ইতালিতে ম্যারাডোনার নামে স্টেডিয়াম

 

ইতালিতে ম্যারাডোনার নামে স্টেডিয়াম

ইতালির নেপলস শহরের একটি স্থানীয় স্টেডিয়াম আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার নামে নামকরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার এক টুইট বার্তায় নেপলসের মেয়র লুইজি ডি ম্যাজিস্ট্রিস বলেন,‘ সান পাওলো স্টেডিয়ামের নামটি ম্যরাডোনার নামে করা হোক। 

টুইটবার্তায় মেয়র বলেন, ‘দিয়াগো আমাদের নাগরিকদের স্বপ্নদ্রস্টা। তিনি তার প্রতিভা দিয়ে নেপলসকে আলোকিত করেছিলেন। আপনি আমাদের খুশি করেছিলেন। নেপলস আপনাকে ভালবাসে।’

নাপোলির মালিক ও সভাপতি অরেলিও দে লরেন্টিয়াস আরএমসি রোডিওকে বলেন, ‘স্টেডিয়ামের নাম হতে পারে সান পাওলো-ম্যারাডোনা।’

নাপোলির সাবেক ফুটবল তারকা ম্যারাডোনার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবরের পর তার সম্মানে বুধবার পুরো স্টেডিয়ামটি আলোকিত করে রাখা হয়। এ সময় শোকাহত ম্যারাডোনা ভক্তরা সমবেত হন স্টেডিয়ামের বাইরে।

এই ম্যারাডোনার নেতৃত্বেই ১৯৮৭ ও ১৯৯০ সালে দুটি লীগ শিরোপা জয় করেছিল নাপোলি। যার সুবাদে ছড়িয়ে পড়েছিল অখ্যাত ওই নগরীর নাম। 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা