ভারত-চীনের অ্যাপস ভিত্তিক প্রযুক্তি যুদ্ধ
ভারত-চীনের অ্যাপস ভিত্তিক প্রযুক্তি যুদ্ধ লাদাখ সীমান্তে ভারত-চীন দ্বন্দ্ব শুরু হবার পর থেকে গুগল প্লে স্টোরে চীনের বাইটড্যান্স টেক ফার্মের তৈরি টিকটক অ্যাপসের র্যাংক ৫ নম্বর থেকে সোজা ১০ নম্বরে চলে গেছে। বলা হচ্ছে, এই অ্যাপসটির প্রচুর ব্যবহারকারী ভারতের। আর সে কারণেই এমনটি হয়েছে। বিষয়টি নিয়ে চায়না গ্লোবাল টাইমসের এক কলামে বলা হয়েছে, চীন বিরোধী চিন্তা-চেতনা দক্ষিণ এশিয়ার এই দেশে বেড়ে যাওয়ার কারণেই এমনটি হচ্ছে এবং সে কারণেই চীনের এই অ্যাপসের বিরুদ্ধে অন্য অ্যাপসও তৈরি করা হচ্ছে দেশটিতে। 'রিমুভ চায়না অ্যাপ' এমন একটি স্লোগান জনপ্রিয় হয়ে উঠছে ভারতে। কিন্তু যেভাবেই বলা হোক না কেনো, চীনের তৈরি অ্যাপস ব্যবহার একেবারে বন্ধ করছে না ভারত। গত বছরে ভারতে সবচাইতে বেশি ডাউনলোড হওয়া ১০ অ্যাপসের মধ্যে ৫টি ছিলো চীনের তৈরি। ভারতের বুকে চীনের অ্যাপসগুলোর এই প্রভাব প্রমাণ করে চীন নিজেদের অ্যাপসের মাধ্যমে ফেসবুক, অ্যাপল এবং গুগলের ওপর নিজেদের কর্তৃত্ব প্রদর্শনে কতটা তৎপর। চীনের হুয়াওয়ে কোম্পানি তাদের অ্যাপ স্টোর উন্নয়নের জন্য ভারতের সফটওয়্যার নির্মাতাদের সহায়তা নিচ্ছে। এই জন্য প...