Posts

Showing posts from July 31, 2018

ইমরান খানের শপথ অনুষ্ঠানে থাকবেন মোদী: পিটিআই

Image
আসছে ১১ আগস্ট ইমরান খান পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। ইমরান খানের শপথ অনুষ্ঠানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকতে পারেন বলে জানিয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ইতিমধ্যে নরেন্দ্র মোদী টেলিফোন করে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খানকে শুভেচ্ছা জানিয়েছেন। টেলিফোনে দুই দেশের প্রধানমন্ত্রী আশা করেন, এবার নতুন উচ্চতায় উঠবে ভারত-পাকিস্তান সম্পর্ক। ইমরান খান মোদীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘হিংসা-বিদ্বেষ, যুদ্ধ আমরা সবকিছু ভুলে নতুন এক সম্পর্ক গড়বো।’ এর আগে ইমরান খান তার বিজয়ী ভাষণে বলেন, পাকিস্তান-ভারত সম্পর্ক হবে আমাদের সবার জন্য ভালো। এছাড়া ভারতীয় নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, সুসম্পর্ক স্থাপনের লক্ষে ভারতীয় নেতারা যদি এক ধাপ এগিয়ে আসে তাহলে আমরা আরো দুই ধাপ এগুবো। ইত্তেফাক/এসআর/টিএস

ইরানী নেতাদের সঙ্গে ‘যে কোন সময়’ সাক্ষাতে আগ্রহী ট্রাম্প

Image
ইরানের সঙ্গে আসন্ন যুদ্ধের হুমকি ঝেড়ে ফেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি কোন পূর্ব শর্ত ছাড়াই তেহরানের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী। সোমবার একথা বলেন তিনি। খবর বার্তা সংস্থা এএফপি’র। এক সপ্তাহ আগেই ইরানকে চরম মাত্রার হুমকি দেওয়ার পর সম্পূর্ণ ভিন্ন স্বর শোনা গেল ট্রাম্পের মুখে। এক সপ্তাহ আগে তিনি বলেছিলেন, ইরানকে এমন পরিণতি ভোগ করতে হবে যা ইতিহাসে খুব কমদেরই করতে হয়েছে।  এক সপ্তাহ পর ট্রাম্প নাটকীয়ভাবে স্বর পাল্টে তিনি বললেন, তিনি কোন পূর্ব শর্ত ছাড়া যে কোন সময় দেশটির নেতা হাসান রুহানির সঙ্গে সাক্ষাৎ করবেন।  ইতালির প্রধানমন্ত্রী গিউসেপ্পে কন্তের সঙ্গে হোয়াইট হাউসে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘ইরানের নেতা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে আমিও তার সঙ্গে দেখা করবো। তবে এ ব্যাপারে তাদের কোন প্রস্তুতি রয়েছে কিনা আমি জানি না।’ তিনি আরো বলেন, এক্ষেত্রে আমাদের কোন পূর্ব শর্ত নেই। ট্রাম্প বলেন, ‘তারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করবো। আর এটা তাদের চাওয়া মোতাবেক যে কোন সময়ই হতে পারে। আমাদের ও তাদের দেশের এবং সর্...

আর ১০০ দিন পর ট্রাম্পের বিষয়ে রায় দেবে জনগণ

Image
যুক্তরাষ্ট্রে আর ১০০ দিন পর অন্তর্বর্তী নির্বাচনে রায় দেবে দেশটির জনগণ।  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম দুই বছর শাসনামলের বিষয়ে জনগণের মুখোমুখি হতে যাচ্ছেন। খবর সিএনএন। ধারণা করা হচ্ছে, এ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাবে ডেমোক্রেটরা। মার্কিন সিনেটের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেতে ডেমোক্রেটদের দরকার হবে ২৩টি আসন। আর সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন হবে মাত্র দুটি আসন।  এদিকে ট্রাম্পের সমর্থনে দ্বিধা বিভক্ত রিপাবলিকান সিনেটররা; যা ট্রাম্পের জন্য দুঃসংবাদ। অনেকে ট্রাম্পের পক্ষে থাকলেও কেউ কেউ আবার ট্রাম্পের বিপক্ষে অবস্থান নিচ্ছেন।  বিডি প্রতিদিন/হিমেল

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ গ্রাউন্ড স্টেশন উদ্বোধন আজ

Image
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর গাজীপুরস্থ প্রাইমারি গ্রাউন্ড স্টেশনটি আজ মঙ্গলবার উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকার বঙ্গবন্ধু কনফারেন্স সেন্টার থেকে এর উদ্বোধন করবেন। এছাড়া একইদিন বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর সফল উেক্ষপণ উদযাপন করা হবে। এ উপলক্ষে গাজীপুরের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হবেন। গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর জানান, মঙ্গলবার সকাল ১০টায় গাজীপুরস্থ তেলীপাড়া এলাকার গ্রাউন্ড স্টেশন ক্যাম্পাস থেকে স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ওই অনুষ্ঠানে যোগ দেবেন। গাজীপুরস্থ গ্রাউন্ড স্টেশন থেকেই তিনি অনুষ্ঠান সঞ্চালনা করবেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হবেন ও সরাসরি কথা বলবেন। একই সঙ্গে বেতবুনিয়ার ব্যাকআপ গ্রাউন্ড স্টেশনটিও উদ্বোধন করা হবে। সবকিছু ঠিক থাকলে আগস্ট/সেপ্টেম্বর থেকেই বাণিজ্যিক কার্যক্রম শুরু করা সম্ভব হবে। এ প্রসঙ্গে প্রকল্পের পরিচালক মো. মেসবাহুজ্জামান জানান, নির্বিঘ্নে মহাকাশে উেক্ষপণের পর এখন গ্রাউন্ড স্টেশন থেকে সংকেত দিচ্ছে ও নিচ্ছ...