Posts

Showing posts from November 26, 2020

অবশেষে বাইডেনকে অভিনন্দন জানালেন জিনপিং

Image
  যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে জয়ের অভিনন্দন জানালেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার টেলিগ্রামে জিনপিং তাঁর শুভেচ্ছা বার্তা পাঠান। বাইডেনকে পাঠানো অভিনন্দন বার্তায় জিনপিং আশা প্রকাশ করেছেন, দুই দেশ যেন আর কোনও সংঘাত বা সংঘর্ষে না যায়। পারস্পরিক সম্মান ও সহযোগিতার মধ্যে দিয়ে বিশ্ব শান্তি ও উন্নয়নের মহৎ উদ্দেশ্যে অগ্রসর হওয়ার জন্য বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি, দু’দেশের সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল বিকাশ তাদের নাগরিকদের মৌলিক অধিকারের সঙ্গে জড়িত বলেও জানান তিনি। জিনপিং ছাড়াও চীনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং কুইশানও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন জো বাইডেন ও কমলা হ্যারিসের উদ্দেশে। বিগত কয়েক মাসে চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। বাণিজ্য থেকে শুরু করে মানবাধিকার, সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রভৃতি নানা বিষয়ের সংঘাতের সঙ্গে তালিকায় যুক্ত হয়েছিল করোনা মহামারি। ওয়াশিংটন বারবার চীনকে দায়ী করেছে সারা বিশ্বে করোনা ছড়ানোর জন্য। বিদায়ী মার্কিন প্রেসিডেন...

পৃথিবীবাসীকে অস্ত্র ফেলে দেয়ার আহ্বান জানিয়েছিলো 'এলিয়েন'!

Image
  দ্য হানিংটন ট্রান্সমিটার। ছবি: উইকিপিডিয়া। 'আমি ভ্রিলন বলছি, আস্টার গ্যালাক্টিক কমান্ডের প্রতিনিধি। ... আপনাদের সকল অস্ত্র ফেলে দিন। .. সংঘাতের সময় পার হয়ে গেছে।' ১৯৭৭ সালের ২৬ নভেম্বর এমনই কথা ভেসে এসেছিলো ইংল্যান্ডের 'সাউদার্ন টেলিভিশন' চ্যানেলে। প্রায় ৬ মিনিট ধরে সে সময় কথা বলেছিলেন ভ্রিলন নামের 'এলিয়েন' বা 'ভিনগ্রহের বাসিন্দা'। এরপর দীর্ঘ ৪৩ বছর পার হয়ে গেলেও এখনো অমীমাংসিত রয়ে গেছে বিষয়টি। জানা যায়, ১৯৫৮ থেকে ১৯৮১ সাল পর্যন্ত ইংল্যান্ডে বেশ জনপ্রিয় ছিলো সাউদার্ন টেলিভিশন চ্যানেল। ১৯৭৭ সালের ২৬ নভেম্বর সেখানে নিয়মিত টেলিভিশন নিউজ শো 'ডে বাই ডে' চলাকালে হঠাৎ করেই টেলিভিশন চ্যানেলটির বদলে অন্য একটি বার্তা সম্প্রচার হয়। যেখানে 'ভ্রিলন' নামের নিয়ে নিজেকে ভিন গ্রহের বাসিন্দা হিসেবে দাবি করেন এক ব্যক্তি। প্রায় ৬ মিনিটের বার্তায় মানব জাতির উন্নয়নের জন্য সকল অস্ত্র ফেলে দেয়ার আহ্বান জানানো হয় এবং একত্রে শান্তিপূর্ণভাবে সহ অবস্থানের কথা বলা হয়। এই বার্তায় ভ্রিলন জানান, পৃথিবী ও তার আসে পাশের সকল গ্যালাক্সিতে শান্তিপূর্ণ ...

এক হাজার কোভ্যাক্সিন কলকাতায়

Image
  কলকাতায় প্রথম টিকা নেবেন পৌর প্রশাসক ও পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম ছবি: ভাস্কর মুখার্জি জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান ভারত বায়োটেকের টিকা ‘কোভ্যাক্সিন’র পরীক্ষা কলকাতায় শুরু হচ্ছে। গতকাল বুধবার এক হাজার করোনা টিকা এসেছে। রাখা হয়েছে মাইনাস ৪ ডিগ্রি তাপমাত্রায়। ডিসেম্বরের প্রথম সপ্তাহে টিকা কার্যক্রম শুরু হয়ে চলবে ফেব্রুয়ারি পর্যন্ত। কলকাতায় প্রথম টিকা নেবেন পৌর প্রশাসক ও পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম। কলকাতায় কোভ্যাক্সিনের তৃতীয় ও চূড়ান্ত পর্যায়ের টিকা কর্মসূচির উদ্বোধন করবেন পৌরমন্ত্রী। গতকাল এ নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। সেখানে তিনি বলেছেন, তিনিই কলকাতায় প্রথম পরীক্ষামূলক টিকা নেবেন। কোভ্যাক্সিনের পরীক্ষা চলবে কলকাতার কেন্দ্রীয় গবেষণা সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অব কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজিজেস বা নাইসেড এবং স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে। এক হাজার স্বেচ্ছাসেবীকে কোভ্যাক্সিনের দুটি ডোজ দেওয়া হবে ২৮ দিনের ব্যবধানে। বিজ্ঞাপন নাইসেডের কর্মকর্তা শান্তা দত্ত গতকাল বুধবার সাংবাদিকদের জানিয়েছেন, হায়দরাবাদ থেকে ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন কলকাতায় এসে পৌ...

পাকিস্তানসহ ১৩ দেশের ভিসা সাময়িক বন্ধ করল আমিরাত

Image
  পাকিস্তানিদের নতুন ভিসা বন্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত ছবি : এএফপি নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান, আফগানিস্তানসহ মুসলিমপ্রধান ১৩টি দেশে নতুন ভিসা দেওয়া সাময়িকভাবে বন্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত। গতকাল বুধবার ওই বিষয়ে জ্ঞাত একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। ওই সূত্র অবশ্য সংযুক্ত আরব আমিরাতের বিশেষ উদ্বেগের বিষয়ে বিস্তারিত বলেনি। তবে ভিসা প্রদান বন্ধের বিষয়টি কম সময়ের জন্য, তা উল্লেখ করেছে। পাকিস্তানের দ্য ডন অনলাইনও বিষয়টি নিশ্চিত করেছে। গত সপ্তাহে দেশটির পররাষ্ট্র দপ্তর জানায়, সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানি নাগরিকসহ কয়েকটি দেশের নাগরিকদের ভিসা দেবে না। এখন তারা দেশটির কাছ থেকে ভিসা বন্ধের নির্দিষ্ট কারণ জানাতে চাইবে। তবে তারা মনে করছে, করোনা মহামারির কারণে ভিসা দেওয়া বন্ধ হয়ে থাকতে পারে। বিজ্ঞাপন তবে যাঁদের ভিসা রয়েছে, তাঁরা দেশটিতে যাতায়াত করতে পারবেন। কেবল নতুন ভিসা দেওয়া বন্ধ থাকবে। সংযুক্ত আরব আমিরাতের ভিসা বন্ধের তালিকায় থাকা অন্য দেশগুলোর মধ্যে রয়েছে ইরান, সিরিয়া, সোমালিয়া, আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, কেনিয়া, ইরাক, লেবানন, আলজেরিয়া, তিউনিসিয়া ও তুরস্ক। ভি...

ভারতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘নিভার’

Image
  ভারতের উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় নিভার। বুধবার তামিলনাড়ুর মারাক্কানম ও পুদুচেরির মধ্যবর্তী অঞ্চলে রাত ১১টার দিকে তাণ্ডব শুরু করে শক্তিশালী এই ঝড়। ঘূর্ণিঝড় আঘাত হানার আগে থেকেই চেন্নাইসহ রাজ্যের একাধিক জেলায় শুরু হয় তীব্র বৃষ্টি। রাস্তাঘাট পানিতে ভরে যায়। যানবাহনের সংখ্যাও কমতে শুরু করে। রাতের দিকে ঝড়ের তাণ্ডব বাড়ায় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এখন পর্যন্ত রাজ্যের কয়েক লাখ মানুষকে উপকূলবর্তী এলাকা থেকে সরিয়ে নিয়েছে তামিলনাড়ু সরকার। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী আর বি উদয়কুমার জানিয়েছেন, বেশিরভাগ মানুষকে চেন্নাইয়ের দক্ষিণের নাগাপট্টিনম ও কাড্ডালোর জেলা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় তামিলনাড়ু উপকূলে রণতরী আইএনএস জ্যোতি মোতায়েন করেছে নৌবাহিনী। খাবারসহ উদ্ধারকাজের বিভিন্ন সরঞ্জাম রাখা হয়েছে ওই জাহাজে। ক্ষয়ক্ষতির আশঙ্কায় চেন্নাই বিমানবন্দর সন্ধ্যা ৭টা থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। এছাড়া চেন্নাইয়ের অধিকাংশ বড় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। তামিলনাড়ু সরকারের পক্ষ জানানো হয়েছে, রাজ্যে ইতোমধ্যেই ১৫০টি ত্রাণ শিবিরকে তৈরি...

