তবুও নিশ্চুপ মোদি!

তবুও নিশ্চুপ মোদি!
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত।
ভারতে লোকসভা নির্বাচনের শেষ ধাপের ভোটগ্রহণ পর্বের সমাপ্তি ঘটেছে গত ১৯ মে। এরপর দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে বুথ ফেরত জরিপ প্রকাশ করা হয়। প্রায় সব জরিপে মোদির ফের ক্ষমতায় আসার আভাস দেয়া হয়েছে। এনিয়ে বিজেপিতে চরম উচ্ছ্বাস দেখা গেলেও এখন পর্যন্ত একপ্রকার নিশ্চুপ হয়ে আছেন নরেন্দ্র মোদি। সেইসঙ্গে নিশ্চুপ আছেন বিজেপি’র প্রধান অমিত শাহও।
আমিত শাহের ঘনিষ্ঠ এক নেতা বলেন, ‘সভাপতি যা বলার ২৩ মে আসল ফলের পরেই বলবেন।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বুথ ফেরত জরিপে বিজেপি দলের অনেক নেতাই এখনও পুরোপুরি আশ্বস্ত নন।
তাদের অনেকেই মনে করছেন, বাস্তব যা পরিস্থিতি, তাতে ৩০০ আসন পার করা কঠিন। সে ক্ষেত্রে যদি সরকার গড়ার জন্যও আরও শরিক প্রয়োজন হয়, সে কারণে এখন থেকেই আগ বাড়িয়ে উত্তেজনা দেখানো ঠিক নয়।
যেসব সমীক্ষা গত কাল এনডিএ-কে ৩০০ পার করিয়েছে, তাদের অনেকে আবার আসন-বিন্যাস দেখানো বন্ধ করেছে। এছাড়া হিসেবে গরমিল আসতেও শুরু করেছে।
ফলে বিজেপি দফতরে সাজগোজ শুরু হলেও, নেতাদের উচ্ছ্বাস দেখাতে বারণ করা হয়েছে।
তবে বুথ ফেরত সমীক্ষা নিয়ে ফের ব্লগ লিখেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। জেটলির যুক্তি, ‘যখন অনেক বুথ-ফেরত সমীক্ষা একই বার্তা দেয়, আসল ফলও সেই দিকেই এগোয়।
এছাড়া তিনি বলেন, যদি এই সমীক্ষার সঙ্গে আসল ফল মিলে যায়, তা হলে ইভিএম নিয়ে বিরোধীরা যে ভুয়া প্রচার চালাচ্ছিল, সেটা অসার বলে প্রমাণিত হবে।
আগামী ২৩ মে ভারতে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
ইত্তেফাক/ এস আর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা