দুর্গম সীমান্তে ইন্টারনেট
মেকোয়াপাড়ায় প্রায় আড়াই হাজার ফুট উচ্চতায় স্থাপিত মূল বিটিএস টাওয়ার। ছবি: সংগৃহীত ‘বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটলে কয়েক দিন পরে খবর পেতাম। খুব চেষ্টা করলে হয়তো সিগন্যাল রুম থেকে পরিবারের সঙ্গে কথা বলতে পারতাম, তবে সে কথা সবাই শুনতে পেত। এখন যখনই ইচ্ছা হয়, কুষ্টিয়ায় থাকা পরিবারের সঙ্গে কথা বলতে পারি। এমনকি ভিডিওতে স্ত্রী-সন্তানদের দেখতেও পারি।’ বলছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ল্যান্স নায়েক মো. নাসির উদ্দিন। গত ১৪ ফেব্রুয়ারি তাঁর সঙ্গে কথা হচ্ছিল বান্দরবানের থানচি উপজেলার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের মদক সীমান্তচৌকিতে (বর্ডার আউট পোস্ট বা বিওপি)। মদক এতটাই দুর্গম যে সেটা মোবাইল ফোনের সব রকম নেটওয়ার্কের বাইরে। ৫৭ বিজিবি ব্যাটালিয়নের অধীনে মদকের পরে আরও ছয়টি সীমান্তচৌকি রয়েছে। এই সাত সীমান্তচৌকির চারটিতে গত ১৫ ডিসেম্বর চালু হয়েছে উচ্চগতির তারহীন ইন্টারনেট। এসব জায়গায় দায়িত্বরত বিজিবির সদস্যরা আইপি ফোন এবং ওয়াই-ফাই দিয়ে স্মার্টফোনে যোগাযোগ করতে পারছেন পরিবারের সঙ্গে। পাশাপাশি সীমান্তে কোনো ঘটনা-দুর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গেই কর্তৃপক্ষকে জানানো যাচ্ছে। দাপ্তরিক কাজেও এসেছে গতি। সরেজমিন...