অবশেষে ফ্লিনকে ক্ষমা করে দিলেন ট্রাম্প

Image
  ট্রাম্পের সঙ্গে ফ্লিন যুক্তরাষ্ট্রের দণ্ডপ্রাপ্ত সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনকে নিঃশর্ত ক্ষমা করে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউজের এক বিবৃতিতে একথা জানানো হয়। এতে বলা হয়, সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে প্রেসিডেন্ট তাকে ক্ষমা করে দিয়েছেন। রাশিয়ার সাথে গোপন আঁতাতের ব্যাপারে এফবিআইকে মিথ্যা তথ্য দিয়েছিলেন- ২০১৭ সালে এ দোষ স্বীকার করেন ফ্লিন। যদিও পরে স্বীকারোক্তি প্রত্যাহারের চেষ্টা করেন। ফ্লিন সমর্থকদের দাবি, ওবামা সরকারের অপচেষ্টার বলি হয়েছিলেন সাবেক সেনা কর্মকর্তা। প্রায় ২২ মাস অনুসন্ধানের পর ২০১৯ সালে মার্কিন বিচার বিভাগ জানায়, নির্বাচনে জিততে ট্রাম্প বা তার কোনও সহযোগীর বিরুদ্ধে রুশ প্রশাসনের সাথে ষড়যন্ত্রমূলক সম্পৃক্ততার প্রমাণ মেলেনি। বিডি প্রতিদিন/কালাম

ইসরায়েল-আমিরাতের সরাসরি ফ্লাইট চলাচল শুরু

Image
  যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পর্ক স্বাভাবিককরণে চুক্তি পর এবার সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের মধ্যে সরাসরি ফ্লাইট চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার দুবাই থেকে তেল আবিবের মধ্যে সরাসরি এ ফ্লাইট চালু করেছে এয়ারলাইন ফ্লাইদুবাই। বৃহস্পতিবার চার ঘণ্টার পথ পাড়ি দিয়ে ফ্লাইদুবাইয়ের উদ্বোধনী ফ্লাইটটি তেল আবিব পৌঁছানোর কথা রয়েছে। দুবাইভিত্তিক বিমানটি দৈনিক দু’বার তেল আবিব রুটে চলাচল করবে। এছাড়া ইসরায়েলি এয়ারলাইন এল আল এবং ইসরেয়ার উভয়ই জানিয়েছে, তারা আগামী মাস থেকেই দুই দেশের মধ্যে বাণিজ্যিক ফ্লাইট চালু করতে পারে। আবু ধাবিকেন্দ্রিক ইতিহাদ এয়ারওয়েজ ঘোষণা দিয়েছে, তারা ২০২১ সালের মার্চে তেল আবিবগামী ফ্লাইট শুরু করবে। গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পর্ক স্বাভাবিককরণে তথাকথিত ঐতিহাসিক চুক্তিতে সই করে ইসরায়েল ও আমিরাত। ইসরায়েলি প্রধানমন্ত্রীর মুখপাত্র অফির জেন্ডেলম্যান এক টুইটবার্তার বলেছেন, ‘ফ্লাইদুবাইয়ের ফ্লাইট বেন-গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সেটির অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু।  বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

ইতালিতে ম্যারাডোনার নামে স্টেডিয়াম

Image
  ইতালির নেপলস শহরের একটি স্থানীয় স্টেডিয়াম আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার নামে নামকরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার এক টুইট বার্তায় নেপলসের মেয়র লুইজি ডি ম্যাজিস্ট্রিস বলেন,‘ সান পাওলো স্টেডিয়ামের নামটি ম্যরাডোনার নামে করা হোক।  টুইটবার্তায় মেয়র বলেন, ‘দিয়াগো আমাদের নাগরিকদের স্বপ্নদ্রস্টা। তিনি তার প্রতিভা দিয়ে নেপলসকে আলোকিত করেছিলেন। আপনি আমাদের খুশি করেছিলেন। নেপলস আপনাকে ভালবাসে।’ নাপোলির মালিক ও সভাপতি অরেলিও দে লরেন্টিয়াস আরএমসি রোডিওকে বলেন, ‘স্টেডিয়ামের নাম হতে পারে সান পাওলো-ম্যারাডোনা।’ নাপোলির সাবেক ফুটবল তারকা ম্যারাডোনার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবরের পর তার সম্মানে বুধবার পুরো স্টেডিয়ামটি আলোকিত করে রাখা হয়। এ সময় শোকাহত ম্যারাডোনা ভক্তরা সমবেত হন স্টেডিয়ামের বাইরে। এই ম্যারাডোনার নেতৃত্বেই ১৯৮৭ ও ১৯৯০ সালে দুটি লীগ শিরোপা জয় করেছিল নাপোলি। যার সুবাদে ছড়িয়ে পড়েছিল অখ্যাত ওই নগরীর নাম।  বিডি-প্রতিদিন/বাজিত হোসেন