Posts

Showing posts from June 8, 2020

ভারত-চীনের অ্যাপস ভিত্তিক প্রযুক্তি যুদ্ধ

Image
ভারত-চীনের অ্যাপস ভিত্তিক প্রযুক্তি যুদ্ধ লাদাখ সীমান্তে ভারত-চীন দ্বন্দ্ব শুরু হবার পর থেকে গুগল প্লে স্টোরে চীনের বাইটড্যান্স টেক ফার্মের তৈরি টিকটক অ্যাপসের র‍্যাংক ৫ নম্বর থেকে সোজা ১০ নম্বরে চলে গেছে। বলা হচ্ছে, এই অ্যাপসটির প্রচুর ব্যবহারকারী ভারতের। আর সে কারণেই এমনটি হয়েছে। বিষয়টি নিয়ে চায়না গ্লোবাল টাইমসের এক কলামে বলা হয়েছে, চীন বিরোধী চিন্তা-চেতনা দক্ষিণ এশিয়ার এই দেশে বেড়ে যাওয়ার কারণেই এমনটি হচ্ছে এবং সে কারণেই চীনের এই অ্যাপসের বিরুদ্ধে অন্য অ্যাপসও তৈরি করা হচ্ছে দেশটিতে। 'রিমুভ চায়না অ্যাপ' এমন একটি স্লোগান জনপ্রিয় হয়ে উঠছে ভারতে। কিন্তু যেভাবেই বলা হোক না কেনো, চীনের তৈরি অ্যাপস ব্যবহার একেবারে বন্ধ করছে না ভারত। গত বছরে ভারতে সবচাইতে বেশি ডাউনলোড হওয়া ১০ অ্যাপসের মধ্যে ৫টি ছিলো চীনের তৈরি। ভারতের বুকে চীনের অ্যাপসগুলোর এই প্রভাব প্রমাণ করে চীন নিজেদের অ্যাপসের মাধ্যমে ফেসবুক, অ্যাপল এবং গুগলের ওপর নিজেদের কর্তৃত্ব প্রদর্শনে কতটা তৎপর। চীনের হুয়াওয়ে কোম্পানি তাদের অ্যাপ স্টোর উন্নয়নের জন্য ভারতের সফটওয়্যার নির্মাতাদের সহায়তা নিচ্ছে। এই জন্য প...

ইরানের সামরিক বাহিনীতে যুক্ত হলো উচ্চ ক্ষমতাসম্পন্ন ১০ হেলিকপ্টার

Image
ইসলামি প্রজাতন্ত্র ইরানের নিজেদের সামরিক শিল্প কারখানায় তৈরি করা উচ্চ ক্ষমতাসম্পন্ন ১০টি হেলিকপ্টারকে সামরিক বাহিনীর ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে। দেশীয় বিশেষজ্ঞদের মাধ্যমে তৈরি করা হেলিকপ্টারগুলোর ওপর পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষা করা হয়। হেলিকপ্টারগুলো উন্মুক্ত করার জন্য গতকাল রবিবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।    এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন ইরানের প্রতিরক্ষা উপমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল কাসেম তকি যাদেহ।   তিনি বলেন, চিনুক-সিএইচ এবং এসএইচ সিরিজের হেলিকপ্টারসহ এমআই-ওয়ান এবং এমআই-সেভেনটিন হেলিকপ্টারের ওপরে পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষার দক্ষতা অর্জন করেছে ইরান। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর থেকে সামরিক খাতে ইরান ব্যাপক উন্নয়ন করতে সক্ষম হয়েছে এবং অনেক ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। সূত্র : পার্সটুডে।   বিডি-প্রতিদিন/শফিক

এবার শ্রীলঙ্কায় পঙ্গপালের হানা

Image
ফাইল ছবি এবার পঙ্গপালের উপদ্রব দেখা দিয়েছে শ্রীলঙ্কায়। হলুদ দাগযুক্ত এক ধরনের স্থানীয় ফড়িংয়ের উপস্থিতির কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ক্ষতিকর কীটপতঙ্গের কারণে দেশটির অন্তত চারটি জেলায় ক্ষতির মুখে ফসল। এসব ফড়িংয়ের সাথে ভারতের পঙ্গপালের সংযোগ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশটির কৃষি বিভাগ জানিয়েছে, অনুকূল আবহাওয়ায় স্থানীয় পঙ্গপালের প্রজনন ঘটছে খুব দ্রুত। এতে বিপুল পরিমাণ শস্যের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে কলা, নারিকেল ও রাবার বাগান। পঙ্গপাল ধ্বংসে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে কৃষি বিভাগ। রাসায়নিক ও আগুনের মাধ্যমে চলছে নিয়ন্ত্রণের চেষ্টা। বিডি প্রতিদিন/আরাফাত

ওয়াশিংটন ডিসি থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

Image
পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যার ঘটনায় চলমান বিক্ষোভে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় ওয়াশিংটন ডিসি থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার এক টুইট বার্তায় তিনি বলেন, আমি ওয়াশিংটন ডিসি থেকে আমাদের সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরুর জন্য আদেশ দিয়েছি। এখন পর্যন্ত সবকিছু আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। তারা বেরাকে ফিরে যাচ্ছে, যদি প্রয়োজন হয় তারা (সেনাবাহিনী) দ্রুত ফিরে আসবে। গত রাতে কম সংখ্যক প্রতিবাদকারী ছিল। শনিবার ১২ তম দিনে আফ্রিকান-আমেরিকার নাগরিক জর্জ ফ্লয়েড হত্যার ঘটনায় ১০ হাজারের মতো বিক্ষোভকারীকে ডিসি সড়কে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে দেখা গেছে। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন