Posts

Showing posts from February 5, 2019

আরও ১২ বছর ক্ষমতায় থাকছেন জেনারেল সিসি!

Image
মিশরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসিকে আরও ১২ বছর ক্ষমতায় রাখার জন্য দেশের সংবিধান সংশোধনের প্রস্তাব করেছেন তার অনুগত সংসদ সদস্যরা। সংবিধান সংশোধনের প্রস্তাবটি চূড়ান্তভাবে পাস হলে জেনারেল সিসি ক্ষমতার দ্বিতীয় মেয়াদ শেষ করার পরও ২০৩৪ সাল পর্যন্ত তিনি মিশরের প্রেসিডেন্ট থাকবেন। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদ শেষ হবে ২০২২ সালে। ২০১৩ সালে সামরিক ক্যু’র মাধ্যমে নির্বাচিত প্রেসিডেন্ট ড. মুহাম্মাদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর জেনারেল সিসি ২০১৪ সালে রাষ্ট্রীয় ক্ষমতায় বসেন। সাম্প্রতিক মাসগুলোতে জল্পনা-কল্পনা চলছিল যে, জেনারেল সিসির সমর্থকরা তাকে ক্ষমতায় রাখার জন সংবিধান পরিবর্তন করতে পারে। সেই ব্যবস্থা বাস্তবে রূপ দিতে রোববার সংসদে সংবিধান সংশোধনের খসড়া প্রস্তাব তোলা হয়। প্রস্তাব পাসের পর গণভোটের আয়োজন করা হবে। বিশ্লেষকদের অনেকেই মনে করেন, সংবিধান সংশোধনের জন্য যে গণভোটের আয়োজন করা হবে তা নিতান্তই লোক দেখানো বিষয়। মিশরের বর্তমান সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের মেয়াদ চার বছর; এখন তা বাড়িয়ে ছয় বছর করা হচ্ছে। বিডি প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি ২০১৯/আরাফাত

অবস্থান ধর্মঘট ‘ধর্না’ প্রত্যাহার করলেন মমতা

Image
কলকাতায় কেন্দ্রীয় তদন্ত সংস্থার অ্যাকশনের প্রতিবাদে শুরু করা অবস্থান ধর্মঘট ‘ধর্না’য় বক্তব্য রাখছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস। কলকাতায় কেন্দ্রীয় তদন্ত সংস্থার অ্যাকশনের প্রতিবাদে শুরু করা অবস্থান ধর্মঘট ‘ধর্না’ তিন দিনের মাথায় প্রত্যাহার করলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে না বলে ভারতীয় সুপ্রিমকোর্ট আদেশ দেয়ার পর এ সিদ্ধান্ত নিলেন মমতা। খবর এনডিটিভির। এর আগে কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারকে এখনই গ্রেফতার করা যাবে না বলে নির্দেশ দেয় ভারতের সুপ্রিম কোর্ট। তবে কলকাতার পুলিশকে তদন্তে সহযোগিতার নির্দেশ দেয়া হয়। রায়ে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন ‘যদি প্রমাণ করতে পারেন, রাজীব কুমার নথি লোপাট করেছেন বা এক বারও সে কথা ভেবেছেন, তা হলে এমন শিক্ষা দেব যে তাকে অনুতাপ করতে হবে।’ সেই রায়কে স্বাগত জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই রায় গণতন্ত্রের জয়’। আরও পড়ুনঃ  পরকীয়ার অভিযোগ এনে স্ত্রীর বিরুদ্ধে মামলা রবিবার সন্ধ্যায় কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমা...

গুয়াইদোকে সমর্থন দিল লিমা গ্রুপ

Image
ভেনেজুয়েলার স্বঘোষিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদোকে সমর্থন দিতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশ ও কানাডা। এক বিবৃতিতে অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশটিতে কোনো ধরনের বলপ্রয়োগ ছাড়াই ক্ষমতা পরিবর্তনের এবং জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা দিতে লিমা গ্রুপভুক্ত ১৪টি দেশের মধ্যে ১১টি দেশ আহ্বান জানিয়েছে। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, ভেনেজুয়েলায় অর্থনৈতিক সংকটের কারণে কয়েক বছর ধরে ক্রমেই অজনপ্রিয় হয়ে উঠেছেন সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট মাদুরো। এ পরিস্থিতিতে গত ২৩ জানুয়ারি কারাকাসে বিরোধীদের বিক্ষোভ চলাকালে প্রেসিডেন্ট মাদুরোকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে গুয়াইদো নিজেকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন। এরই মধ্যে তিনি যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি ক্ষমতাধর রাষ্ট্রের কাছ থেকে সমর্থন পেয়েছেন। তবে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো বলেছেন তিনি দেশটির বৈধ নেতা। মাদুরোর পেছনে রয়েছে চীন ও রাশিয়ার সমর্থন। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, দেশটির গভীর রাজনৈতিক সংকট গৃহযুদ্ধ বাধিয়ে দিতে পারে। গত মাসে মাদুরো বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে দ্বিতীয় দফায় ক্ষমতা ...

চীনের ওপর নতুন শুল্কে ক্ষতি হবে পূর্ব এশিয়ার: আঙ্কটাড

Image
যুক্তরাষ্ট্র যদি আবার চীনা পণ্য আমদানিতে শুল্ক আরোপ করে, তবে এর ব্যাপক প্রভাব পড়বে বৈশ্বিক অর্থনীতিতে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে এশীয় দেশগুলো। পূর্ব এশিয়ার দেশগুলোর রপ্তানি কমবে প্রায় ১৬০ বিলিয়ন ডলার। গতকাল সোমবার জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী ১ মার্চের মধ্যে যদি যুক্তরাষ্ট্র ও চীন আলোচনার মাধ্যমে কোনো সুষ্ঠু সমাধানে যেতে না পারে, তাহলে চীনা পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র, যা বিশ্ব অর্থনীতির জন্য কখনো ভালো হবে না। প্রতিবেদনে জানানো হয়, দুই দেশের এই সংরক্ষণনীতির প্রভাবে মার্কিন ও চীনা কোম্পানিগুলো খুব বেশি উপকৃত হবে না। চীনের ২৫০ বিলিয়ন ডলার রপ্তানিতে শুল্ক বসিয়েছে যুক্তরাষ্ট্র। এর ৮২ শতাংশই অন্য দেশের কোম্পানি আমদানি করে, ১২ শতাংশ চীনা কোম্পানি আমদানি করে এবং ৬ শতাংশ যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো আমদানি করে। একইভাবে চীনে যুক্তরাষ্ট্রের ৮৫ বিলিয়ন ডলার রপ্তানিতে শুল্ক আরোপ হয়েছে। যার ৮৫ শতাংশই অন্য দেশ আমদানি করে, ১০ শতাংশ করে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো এবং মাত্র ৫ শতাংশ চীনা কোম্পানি আমদানি করে। আ...

আল-কায়েদাকে অস্ত্র সরবরাহ করছে সৌদি আরব

Image
অস্ত্রধারী আল-কায়দা সদস্য। ছবি: সংগৃহীত ইয়ামেনে সক্রিয় থাকা সন্ত্রাসী সংগঠন আল-কায়েদা ও সালাফিকে অস্ত্রের যোগান দিচ্ছে সৌদি আরব। সোমবার (৪ ফেব্রুয়ারি) মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানায়। সিএনএনের ওই প্রতিবেদনে স্থানীয় কমান্ডারদের বরাত দিয়ে বলা হয়, সন্ত্রাসী সংগঠন আল-কায়দাকে পক্ষে রাখতেই তাদের মার্কিন অস্ত্র সরবরাহ করছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। এর ফলে সৌদি পক্ষের অস্ত্রধারী সন্ত্রাসী সংগঠনটির শক্তি ক্রমশ বেড়েই চলছে। এছাড়াও ইয়ামেনের হুথি বিদ্রোহীরাও ইতিমধ্যে বেশ কিছু মার্কিন অস্ত্র দখল করেছে। আর এই সম্পর্কিত বেশ কিছু সংবেদনশীল তথ্যও পাঠিয়েছে তেহরানের কাছে। আরও পড়ুন:   লেবাননের স্বাস্থ্যমন্ত্রণালয়ের দায়িত্ব পেল হিজবুল্লাহ সিএনএনের ওই প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষমতায় আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি সফরে আসেন। এ সময় সৌদি সরকারের সঙ্গে ১১ হাজার কোটি মার্কিন ডলারের অস্ত্র চুক্তি করেছিলেন তিনি। তবে সম্প্রতি সৌদি আরব সেই চুক্তির বিভিন্ন শর্ত লঙ্ঘন করেছে। এমনকি সৌদি রাজপরিবারের ওপরেও নিয়ন্ত্রণ হারিয়েছে ট্রাম্প ইত্তেফাক/জেড...

মিজোরাম ও মণিপুরে ভারতবিদ্বেষী সমাবেশ

Image
নাগরিকত্ব সংশোধন বিল প্রত্যাহারের দাবিতে ভারতবিরোধী পোস্টার। ছবি: ইনসাইডএনইয়ের সৌজন্যে নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে ভারতের মিজোরাম ও মণিপুরে ভারতবিরোধী বিক্ষোভ সমাবেশ হয়েছে। প্রতিবাদ সমাবেশে ভারতকে ফিরে যেতে বলা হয় এবং চীনকে স্বাগত জানানো হয়। গতকাল সোমবার ‘গো ব্যাক ইন্ডিয়া, ওয়েলকাম চায়না’, ‘হ্যালো চায়না, বাই বাই ইন্ডিয়া’ ইত্যাদি স্লোগান দেন বিক্ষোভকারীরা। প্রথমে উত্তর-পূর্বাঞ্চলের মিজোরাম এবং পরে মণিপুরে এ বিক্ষোভ প্রদর্শন করা হয়। নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে গোটা উত্তর–পূর্ব ভারতেই অশান্তির আগুন জ্বলছে। বিলে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে শরণার্থী হয়ে ভারতে আসা অমুসলিমদের শর্ত সাপেক্ষে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু বিজেপি বাদে ভারতের প্রায় সব দলই এই বিলের বিরোধী। গতকাল গুয়াহাটিতে বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব জানান, সংসদের চলতি অধিবেশনেই নাগরিকত্ব সংশোধনী বিল আনতে বদ্ধপরিকর বিজেপি। নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে উত্তর-পূর্ব ভারতজুড়ে রাজনৈতিক ও আইনি লড়াই চলছে। বিল বাতিলের দাবিতে গতকাল দিল্লিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন বিলবিরোধী ...

গিনিতে স্বর্ণের খনি ধসে নিহত ১৭

Image
ফাইল ছবি গিনির উত্তর-পূর্বাঞ্চলে একটি স্বর্ণের খনি ধসে ১৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এখনো অনেকে নিখোঁজ থাকায় নিহতদের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।  পশ্চিম আফ্রিকার এই দেশটিতে গত রোববার (২ ফেব্রুয়ারি) সিগুইরি শহর থেকে ৩৫ কিলোমিটার দূরের উপশহর নরাসোবার ওই খনিতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশের কর্মকর্তা লেফটেন্যান্ট মার্কাস বঙ্গৌরা বলেন, যেহেতু স্থানীয়রা বলছে এখনও অনেকে নিখোঁজ রয়েছে, তাই নিহতদের সংখ্যা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। খনির কর্মীরা বলেন, আমরা বহুদিন ধরে এই খনিতে কাজ করছি। দুর্ঘটনার কোনো ঝুঁকি আমাদের চোখে পড়েনি। কিন্তু আকস্মিক এ দুর্ঘটনা সবাইকে হতবাক করে দিয়েছে। খনিজসম্পদে সমৃদ্ধ গিনিতে প্রায়ই অবৈধভাবে খনি খুঁড়তে গিয়ে এমন দুর্ঘটনা ঘটে। বিশেষ করে বর্ষাকালে সেখানে কাজ করা খুব বিপদজ্জনক। গিনিতে স্বর্ণ, হীরা, বক্সাইট (অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক) এবং লৌহসম্পদের বিশাল ভাণ্ডার রয়েছে।  বিডি-প্রতিদিন/বাজিত হোসেন 

বালিকার সঙ্গে অভব্য আচরণ মোরগের, মালিকসহ থানায় ‘আটক’

Image
ওই মোরগের অপরাধ সে এক বালিকার সঙ্গে অভব্য আচরণ করেছে। আর সে কারণেই মালিক ও মালিকের স্ত্রীসহ তাকে গ্রেফতার হতে হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের শিবপুরী জেলায়। জানা গেছে, ঋতিকা নামে পাঁচ বছর বয়সি বালিকাটি তাদের বাড়ির সামনে খেলছিল। সেই সময়েই মোরগটি তাকে আক্রমণ করে। তার গালে বার বার ঠোকরাতে শুরু করে। ঋতিকা রক্তাক্ত অবস্থায় কান্নাকাটি শুরু করলে তার মা পুনম কুশবাহা এসে তাকে উদ্ধার করেন এবং তাকে নিয়ে থানায় যান। পুনম সেই মোরগ ও তার মালিকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুনম জানিয়েছেন, তার প্রতিবেশী পাপ্পু ও তার স্ত্রীর পোষা এই মোরগের আচার-আচরণ মোটেই সুবিধার নয়। সে বেশ কিছু দিন ধরেই তার শিশুকন্যা ঋতিকাকে জ্বলাতন করেছে। তার জ্বালায় ঋতিকা বাড়ির বাইরে বের হতে পর্যন্ত ভয় পায়। তিনি বার বার পাপ্পুদের এ নিয়ে নালিশ জানালেও কোনও ফল হয়নি। আদরের মোরগ সম্পর্কে কোনও অভিযোগ পাপ্পু ও তার স্ত্রী কানে তুলতেই রাজি নন। পুনমের মতে, গত পাঁচ মাসে চার বার মোরগটি তার মেয়েকে আক্রমণ করেছে। থানায় অভিযোগ করার পর পুলিশ মোরগ সমেত পাপ্পু ও তার স্ত্রীকে ডেকে পাঠায়। মোরগটিকে আটক করা হলে পাপ্পুর স্ত...

রহস্যময়' দ্বীপ, বিভ্রান্তিতে বিজ্ঞানীরা!

Image
সংগৃহীত ছবি সাগরের মাঝে মাত্র চার বছর আগে উঠে এসেছিল সেই দ্বীপ। তাকে ঘিরে দেখা দিয়েছে বিস্তর রহস্য। রহস্যময় এই দ্বীপকে নিয়ে বিভ্রান্তিতে বিজ্ঞানীরাও। বিজ্ঞান বিষয়ক এক গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ২০১৪ সালের ডিসেম্বরে স্যাটেলাইট মারফত বিজ্ঞানীরা জানতে পারেন প্রশান্ত মহাসাগরের টোঙ্গার কাছে এক আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে সেখানে একটি দ্বীপ জেগে উঠছে। ২০১৫ সালের জানুয়ারি নাগাদ অগ্ন্যুৎপাত শেষ হয় এবং দেখা যায় হুঙ্গা টোঙ্গা ও হুঙ্গা হা’আপেই নামের দু’টি পুরনো দ্বীপের মাঝখানে এই নতুন দ্বীপটি জেগে উঠেছে।  দ্বীপটি সম্পর্কে বিস্তারিত অনুসন্ধানের জন্য ড্যান স্লেব্যাক নামের এক বিজ্ঞানী নাসা থেকে রিমোট সেন্সিং ডেটা ব্যবহার করে এই অগ্ন্যুৎপাতকে লক্ষ করছিলেন। তিনি সশরীরে ওই দ্বীপটি দেখতে চান। তিনি জানান, এই দ্বীপটি এক আশ্চর্য দ্বীপ। সাধারণত এই ধরনের দ্বীপ কয়েক মাস জেগে থাকে। তার পরে তা সমুদ্রে তলিয়ে যায়। কিন্তু এই দ্বীপটি টিকে থাকে চার বছর। গত দেড়'শ বছরে এই জাতীয় কোনও দ্বীপ এতদিন টিকে থাকেনি। গত সেপ্টেম্বরে বিজ্ঞানীরা দ্বীপে পা রাখেন। স্যাটেলাইট চিত...

রাশিয়ার বিস্ময়কর অস্ত্র অন্ধ করবে শত্রুকে (ভিডিও)

Image
সংগৃহীত ছবি নিজেদের সামরিক শক্তি বৃদ্ধিতে মুখিয়ে আছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। তারই জের ধরে যুদ্ধের ময়দানে শত্রুকে অন্ধ বা বিভ্রান্ত করে দেয়ার মতো বিস্ময়কর অস্ত্র তৈরি করেছে রাশিয়া।  নতুন এ অস্ত্র ইতিমধ্যে দেশটির রণতরীতে সংযোজন করা হয়েছে। এ অস্ত্র প্রচণ্ড আলোর ঝলকানি সৃষ্টি করবে। বিশেষ করে রাতে লক্ষ্যবস্তু নির্ধারণে মারাত্মকভাবে ব্যর্থ হবে শক্র সেনা। অস্ত্রটি নির্মাণ করেছে রাশিয়ার রুসেলইলেক্ট্রনিকস নামের সংস্থা। এ ব্যাপারে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, নতুন এ অস্ত্র প্রয়োগ করে শত্রুকে সাময়িকভাবে অন্ধ করে দেয়া যাবে এবং নিজ অস্ত্র ব্যবহারে সক্ষমতা হারাবে শত্রু। এছাড়া শত্রুর দৃষ্টি বিভ্রম ঘটবে, অবাস্তব জিনিস চোখে দেখতে শুরু করবে। পাশাপাশি শত্রুর শুরু হবে বমি। স্বেচ্ছাসেবী সেনাদের ওপর অস্ত্রের পরীক্ষা চালিয়ে দেখা গেছে তারা লক্ষ্যবস্তু নির্ধারণ করতে পারছেন না। পরীক্ষায় অংশগ্রহণকারী ৪৫ শতাংশ স্বেচ্ছাসেবী বলেছেন, তাদের মধ্যে মাথা ঘোরা, বমি বমি ভাবের উপসর্গ দেখা দিয়েছে পাশাপাশি মন সংযোগ বা ঠাণ্ডা মাথায় চিন্তা করার সক্ষমতা হারিয়েছেন। আর ২০ শতাংশ জানিয়েছেন, তাদের দ...

নিউইয়র্কে চালু হলো ‘মুসলিম প্যাট্রল সার্ভিস’

Image
নিউইয়র্ক সিটির ব্রুকলীনে সানসেট পার্কসহ বিভিন্ন এলাকায় ‘মুসলিম কমিউনিটি প্যাট্রল এ্যান্ড সার্ভিস’ (এমসিপিএস) চালু হয়েছে। যুক্তরাষ্ট্রে এই প্রথম মুসলমানদের উদ্যোগে দ্রুততম সময়ে সার্ভিস প্রদানের এ কার্যক্রম চালু হলো সামিউদ্দিন রাজি এবং নূর রাবাহ নামক দুই ব্যক্তির নেতৃত্বে। রাজি হলেন এ সংগঠনের প্রেসিডেন্ট এবং নূর হয়েছেন ভাইস প্রেসিডেন্ট। ইতিমধ্যেই এনওয়াইপিডির (নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট) মতোই প্যাট্রল গাড়ি নেমেছে রাস্তায়। গাড়ির সংখ্যা বৃদ্ধিকল্পে বেশ ক’জনকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হচ্ছে। কাউন্সেলিং, প্রাথমিক চিকিৎসা, প্রবীণদের সহায়তা, গৃহহারাদের খাদ্য প্রদান, যুব সমাজকে তাৎক্ষণিক পরামর্শ প্রদান ইত্যাদি। উল্লেখ্য, অনেক আগেই ইহুদি সম্প্রদায় নিজস্ব এ্যাম্বুলেন্সসহ নিরাপত্তা ব্যবস্থা চালু করেছে। তারা নিউইয়র্ক পুলিশের সাথে যোগাযোগ রেখে নিজেদের কমিউনিটিতে কাজ করছে। এমসিপিএস-ও একই স্টাইলে কাজ করবে। তবে তারা কোনভাবেই পুলিশের পরিপূরক নয়। যারা প্যাট্রল দেবেন তাদের প্রায় সকলেই আগে পুলিশ অথবা আর্মি অথবা নিরাপত্তা রক্ষাকারি কোন সংস্থায় কাজ করেছেন। এর ফলে এনওয়াইপিডির টহল পুলিশের ...

নতুন সিবিআই প্রধানের দায়িত্ব গ্রহণ

Image
সিবিআই’র নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ঋষিকেশ কুমার শুক্লা। ছবি: ইন্টারনেট ভারতের অন্যতম সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই’র নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ঋষিকেশ কুমার শুক্লা। ১৯৮৩ সালের ব্যাচের আইপিএস অফিসার ঋষিকেশ কুমার দীর্ঘদিন মধ্যপ্রদেশ পুলিশের ডিজিপি পদে ছিলেন। তিনি আগামী ২ বছর এই পদে থাকবেন। সিবিআই’র সাবেক ডিরেক্টর অলোক কুমার ভার্মার অপসারণের পর তাকে নিয়োগ দেওয়া হয়েছে। ভারতের সংসদের তিন সদস্যের ক্যাবিনেট কমিটির একটি প্যানেল তার মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত নেয়। প্যানেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং কংগ্রেসের বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গে। কংগ্রেসের পক্ষ থেকে সম্মতি দেওয়ার পরই তার মনোনয়ন চূড়ান্ত হয়। সোমবার দায়িত্ব নিয়েই তিনি বেশ কয়েকটি বৈঠক করেন। কলকাতায় রবিবার থেকে সিবিআই ও কলকাতা পুলিশের মধ্যে যে সংঘাত চলছে, সে বিষয়টি নিয়েও তিনি পর্যালোচনা করেন। কলকাতায় অবস্থিতি সিবিআই জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তব সোমবারই দিল্লি গেছেন। তার সঙ্গে কলকাতার ঘটনাটি নিয়ে ঋষিকেশ কুমার শুক্লা বৈঠক করতে পা...

শূন্য শুল্ক সুবিধা দেবে চীন

Image
চীনে শূন্য শুল্কে পণ্য রপ্তানির সুযোগ পেতে যাচ্ছে বাংলাদেশ। দেশটির প্রস্তাবিত ‘জিরো ট্যারিফ স্কিম’ সুবিধা নেওয়ার আগ্রহ দেখিয়ে সম্মতিপত্র পাঠানোর প্রায় ৯ মাস পর ঢাকাকে চিঠি দিয়ে জানিয়ে দিল বেইজিং। বলা হয়েছে, বাংলাদেশকে এই সুবিধা দেওয়া হচ্ছে। এখন এ বিষয়ে চুক্তির দিনক্ষণ চূড়ান্ত করতে বলা হয়েছে ঢাকাকে। গত ৩১ জানুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ে এ চিঠি পাঠানো হয়। এতে স্বাক্ষর করেন ঢাকার চীন দূতাবাসের ইকোনমিক অ্যান্ড কমার্শিয়াল কাউন্সিলর লা গুয়ানজিয়ান। বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, কোন কোন পণ্যে শুল্ক সুবিধা পাওয়া যাবে তার তালিকা ও রুলস অব অরিজিনের শর্তসহ চিঠির সঙ্গে তারা একটি সংযুক্তিও পাঠিয়েছে। তবে সেটি চাইনিজ ভাষায় হওয়ায় অনুবাদ করতে বেইজিংয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে পাঠানো হবে। এরপর অনুবাদ পর্যালোচনা করে চুক্তির দিনক্ষণ জানানো হবে। জানা গেছে, চীনের বাজারে জিরো ট্যারিফ স্কিমের আওতায় বাণিজ্য সুবিধা নেওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়ে গত বছরের এপ্রিলে চিঠি পাঠিয়েছিল বাংলাদেশ। তার আগে এ বিষয়ে ট্যারিফ কমিশন ও ব্যবসায়ীদের মতামত নেয় বাণিজ্য মন্ত্রণালয়। কর্মকর্তারা জানান, এই মুহূর্তে বা...