Posts

Showing posts from November 1, 2021

ইলোন মাস্কের ২ শতাংশ সম্পদে মিটবে বিশ্বের খাদ্যসংকট!...

Image
  ইলোন মাস্ক জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির পরিচালক ডেভিড বিয়াসলে মনে করেন, বিশ্বের শীর্ষ ধনীরা তাদের মোট সম্পদের সামান্য কিছু অংশ ব্যয় করলেই বিশ্বের ক্ষুধা সমস্যা সমাধান হয়ে যাবে। সিএনএনকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, বিশ্বের অতি ধনীদের নেয়া ক্ষুদ্র উদ্যোগেই ক্ষুধা সমস্যার সমাধান হতে পারে। আর এজন্য তাদের ব্যয় করতে হবে মোট সম্পদের অতি সামান্য অংশ। বিশেষ করে বিশ্বের শীর্ষ দুই ধনী জেফ বেজোস ও ইলোন মাস্কের কথা উল্লেখ করেন তিনি। বিশ্ব খাদ্য সংস্থার প্রধান বলেন, বিশ্বে এ মুহূর্তে এমন ৪ কোটি ২০ লাখ মানুষ আছেন যাদের কাছে এখনই আমরা যদি পৌঁছতে না পারি তাহলে তারা মৃত্যুর দিকে ধাবিত হবে। এদের সহায়তার জন্য প্রয়োজন মাত্র ৬০০ কোটি ডলার। ব্লুমবার্গের তথ্য অনুসারে টেসলার প্রধান ইলোন মাস্কের মোট সম্পদের পরিমাণ প্রায় ২৮ হাজার ৯০০ কোটি ডলার। বলা হচ্ছে, বিশ্বজুড়ে মহামারী শুরুর পর ইলোন মাস্কের সম্পদ প্রায় দ্বিগুণ হয়েছে। যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজের তথ্য বলছে, অক্টোবর শেষে তার সম্পদের পরিমাণ দাঁড়াবে ৫ দশমিক শূন্য ৪ ট্রিলিয়নে। ডেভিড বিয়াসলে কেবল এ সম্পদের ২ শতাংশ অনুদান হিসেবে দিতে বল...

মিয়ানমার থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে অনেক বিদেশি প্রতিষ্ঠান

Image
  দক্ষিণপূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে গত ৯ মাস ধরে সামরিক শাসন চলছে। দেশটিতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিনিয়তই বাড়ছে। সেই সঙ্গে ধীর হচ্ছে অর্থনীতির চাকা। এমন পরিস্থিতিতে দেশটি থেকে এক এক করে চলে যাচ্ছে বিদেশি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো। মিয়ানমারে প্রচুর বিনিয়োগ ও ব্যবসার পরিবেশ থাকা সত্ত্বেও অক্টোবরেই সেখান থেকে ব্যবসা গুটিয়ে চলে যাচ্ছে জার্মান হোলসেলার 'মেট্রো'। ২০১৯ সালে 'মেট্রো' মিয়ানমারে ব্যবসা শুরু করে। সংস্থাটি স্থানীয় শিল্প প্রতিষ্ঠান ইয়োমা গ্রুপের ইয়োমা স্ট্র্যাটেজিক হোল্ডিংসের সঙ্গে যৌথভাবে সেখানকার হোটেল-রেস্তোরাঁয় খাবার সরবরাহ করে আসছিল। শুধু জার্মান প্রতিষ্ঠান 'মেট্রো' নয়, মানবাধিকারের প্রশ্নে মিয়ানমার থেকে সরে আসতে হচ্ছে ইউরোপের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানকেও। এর আগে গত জুলাইয়ে নরওয়ের টেলিকম সংস্থা টেলিনর গ্রুপ বলেছিল, তারা মিয়ানমারে তাদের মোবাইল কার্যক্রম ১০৫ মিলিয়ন ডলারে বিক্রি করে দেবে। তাদেরকে গোয়েন্দা সরঞ্জাম ব্যবহারের জন্যে মিয়ানমারের সেনারা চাপ দিচ্ছিল। একইভাবে চলতি বছরের মধ্যেই ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো মিয়ানমার ছাড়ার পরিকল্পনা করছে। শুধু ইউরোপীয়...