে আশ্রয়ের আবেদন করা হলে আমরা তা গ্রহণ করি।’  প্রসঙ্গত, নারী অধিকার ও মানবাধিকার ইস্যুতে সৌদি-কানাডা দ্বন্দ্ব এর আগেও চরমে পৌঁছেছিল।  কানাডার এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)। সংস্থাটির হাইকমিশনার ফিলিপপো গ্রান্ডি বলেন, ‘কিছুদিন যাবৎ আল-কুনুনের দুর্দশা বিশ্বে সাড়া ফেলেছে। তাঁর সংকট বিশ্বজোড়া শরণার্থীদের দুর্দশার কথাই মনে করিয়ে দেয়।’ এ দিকে ইতিমধ্যেই আল-কুনুন টরোন্টোর উদ্দেশে রওনা হয়েছেন বলে সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে। থাইল্যান্ডের ইমিগ্রেশন পুলিশ প্রধান সুরাহাতে হাকপার্নের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, কোরিয়ান এয়ারলাইনসের একটি উড়োজাহাজে করে আল-কুনুনকে কানাডায় পাঠান...