Posts

Showing posts from November 27, 2018

যুবরাজ সালমানকে গ্রেফতার করবে আর্জেন্টিনা!

Image
সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানকে গ্রেফতার করতে আর্জেন্টিনা সরকারের প্রতি আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ)। জি-২০ সম্মেলনে অংশ নিতে সৌদি যুবরাজ চলতি সপ্তাহে আর্জেন্টিনা সফর করবেন বলে কথা রয়েছে। এইচআরডাব্লিউ বলেছে, আর্জেন্টিনার সংবিধান অনুযায়ী দেশটির সরকার এ পদক্ষেপ গ্রহণ করতে পারে। সংস্থাটি বলছে, যুবরাজ বিন সালমান ইয়েমেনে যুদ্ধাপরাধ করেছে এবং তিনি সাংবাদিক জামাল খাশোগি হত্যার সঙ্গে জড়িত। এইচআরডাব্লিউ এ সংক্রান্ত একটি আবেদন আর্জেন্টিনার ফেডারেল প্রসিকিউটরের কাছে জমা দিয়েছে। ওই আবেদনের সঙ্গে তারা ইয়েমেনে সৌদি যুদ্ধাপরাধ ও খাশোগি হত্যাকাণ্ডে যুবরাজের জড়িত থাকা সংক্রান্ত কাগজপত্র জমা দিয়েছে। আর্জেন্টিনার সংবিধানে আন্তর্জাতিকভাবে যুদ্ধাপরাধ ও নির্যাতনের বিচারের ব্যবস্থাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এ কারণে বিশ্বের যেখানেই এ সংক্রান্ত অপরাধ ঘটুক না কেন এবং যে ব্যক্তিই তা ঘটিয়ে থাকুক না কেন সেই অপরাধের তদন্ত ও বিচারের এখতিয়ার দেশটির বিচার বিভাগের রয়েছে। আর্জেন্টিনার বিচার বিভাগ এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে দেশটির গণমাধ্যম বলছে, মান...

মঙ্গলে পা রেখেছে নাসার রোবট ‘ইনসাইট’

Image
মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল থেকে পৃষ্ঠে অবতরণ করতে মাত্র ৭ মিনিট সময় নেয় ‘ইনসাইট’। ছবি: বিজনেস ইনসাইডার। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার নতুন রোবট ‘ইনসাইট’ মঙ্গলের মাটিতে পা রেখেছে। সংস্থাটি জানায়, সোমবার বাংলাদেশ সময় রাত ১টা ৫৩ মিনিটে ইনসাইটের এ রোবটটি মঙ্গলে নামে। এরপরই ছবি ও তথ্য পাঠানো শুরু করে রোবটটি। খবর বিবিসির। বিবিসি জানায়, কম্পনের তথ্য ও তাপমাত্রা থেকে মঙ্গলের অভ্যন্তরীণ কাঠামো বিষয়ে জানতে এ অভিযান চালাচ্ছে নাসা। বায়ুমণ্ডল থেকে পৃষ্ঠে অবতরণ করতে ৭ মিনিট সময় নেয় ‘ইনসাইট’। অবতরণের পরপরই মিশনটির নিয়ন্ত্রণ কক্ষ ক্যালিফোর্নিয়ার জেট প্রোপালশান ল্যাবরেটরির (জেপিএল) বিজ্ঞানীরা উল্লাসে ফেটে পড়েন। আরও পড়ুন:  মৃত্যুর পরও চারপাশের কথা শুনতে পায় মানুষ ইনসাইটের সফল ‘ল্যান্ডিংয়ের’ এ দিনটিকে ‘অভূতপূর্ব’ হিসেবে অ্যাখ্যা দিয়েছেন নাসার প্রধান প্রশাসক জেমস ব্রিডেনস্টাইন। ফোনে বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইত্তেফাক/টিএস