Posts

Showing posts from May 21, 2019

ইরানকে ‘বৃহৎ বাহিনী’র সঙ্গে লড়তে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের

Image
ফাইল ছবি পরমাণু ইস্যুতে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে ইরান ও যুক্তরাষ্ট্র। বাকযুদ্ধের পাশাপাশি চলছে পাল্টাপাল্টি হুমকি। তারই জের ধরে ফের ইরানকে কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এ হুঁশিয়ার বার্তা দেন ট্রাম্প। এ সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি মনে করি, ইরান মস্ত বড় ভুল করবে যদি তারা কিছু করে। আমেরিকার স্বার্থে আঘাত হানলে ইরানকে ‘বৃহৎ বাহিনী’র সঙ্গে লড়তে হবে। ট্রাম্প মধ্যপ্রাচ্যে আমেরিকার স্বার্থের কথা উল্লেখ করেন। এছাড়া গত রবিবার এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, ইরান যদি যুদ্ধ করতে চায়, তাহলে তা হবে ইরানের আনুষ্ঠানিক সমাপ্তি। সেসময় তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রকে হুমকি দিও না। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনায় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সূত্র: রয়টার্স বিডি প্রতিদিন/ ওয়াসিফ

তবুও নিশ্চুপ মোদি!

Image
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত। ভারতে লোকসভা নির্বাচনের শেষ ধাপের ভোটগ্রহণ পর্বের সমাপ্তি ঘটেছে গত ১৯ মে। এরপর দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে বুথ ফেরত জরিপ প্রকাশ করা হয়। প্রায় সব জরিপে মোদির ফের ক্ষমতায় আসার আভাস দেয়া হয়েছে। এনিয়ে বিজেপিতে চরম উচ্ছ্বাস দেখা গেলেও এখন পর্যন্ত একপ্রকার নিশ্চুপ হয়ে আছেন নরেন্দ্র মোদি। সেইসঙ্গে নিশ্চুপ আছেন বিজেপি’র প্রধান অমিত শাহও। আমিত শাহের ঘনিষ্ঠ এক নেতা বলেন, ‘সভাপতি যা বলার ২৩ মে আসল ফলের পরেই বলবেন। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বুথ ফেরত জরিপে বিজেপি দলের অনেক নেতাই এখনও পুরোপুরি আশ্বস্ত নন। তাদের অনেকেই মনে করছেন, বাস্তব যা পরিস্থিতি, তাতে ৩০০ আসন পার করা কঠিন। সে ক্ষেত্রে যদি সরকার গড়ার জন্যও আরও শরিক প্রয়োজন হয়, সে কারণে এখন থেকেই আগ বাড়িয়ে উত্তেজনা দেখানো ঠিক নয়। যেসব সমীক্ষা গত কাল এনডিএ-কে ৩০০ পার করিয়েছে, তাদের অনেকে আবার আসন-বিন্যাস দেখানো বন্ধ করেছে। এছাড়া হিসেবে গরমিল আসতেও শুরু করেছে। ফলে বিজেপি দফতরে সাজগোজ শুরু হলেও, নেতাদের উচ্ছ্বাস দেখাতে বারণ করা হয়েছে। তবে বুথ ফেরত সমীক্ষা নিয়ে ফের ...