Posts

Showing posts from November 13, 2018

তৈরি করুন শীতের ভাপা পিঠা

Image
ছবি: সংগৃহীত শীতকাল চলে এলো দেখতে দেখতে। শীতকালকে বলা হয় তাজা শাক-সবজি ও পিঠা-পুলির মাস। শীতের বিকালে গরম গরম ভাপা পিঠা খাওয়ার স্বাদই আলাদা। পরিবারের প্রিয়জনদের জন্য বিকালের চায়ের আড্ডায় খাওয়াতে পারেন শীতের ভাপা পিঠা। আর তাই আজকে থাকছে সুস্বাদু ভাপা পিঠার রেসিপি। আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন শীতের ভাপা পিঠা... যা যা লাগবে: *  নারিকেল গুঁড়ো *  খেজুড়ের গুড় *  চালের গুঁড়ো *  পিঠা বানানোর পেয়ালা *  একটি পাতিল *  ছিদ্রযুক্ত ঢাকনি উপকরণ: সিদ্ধ চালের গুড়া ২ কাপ, ভেঙে নেওয়া খেজুরের গুড় ১ কাপ, কোরানো নারিকেল ১ কাপ, লবণ প্রয়োজন মতো। যদি ঝাল পিঠা খেতে চান তবে— ধনেপাতা, কাঁচামরিচ ও গাজর কুচি করে দিতে পারেন। প্রণালী: চালের গুড়িতে লবণ ও হালকা পানি ছিটিয়ে মেখে নিতে হবে। যেন দলা না বাঁধে সেদিকে খেয়াল রাখতে হবে। এবার চালনিতে ভেজা চালের গুড়া চেলে নিন। এতে চালের গুড়া ঝুরঝুরে হবে। একটি বড় হাঁড়িতে গরম পানি বসিয়ে মুখ ছিদ্র ঢাকনা বসিয়ে আটা দিয়ে আটকে দিন। যাতে বাষ্প বের হতে না পারে। চেলে রাখা চালের গুড়ি একটি বাটিতে এর অর্ধেক পরিমাণ নিয়ে উপরে গুড়...

গোপন ড্রোন ঘাঁটির তথ্য ফাঁস হয়ে যাওয়ায় অস্বস্তিতে যুক্তরাষ্ট্র

Image
সংগৃহীত ছবি আফ্রিকার জিবুতিতে গোপন মার্কিন ড্রোন ঘাঁটির তথ্য ফাঁস হয়ে যাওয়ায় অস্বস্তিতে ওয়াশিংটন। স্যাটেলাইট ইমেজে গুগল আর্থের অনলাইন ম্যাপিং সার্ভিসের মাধ্যমে এই খবর ফাঁস করেছে দ্য ইন্টারসেপ্ট।  তাদের দাবি, পেন্টাগন ও গুগল আর্থের তথ্য বলছে, জিবুতির চাবেলি বিমানঘাঁটিকে উচ্চ প্রযুক্তির সামরিক যন্ত্রপাতির আখড়ায় পরিণত করা হয়েছে। রাজধানী জিবুতি সিটি থেকে ছয় কিলোমিটার দূরে এই বিমানঘাঁটিকে একটি জনমানব বিচ্ছিন্ন স্থানে পরিণত করা হয়েছে। কয়েক বছর আগেই বিমানঘাঁটিকে স্যাটেলাইট ইমেজের মাধ্যমে চিহ্নিত করা হয়েছিল। কিন্তু এখন সে ঘাঁটিতে বিমানের বহুসংখ্যক হ্যাঙার তৈরি করা হয়েছে। এছাড়া রয়েছে স্যাটেইলাটের ডিশ এবং বহুসংখ্যক পাইলটবিহীন ড্রোনেরও উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। পেন্টাগনের গত জুন মাসের এক নথিতে দেখা যায়-মার্কিন প্রতিনিধি পরিষদের কাছে দেশটির সামরিক কর্মকর্তারা ৭৬ লাখ ডলার চেয়েছেন ওই বিমানঘাঁটির বাউন্ডারি নির্মাণের জন্য। অথচ মার্কিন কর্মকর্তারা চাবেলি বিমানঘাঁটি নিয়ে এতদিন একেবারেই মুখ খোলেননি প্রকাশ্যে। বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘গাজা’

Image
ফাইল ছবি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর অবস্থানরত ঘূর্ণিঝড় ‘গাজা’ পশ্চিম-দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সকাল ৬ টায় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছিল। এটি আরো ঘনীভূত হয়ে পশ্চিম-দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড়টি আজ সকাল ৬ টায় চট্টগ্রাম বন্দর থেকে ১২০৫ কি.মি দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১১৪০ কি.মি. দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ১১৩০ কি.মি. দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১১১০ কি.মি. দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৫৪ কি.মি. মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬২ কি.মি যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ৮৮ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সকল নৌকা ও ট্রলারসমূহ...

পাকিস্তানের আসিয়া বিবিকে আশ্রয় দিতে চায় কানাডা

Image
ফাইল ছবি ব্লাসফেমির অভিযোগ থেকে সম্প্রতি মুক্তি পাওয়া আসিয়া বিবিকে আশ্রয় দেওয়ার জন্য পাকিস্তানের সঙ্গে আলোচনা করছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই কথা জানিয়েছেন। পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাকে মুক্তির আদেশ দেওয়ার আগে আট বছর কারাগারে কাটিয়েছেন মৃত্যুদণ্ড পাওয়া আসিয়া বিবি। তার অব্যাহতির আদেশ হওয়ার পর পাকিস্তানে সহিংস বিক্ষোভ শুরু করে ইসলামপন্থীরা। ট্রুডো বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন যে, আসিয়া বিবিকে কানাডায় নিয়ে আসা এবং আশ্রয় দিতে চায় তার সরকার। প্যারিসে একটি কনফারেন্স চলার সময় ট্রুডো বলেন, '' সেখানে (পাকিস্তানে) অনেক স্পর্শকাতর বিষয় রয়েছে, যে কারণে এ বিষয়ে আমি বেশি কিছু বলতে চাই না। তবে আমি মনে করিয়ে দিতে চাই, কানাডা একটি আন্তরিক দেশ।'' আসিয়া বিবির স্বামী বলেছেন, তাদের পরিবার এখন বিপদে আছে এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা কানাডায় তিনি আশ্রয় প্রার্থনা করেছেন। হত্যার হুমকি পাওয়ার পর আসিয়া বিবির আইনজীবী, সাইফুল মুলুককে অস্থায়ী শরণার্থী আশ্রয় দিয়েছে নেদারল্যান্ডস। আসিয়া বিবিকে অব্যাহতির আদেশের পর শুরু হওয়া ...

মালদ্বীপের নতুন প্রেসিডেন্টের শপথে যাচ্ছেন মোদী

Image
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ আবু সালেহর শপথ অনুষ্ঠানে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন প্রেসিডেন্টের শপথে সর্বোচ্চ স্তরের বৈদেশিক নেতা হিসেবে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। ১৭ নভেম্বর মালদ্বীপে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন মোহাম্মদ সালেহ। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সংকট তীব্র হতে শুরু করেছিল মালদ্বীপে। জরুরি অবস্থা জারি, পার্লামেন্টে সেনা অভিযান, বিরোধী পক্ষের প্রায় সব শীর্ষনেতাকে জেলে ঢুকানো, প্রধান বিচারপতিকে গ্রেপ্তার করাসহ একের পর এক স্বৈরাচারী পদক্ষেপ নিয়ে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছিলেন পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানো প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন। পরে নির্বাচনে হারার পরও ইয়ামিন আদালতে নির্বাচনী ফল চ্যালেঞ্জ করেছিলেন। কিন্তু সেখানেও সাড়া পাননি।- আনন্দবাজার পত্রিকা