Posts

Showing posts from December 12, 2019

যুক্তরাষ্ট্রকে ইনজারলিক ঘাঁটি ছাড়তে হতে পারে!

Image
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, তার দেশের ইনজারলিক সামরিক ঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের জন্য ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে বলা হতে পারে। রাশিয়া থেকে এস-ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য তুরস্কের ওপর যদি যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে এই পদক্ষেপ নেওয়া হবে। চাভুসওগ্লূ একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমেরিকা যদি নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে তুরস্ক পাল্টা ব্যবস্থা নিতে সব উপায় বিবেচনা করবে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, “মার্কিন কংগ্রেস কী ভাবছে সেটি গুরুত্বপূর্ণ বিষয় নয় বরং মার্কিন প্রশাসন যা ভাবছে সেটা বড় ব্যাপার। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তিনি তুরস্কের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক পদক্ষেপের কথা চিন্তা করছেন না। অনেকে বলছেন যে, আমেরিকার এই হুমকি কখনও বাস্তবে রূপ নেবে না কারণ ব্যাপারটি ন্যাটো জোটের।” রাশিয়া থেকে এস-ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র কেনার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই আমেরিকা তাতে বাধা দিয়ে আসছে, এমনকি তুরস্কের কাছে এফ-থার্টি ফাইভ জঙ্গিবিমান এবং মার্কিন পেট্রিয়ট...

ব্রিটেনে নির্বাচন আজ, জয়ের আশায় লেবার পার্টি

Image
বরিস জনসন ও জেরেমি করবিন(ডানে) [ছবি: বিবিসি] ব্রিটেনে বহুল আকাঙ্খিত নির্বাচন আজ। আজকের নির্বাচনের মাধ্যমেই জানা যাবে দেশটির ভবিষ্যৎ। কেবল ইউরোপীয় ইউনিয়নে থাকা না থাকাই এর মাধ্যমে নির্ধারিত হবে না, দেশটির অর্থনৈতিক অগ্রগতির ভাল-মন্দও জানা যাবে আজকের নির্বাচনের ফলাফলে।   দেশটিতে ইউরোপীয় ইউয়িননে থাকা না থাকা নিয়ে নানা মত রয়েছে। তবে অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ইইউ ছাড়লে ব্রিটেনের অর্থনৈতিক পরিস্থিতি খারাপের দিকে যাবে। গতকাল পর্যন্ত বিভিন্ন সংস্থার জরিপে দেখা গেছে, ক্ষমতাসীন কনজারভেটিভ বা টোরি দল সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। তবে আশা ছাড়ছে না লেবার পার্টিও। কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে ঝুলন্ত পার্লামেন্টের আশঙ্কাও আছে। খবর দ্য টেলিগ্রাফ ও ডেইলি মেইলের আকাঙ্ক্ষার ভোট আজ :  স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টায় শুরু হয়ে রাত ১০ টায় ভোট শেষ হবে। ২৬ নভেম্বর মধ্যরাত পর্যন্ত যারা নিবন্ধন করেছেন তারাই ভোট দিতে পারবেন আজ। আর যারা পোস্টাল ভোট দিতে চেয়েছেন তাদেরকেও ২৬ নভেম্বর বিকেল ৫টার মধ্যে নিবন্ধন করতে হয়েছে। যারা করেছেন তাদের ভোট আজ রাত ১০টার মধ্যে গ্রহণ করা হবে।...

মার্কিন যুদ্ধবিমানের অপব্যবহার করেছে পাকিস্তান

Image
ইমরান খান। (ফাইল ছবি) ভারতের বিরুদ্ধে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহারের জন্য পাকিস্তানকে অভিযুক্ত করেছিল যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এমনই একটি চাঞ্চল্যকর রিপোর্ট সামনে এসেছে। শুধুমাত্র জঙ্গি দমনের জন্য বরাদ্দ এফ-১৬ যুদ্ধবিমান পাকিস্তান অন্যায্য ভাবে তাদের বিরুদ্ধে ব্যবহারের অভিযোগ এনেছিল নয়াদিল্লি। মার্কিন সংবাদ সংস্থা ইউএস নিউজ এবং ওয়ার্ল্ড রিপোর্টে এই খবর প্রকাশিত হয়েছে। খবর অনুযায়ী এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহারের জন্য গত অগস্টেই পাকিস্তান বিমানবাহিনীকে একটি লিখিত ‘সতর্কবার্তা’ পাঠিয়েছিলেন মার্কিন প্রশাসনিক দফতরের তৎকালীন প্রধান আন্দ্রেয়া থমসন। যদিও ওই অভিযোগপত্রে চলতি বছরে ফেব্রুয়ারিতে ভারত-পাকিস্তান বিমানযুদ্ধের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। চলতি বছর ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহত হন একাধিক সিআরপিএফ সদস্য। এরপরেই পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বালাকোটে যুদ্ধবিমান থেকে মিসাইল ছুঁড়ে বেশ কিছু জঙ্গিঘাঁটি ধ্বংস করে ভারতীয় সেনাবাহিনী। সেই সময় ভারতের বিমানঘাঁটিতে হামলা চালাতে উড়ে আসে পাকিস্তান যুদ্ধবিমান। ভারতের পক্ষ থেকেও মিগ-২১ বাইসন যুদ্...

নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার দাবি চিলির

Image
ভাসতে থাকা নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ। ছবি: ইপিএ চিলির নিখোঁজ হওয়া বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে বলে দাবি করেছে চিলি কর্তৃপক্ষ। বুধবার নিখোঁজ হওয়া স্থান থেকে ৩০ কিলোমিটার দূরে 'ড্রেক প্যাসেজ' নামের একটি জলাধারে ওই বিমানের ধ্বংসাবশেষ ভাসতে দেখা যায়। খবর বিবিসি'র। দেশটির বিমান বাহিনীর কমান্ডার এডুয়ার্ডো মসকিউয়েরা জানান, খুঁজে পাওয়া ধ্বংসাবশেষটি নিখোঁজ হওয়া ওই বিমানের অভ্যন্তরীণ জ্বালানি ট্যাঙ্কের হতে পারে। তবে এই ধ্বংসাবশেষটি ঐ নিখোঁজ বিমানেরই কিনা তা নিশ্চিত হতে 'সংশ্লিষ্ট তদন্ত' করবে বিমান বাহিনী। গত সোমবার হারকিউলিস সি-১৩০ মডেলের বিমানটি দক্ষিণাঞ্চলীয় শহর পুন্তা এরিনাস থেকে স্থানীয় সময় বিকেল ৪ টা ৫৫ মিনিটে উড্ডয়ন করে। তবে সন্ধ্যা ৬ টার দিকে এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটিতে এ সময় মোট ৩৮ জন যাত্রী ছিল। এদের মধ্যে ১৭ জন ক্রু এবং ২১ জন যাত্রী। বিমানটি এন্টার্কটিকার উদ্দেশ্যে পাড়ি দিচ্ছিল। ইত্তেফাক/জেডএইচডি