Posts

Showing posts from November 28, 2020

বিজ্ঞানী হত্যায় প্রতিশোধের হুমকি ইরানের

Image
  মোহসেন ফাখরিজাদেহ ছবি: রয়টার্স দেশের অন্যতম শীর্ষ পরমাণুবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে হত্যার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইরান। গতকাল শুক্রবার ইরানের রাজধানী তেহরানের কাছে তাঁর গাড়ি লক্ষ্য করে প্রথমে বোমা হামলা চালানো হয়, এরপর গুলি করা হয়। ফাখরিজাদেহ দামাভান্দ এলাকার অ্যাবসার্দের একটি হাসপাতালে মারা যান। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সামরিক উপদেষ্টা হোসেইন দেহাগান বজ্রপাতের মতো অপরাধীদের আঘাত করার প্রতিশ্রুতি দিয়েছেন। পশ্চিমা বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলো মোহসেন ফাখরিজাদেহকে ইরানের গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচির মূল পরিকল্পনাকারী হিসেবে বিবেচনা করে থাকে। এ ছাড়া কূটনীতিকেরা প্রায়ই তাঁকে ‘ইরানের বোমার জনক’ হিসেবে আখ্যা দিয়ে থাকেন। ইরান জোর দিয়ে বলেছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যেই। বিজ্ঞাপন হামলার পর মোহসেন ফাখরিজাদেহর গাড়ি ছবি: এএফপি দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের এই কাজের নিন্দা’ করার আহ্বান জানিয়েছেন। এক টুইট বার্তায় জারিফ বলে...

ম্যাক্রোঁর সমালোচনা; পাকিস্তানের অনুরোধ প্রত্যাখ্যান ফ্রান্সের

Image
  প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সমালোচনা করায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর ক্ষুব্ধ হয়েছে ফ্রান্স। মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশকে কেন্দ্র করে ক্ষুব্ধ ব্যক্তির হাতে সেপ্টেম্বরে প্যারিসে এক স্কুলশিক্ষক নিহতের ঘটনার প্রতিবাদে ম্যাক্রোঁর বিবৃতি ইমরানকে ক্ষুব্ধ করে। ইমরান তখন ‘অমুসলিম দেশে ইসলামভীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ’ হওয়ার ডাক দেন। পাকিস্তানি সংসদ আরও এক ধাপ এগিয়ে প্যারিস থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের প্রস্তাব দেয়। পরে জানা যায়, তিন মাস ধরে ওখানে পাকিস্তানের রাষ্ট্রদূতের পদটি খালি রয়েছে। এর পাল্টা জবাব দিচ্ছে ফ্রান্স। ফ্রান্সের তৈরি মিরেজ জঙ্গিবিমান কিনেছিল পাকিস্তান। ১৫০টি মিরেজ। এগুলোর সংস্কার (আপগ্রেড) প্রয়োজন। সংস্কারের জন্য পাকিস্তান অনুরোধ করলে ফ্রান্স তা প্রত্যাখ্যান করে। ফ্রান্সে তৈরি তিনটি সাবমেরিন আছে পাকিস্তানের। এগুলোর নাম : খালিদ, সাদ ও হামজা। এ সাবমেরিনগুলোর পানির নিচে বেশিক্ষণ থাকার সক্ষমতা বৃদ্ধির পদ্ধতি উন্নত করার জন্য অনুরোধ করা হলে তা নাকচ করে দেয় ফ্রান্স। শুধু তাই নয়। ফ্রান্সের বানানো রাফায়েল জঙ্গিবিমান কিনেছে কাতার। ফ...

সাবেক তালেবান শিক্ষার্থীদের জন্য পাকিস্তানের ‘জিহাদ ইউনিভার্সিটি’ গর্ব

Image
  মওলানা ইউসুফ শাহ আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় থাকতে ওই সরকারের যারা ছড়ি ঘোরাত তাদের বেশ কয়েকজনই ‘দারুল উলুম হাক্কানিয়া’ থেকে পাস করা ছাত্র। পাকিস্তানের পেশোয়ার শহর থেকে ৬০ কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত আকোরা খাটক নামক স্থানে গড়ে ওঠা ধর্মীয় শিক্ষার এই প্রতিষ্ঠানে প্রায় ৪ হাজার ছাত্র। এদের থাকা-খাওয়া-শিক্ষার জন্য কোনো মূল্য দিতে হয় না। বহু পাকিস্তানি ও আফগান শরণার্থী দারুল উলুম হাক্কানিয়া থেকে শিক্ষাজীবন শেষ করে গিয়ে রুশ বা মার্কিন সেনার বিরুদ্ধে তালেবান হয়ে লড়েছে। তাই এই শিক্ষালয় ‘জিহাদ ইউনিভার্সিটি’ হিসেবে পরিচিতি পেয়েছে। ২০ বছর ধরে তালেবান জঙ্গিরা ক্ষমতায় ভাগ বসানোর জন্য লড়ছে। এই যোদ্ধাদের বীরত্বের জন্য জিহাদ ইউনিভার্সিটি গর্বিত। ধর্মীয় রাজনৈতিক দল জমিয়ত উলেমা ইসলাম-সামির মুখপাত্র মওলানা ইউসুফ শাহ বলেন, এই যোদ্ধারা রাশিয়াকে চুরমার করেছে। এরা হাক্কানিয়ার ছাত্র ছিল। এখন এরা পরাশক্তির সঙ্গে লড়ছে, যে শক্তি যুদ্ধাবসানের লক্ষ্যে এদের সঙ্গে শান্তি বৈঠক করছে। আমরা এদের জন্য গর্বিত।   

মুম্বাই হামলা; বিশ্বজুড়ে পাকিস্তানবিরোধী বিক্ষোভ

Image
  ২০০৮ সালের ২৬ নভেম্বর ভারতের মুম্বাইয়ে হামলার সঙ্গে পাকিস্তান জড়িত থাকার অভিযোগে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্র সমর্থিত সন্ত্রাসবাদ বন্ধের জন্যও পাকিস্তানের প্রতি আহ্বান জানানো হয়। ২০০৮ সালে জঘন্য হামলার শিকারদের ন্যায়বিচার পাওয়ার দাবি জানিয়ে বেলজিয়াম ও মিসরে বেশ কিছু ব্যানার ছড়িয়ে দেওয়া হয়েছে। সেসব ব্যানারের একটিতে লেখা ছিল-জঙ্গিবাদকে না বলুন। এদিকে, মালয়েশিয়ায় পাকিস্তান দূতাবাসের বাইরে লোকজন বিক্ষোভ প্রদর্শন করে ভুক্তভোগীদের ন্যায়বিচারের দাবি জানায় এবং জঙ্গিবাদ শেষ করারও আহ্বান জানানো হয়। মুম্বাই হামলায় প্রাণ হারানো লোকদের শ্রদ্ধা জানাতে বালুর ভাস্কর্য তৈরি করা হয় দক্ষিণ আফ্রিকার ডার্বানে। তাতে লেখা ছিল, ২৬/১১ ভুক্তভোগীদের সম্মানে...জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্য। মুম্বাইয়ে হামলার ঘটনায় পাকিস্তানের ভূমিকার বিরুদ্ধে নেপালে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসে প্রতিবাদ জানিয়েছে। ২৬ নভেম্বর ২০০৮ সালে মুম্বাইয়ে হামলা এবং ২০০৪ সালে ঢাকায় গ্রেনেড হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গত বৃহস্পতিবার বাংলাদেশে সন্ত্রাসবিরোধী একটি সংগঠন মানববন্ধন করে...