ট্রাম্প রাশিয়ার হয়ে কাজ করছেন কিনা জানতে তদন্তে এফবিআই

ট্রাম্প রাশিয়ার হয়ে কাজ করছেন কিনা জানতে তদন্তে এফবিআই
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গোপনে রাশিয়ার হয়ে কাজ করছেন কিনা জানতে তদন্ত করেছে দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই। ছবি: বিবিসি।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গোপনে রাশিয়ার হয়ে কাজ করছেন কিনা জানতে তদন্ত করেছে দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই। এমন খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমস। তবে সংবাদের তীব্র নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস।
নিউইয়র্ক টাইমস জানায়, ২০১৭ সালের মে মাসে এফবিআইয়ের পরিচালক জেমস কমেইকে বরখাস্ত করেন ট্রাম্প। এরপরই ট্রাম্প রাশিয়ার হয়ে কাজ করছেন কিনা তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন এফবিআইয়ের কর্মকর্তারা।
এরপর তদন্ত শুরু করে এফবিআই। এতে ট্রাম্প যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি কিনা সেটিও জানার চেষ্টা করা হয়।
নিউইয়র্ক টাইমসের এমন প্রতিবেদনের নিন্দা জানিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারা হুকাবি স্যান্ডার্স জালেন, ‘বিষয়টি উদ্ভট’। তিনি বলেন, ‘জেমস কমেই ছিলেন পক্ষপাতদুষ্ট। তার ডেপুটি অ্যান্ড্রু ম্যাকাবেকে মিথ্যা বলার অপরাধে এফবিআই বরখাস্ত করেছিলো।’
ট্রাম্প রাশিয়ার হয়ে কাজ করছেন কিনা জানতে তদন্তে এফবিআই

ডোনাল্ড ট্রাম্প রাশিয়া বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন বলেও দাবি করেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি। তার দাবি, ‘এক্ষেত্রে প্রেসিডেন্ট ওবামার মতো নন ট্রাম্প।’
২০১৬ সালে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো জানায়, সে বছরের নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর মাধ্যমে ট্রাম্পের পক্ষ হয়ে কাজ করেছিলো রাশিয়া।
ইত্তেফাক/টিএস

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা