ম্যাক্রোঁর সমালোচনা; পাকিস্তানের অনুরোধ প্রত্যাখ্যান ফ্রান্সের

 

ম্যাক্রোঁর সমালোচনা; পাকিস্তানের অনুরোধ প্রত্যাখ্যান ফ্রান্সের

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সমালোচনা করায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর ক্ষুব্ধ হয়েছে ফ্রান্স। মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশকে কেন্দ্র করে ক্ষুব্ধ ব্যক্তির হাতে সেপ্টেম্বরে প্যারিসে এক স্কুলশিক্ষক নিহতের ঘটনার প্রতিবাদে ম্যাক্রোঁর বিবৃতি ইমরানকে ক্ষুব্ধ করে।

ইমরান তখন ‘অমুসলিম দেশে ইসলামভীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ’ হওয়ার ডাক দেন। পাকিস্তানি সংসদ আরও এক ধাপ এগিয়ে প্যারিস থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের প্রস্তাব দেয়। পরে জানা যায়, তিন মাস ধরে ওখানে পাকিস্তানের রাষ্ট্রদূতের পদটি খালি রয়েছে।

এর পাল্টা জবাব দিচ্ছে ফ্রান্স। ফ্রান্সের তৈরি মিরেজ জঙ্গিবিমান কিনেছিল পাকিস্তান। ১৫০টি মিরেজ। এগুলোর সংস্কার (আপগ্রেড) প্রয়োজন। সংস্কারের জন্য পাকিস্তান অনুরোধ করলে ফ্রান্স তা প্রত্যাখ্যান করে।

ফ্রান্সে তৈরি তিনটি সাবমেরিন আছে পাকিস্তানের। এগুলোর নাম : খালিদ, সাদ ও হামজা। এ সাবমেরিনগুলোর পানির নিচে বেশিক্ষণ থাকার সক্ষমতা বৃদ্ধির পদ্ধতি উন্নত করার জন্য অনুরোধ করা হলে তা নাকচ করে দেয় ফ্রান্স। শুধু তাই নয়। ফ্রান্সের বানানো রাফায়েল জঙ্গিবিমান কিনেছে কাতার। ফ্রান্স কাতারকে বলেছে, রাফায়েল দেখভাল করার জন্য পাকিস্তানি কোনো টেকনিশিয়ানকে নিয়োগ দেওয়া যাবে না। কারণ ওই টেকনিশিয়ান পাকিস্তানে তথ্য পাচার করতে পারে।

 Logo of Bangladesh Pratidin

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা