মালদ্বীপের নতুন প্রেসিডেন্টের শপথে যাচ্ছেন মোদী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ আবু সালেহর শপথ অনুষ্ঠানে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন প্রেসিডেন্টের শপথে সর্বোচ্চ স্তরের বৈদেশিক নেতা হিসেবে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। ১৭ নভেম্বর মালদ্বীপে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন মোহাম্মদ সালেহ।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সংকট তীব্র হতে শুরু করেছিল মালদ্বীপে। জরুরি অবস্থা জারি, পার্লামেন্টে সেনা অভিযান, বিরোধী পক্ষের প্রায় সব শীর্ষনেতাকে জেলে ঢুকানো, প্রধান বিচারপতিকে গ্রেপ্তার করাসহ একের পর এক স্বৈরাচারী পদক্ষেপ নিয়ে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছিলেন পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানো প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন। পরে নির্বাচনে হারার পরও ইয়ামিন আদালতে নির্বাচনী ফল চ্যালেঞ্জ করেছিলেন। কিন্তু সেখানেও সাড়া পাননি।- আনন্দবাজার পত্রিকা
Comments