নতুন সিবিআই প্রধানের দায়িত্ব গ্রহণ

নতুন সিবিআই প্রধানের দায়িত্ব গ্রহণ
সিবিআই’র নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ঋষিকেশ কুমার শুক্লা। ছবি: ইন্টারনেট
ভারতের অন্যতম সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই’র নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ঋষিকেশ কুমার শুক্লা। ১৯৮৩ সালের ব্যাচের আইপিএস অফিসার ঋষিকেশ কুমার দীর্ঘদিন মধ্যপ্রদেশ পুলিশের ডিজিপি পদে ছিলেন। তিনি আগামী ২ বছর এই পদে থাকবেন।
সিবিআই’র সাবেক ডিরেক্টর অলোক কুমার ভার্মার অপসারণের পর তাকে নিয়োগ দেওয়া হয়েছে। ভারতের সংসদের তিন সদস্যের ক্যাবিনেট কমিটির একটি প্যানেল তার মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত নেয়। প্যানেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং কংগ্রেসের বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গে। কংগ্রেসের পক্ষ থেকে সম্মতি দেওয়ার পরই তার মনোনয়ন চূড়ান্ত হয়।
সোমবার দায়িত্ব নিয়েই তিনি বেশ কয়েকটি বৈঠক করেন। কলকাতায় রবিবার থেকে সিবিআই ও কলকাতা পুলিশের মধ্যে যে সংঘাত চলছে, সে বিষয়টি নিয়েও তিনি পর্যালোচনা করেন। কলকাতায় অবস্থিতি সিবিআই জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তব সোমবারই দিল্লি গেছেন। তার সঙ্গে কলকাতার ঘটনাটি নিয়ে ঋষিকেশ কুমার শুক্লা বৈঠক করতে পারেন বলে সূত্রে খবর।
জানা গেছে, বিষয়টি খতিয়ে দেখতে কয়েকদিনের মধ্যেই ঋষিকেশ কুমার শুক্লা কলকাতায় আসতে পারেন।
ইত্তেফাক/মোস্তাফিজ

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা