Posts

Showing posts from December 28, 2019

কর্ণফুলী টানেলের কাজে দ্রুতগতি

Image
প্রত্যাশাকে ছাড়িয়ে চলছে চট্টগ্রামের অন্যতম মেগা প্রকল্প বঙ্গবন্ধু টানেলের (কর্ণফুলী টানেল) কাজের গতি। এরই মধ্যে প্রকল্পের মোট কাজের প্রায় ৫৫ শতাংশ অগ্রগতি হয়েছে। প্রকল্প সংশ্লিষ্টদের দাবি, নির্ধারিত সময়ের আগে শেষ হবে টানেলের নির্মাণ কাজ। তাই নির্ধারিত সময়ের আগেই ‘ওয়ান সিটি টু টাউন’ যুগে প্রবেশ করছে চট্টগ্রাম তথা বাংলাদেশ। টানেলের প্রকল্প পরিচালক প্রকৌশলী হারুনুর রশিদ চৌধুুরী বলেন, ‘টানেল নির্মাণের কাজ দ্রুত গতিতে চলছে। কাজের সার্বিক অগ্রগতি নিয়ে আমরা সন্তুষ্ট। এ পর্যন্ত প্রকল্পের প্রায় ৫৫ শতাংশ কাজ শেষ হয়েছে। আশা করছি, নির্ধারিত সময়ের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিসিসিসি) কাজ শেষ করতে পারবে।’ জানা যায়, চট্টগ্রামের অন্যতম মেগা প্রকল্প কর্ণফুলী টানেলের কাজ প্রত্যাশিত সময়ের চেয়ে দ্রুততায় চলছে। নদীর তলদেশে বিরামহীন চলছে দুই টিউব বসানোর কাজ। এরই মধ্যে নদীর তলদেশে ১২২০ মিটার খনন করা হয়েছে। বসানো হয়েছে ৬১০টি রিং। পূর্ব প্রান্তে ওয়ার্কিং শাফট এবং কার্ট অ্যান্ড কভার, রোটারি জেট গ্রাউটিং এবং ডায়াফ্রাম ওয়ালের কাজ সম্পন্ন হয়েছ...

মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে জাপান

Image
গোয়েন্দা কার্যক্রমের জন্য মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধজাহাজ ও দুটি পি৩সি নামের টহল উড়োজাহাজ পাঠাবে জাপান। ছবি: রয়টার্স মধ্যপ্রাচ্যে বিতর্কিত আন্তর্জাতিক জলসীমায় নিরাপত্তা দিতে একটি যুদ্ধজাহাজ ও দুটি টহল উড়োজাহাজ পাঠাচ্ছে জাপান। তবে ওই অঞ্চলে পরিচালিত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক নৌ জোটে অংশ নেবে না টোকিও। গতকাল শুক্রবার জাপান সরকার এ তথ্য জানিয়েছে। চলতি বছরের প্রথম দিকে উপসাগরে জাপানি ট্যাংকারসহ বেশ কয়েকটি পণ্যবাহী ট্যাংকার এবং সৌদি আরবের তেলের স্থাপনায় হামলার পর জাপান সরকার এ পদক্ষেপ নিল। উপসাগরে একের পর এক হামলার ঘটনায় ইরানকে দায়ী করে যুক্তরাষ্ট্র, পশ্চিমা বিশ্বের অন্যান্য দেশ ও সৌদি আরব। তবে তেহরান ওই অভিযোগ অস্বীকার করে আসছে। টোকিওতে গতকাল সাংবাদিকদের জাপান সরকারের শীর্ষ মুখপাত্র চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা বলেন, গোয়েন্দা কার্যক্রমের জন্য ওই অঞ্চলে (মধ্যপ্রাচ্যে) একটি যুদ্ধজাহাজ ও দুটি পি৩সি নামের টহল উড়োজাহাজ পাঠাবে জাপান। জাপান সরকার নিজেদের চাহিদার ৯০ শতাংশ অপরিশোধিত তেল মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে। তাই তেলবাহী ট্যাংকারগুলোর নিরাপত্তা দিতে সামরি...

শেখ হাসিনার উন্নয়নের ম্যাজিক দেশপ্রেম: দীপু মনি

Image
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি: ইত্তেফাক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এখন আর আমরা স্বল্পোন্নত দেশ নই, আমরা এখন উন্নয়নশীল দেশ। বঙ্গবন্ধু কন্যা আমাদের যে স্বপ্ন দেখিয়েছেন, ২০৪১ সালে আমরা উন্নত ও সমৃদ্ধশীল বাংলাদেশ হবো, সেটি আমরা নিশ্চয়ই হতে পারবো। আজকে সারা বিশ্ব বাংলাদেশের উন্নয়ন বিস্ময়ের সঙ্গে দেখছে এবং প্রধানমন্ত্রীকে তারা বলছে আপনার এই উন্নয়নের ম্যাজিক কি? আমি বিশ্বাস করি উন্নয়নের ম্যাজিক তার দেশপ্রেম। দেশের মানুষের প্রতি তার অকুণ্ঠ ভালোবাসা এবং তার পিতার মতো তিনিও দেশ ও দেশের মানুষর প্রতি নিজেকে উৎসর্গ করে দিয়েছেন উন্নয়নের জন্য। শনিবার দুপুরে চাঁদপুর শহরের বাবুরহাট স্কুল ও কলেজের ১২০ বছরপূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্র পুনর্মিলন দু’দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, আমরা কোন টেবিলে বসে সমঝোতা করে এই দেশের স্বাধীনতা পাইনি। অনেক যুদ্ধ সংগ্রাম করে রক্ত দিয়ে কেনা আমাদের এই স্বাধীনতা। সেই স্বাধীনতাকে অর্থবহ করার জন্য প্রধানমন্ত্রী তার পিতার মতো নিরলস পরিশ্রম করে চলেছেন। তিনি আরও বলেন, আমাদের চতুর্থ শিল্প বিপ...

আলাস্কার তাপমাত্রা মাইনাস ৬৫ ডিগ্রি!

Image
আলাস্কার বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য আলাস্কায় গত ১০ দিন ধরে তাপমাত্রা ০ এর উপরে উঠেনি। তাপমাত্রা নামতে নামতে প্রায়ই রেকর্ড হচ্ছে আলাস্কায়। শীতে তাপমাত্রায় মঙ্গলগ্রহের তাপমাত্রাকে পাল্লা দিচ্ছে আলাস্কা। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য আলাস্কায় স্থানীয় সময় শুক্রবার তাপমাত্রা মাইনাস ৬৫ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। এছাড়া সেখানকার তাপমাত্রা আরও কমতে পারে বলেও জানা গেছে। ওয়াশিংটন পোস্ট আজ শনিবার এ তথ্য জানিয়েছে। আলাস্কার ফেয়ারব্যাংক শহরের জাতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, ২০১২ সালের পর এ তাপমাত্রা সর্বনিম্ন।  বিডি প্রতিদিন/ফারজানা

ট্রাম্প ও পুতিনের জীবন সংকটে, দাবি রহস্যময়ী বাবা ভাঙ্গার

Image
বুলগেরিয়ার অন্ধ নারী বাবা ভাঙ্গা এমন অনেক ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, যা আমাদের ভবিষ্যত্‍ বুঝতে সাহায্য করতে পারে। আমেরিকায় ৯/১১ হামলার কথা তার ১২ বছর আগেই বলেছিলেন বাবা ভাঙ্গা। ১৯৮৯ সালে তিনি তার ভক্তদের কাছে বলেন যে আমেরিকার ভাইরা স্টিলের পাখির আক্রমণে আকাশ থেকে পড়ে মরে যাবে। সেই বাবা ভাঙ্গাই অনেক কিছু বলে গিয়েছেন ২০২০ সম্পর্কেও। বাবা ভাঙ্গা বলেছেন, ২০২০-তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরর জন্য বড় বিপদ অপেক্ষা করে আছে। বাবা ভাঙ্গার ভবিষ্যত্‍বাণী অনুযায়ী, অজানা অসুখে আক্রান্ত হয়ে ২০২০-তে ব্রেন টিউমার হতে পারে ট্রাম্পের। বধিরও হয়ে যেতে পারেন তিনি। ২০২০-তে নিজের অফিসের কারো কারণে আত্মঘাতী হামলার শিকার হতে পারেন পুতিন। তবে এতে তার মৃত্যু হবে কি না তা বলেননি তিনি। তিনি আরও বলেছেন, আগামী বছরে রাসায়নিক যুদ্ধের কারণে ধ্বংস হয়ে যেতে পারে ইউরোপ। প্রচলিত আছে যে একবার ধুলোর ঝড়ের মধ্যে পড়েন বাবা ভাঙ্গা। ঝড় তাকে আকাশে তুলে মাটিতে আছড়ে ফেলে। চোখে অতিরিক্ত ধুলো ঢুকে দৃষ্টিশক্তি হারান তিনি। আর এরপর থেকেই ভবিষ্যৎত্‍ দর্শনের অদ্ভ‌ুত ক্...

মিয়ানমারে রেলপথের আড়ালে চীনের সামরিক বলয়, উদ্বিগ্ন ভারত

Image
বাণিজ্যের মোড়কে ‘চীন মিয়ানমার ইকোনমিক করিডর’ (সিএমইসি) আসলে সামরিক বলয়। এই কথা ভারতের অজানা নয়। ফলে ‘চীন পাকিস্তান ইকোনোমিক করিডর’ (সিপিইসি) নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি। সেই উদ্বেগ আরও বাড়িয়ে এবার মায়ানমারের সঙ্গে রেল সংযোগ তৈরি করছে চীন। ‘চীন মিয়ানমার ইকোনমিক করিডর’ (সিএমইসি) প্রকল্পের আওতায় রেলপথ নির্মাণ করতে চলেছে বেইজিং। যার আড়ালে চীন তাদের সামরিক শক্তিকে আরও মজবুত করবে। খবর সংবাদ প্রতিদিনের। জানা গেছে, চীনের ইউনান প্রদেশের কুনমিং শহর থেকে মিয়ানমারের দু’টি বন্দরে রেল সংযোগ গড়ার প্রকল্প নিয়েছে বেইজিং। এই রেলপথ রাখাইন প্রদেশের সিতোই বন্দরের পাশ দিয়ে যাবে। ২০১৬ সালে বঙ্গোপসাগরের উপর এই বন্দরটি তৈরি করেছিল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘অ্যাক্ট ইস্ট’ নীতির অন্তর্গত মিয়ানমারে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ এই বন্দরটি নির্মাণ করে ভারত। জানা গেছে, ইতিমধ্যেই ওই এলাকায় সমীক্ষা করতে শুরু করেছে চীন। ভারতীয় গণমাধ্যম বলছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের আশঙ্কা, রেল প্রকল্পের মাধ্যমে রাখাইন প্রদেশে ভারতীয় পরিকাঠামোর উপর নজর রাখাই বেজিংয়ের উদ্দেশ্য। শুধু নয়, ভবিষ্যতে মিয়া...

জার্মানদের কাছে সবচেয়ে ভয়ঙ্কর নেতা ট্রাম্প!

Image
ফাইল ছবি যুক্তরাষ্ট্র জার্মানির অন্যতম ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু দেশটির নাগরিকেদের কাছে মার্কিন প্রেসিডেন্ট খুবই অপছন্দের ও ভয়ঙ্কর। এক জরিপে জার্মানির সাধারণ নাগরিকদের প্রশ্ন করা হয়েছিল, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ‍ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কাকে আপনার বেশি ভয়ঙ্কর মনে হয়?  ওই জরিপে সর্বোচ্চ ৪১ ভাগ ভোট পড়েছে ট্রাম্পের নামের পাশে। দ্বিতীয়তে আছেন কিম জং উন (১৭ শতাংশ)। এরপর পুতিন ও খামেনেই সমান আট শতাংশ করে। সবার শেষে রয়েছে চীনা প্রেসিডেন্ট, সাত ভাগ। জরিপটি করেছে জার্মান সংবাদ সংস্থা ডয়চে প্রেসে-আগেনট্যুর বা ডিপিএ। দুই হাজারেরও বেশি জার্মান নাগরিক এতে অংশ নেন। গত বছর জুলাইতে একইরকম আরেকটি জরিপ করেছিল যুক্তরাজ্যভিত্তিক জরিপ সংস্থা ‘ইউগভ পোল'। সেখানেও দেখা গেছে, জরিপে অংশ নেয়া ৪৮ শতাংশ জার্মান মনে করেন কিম ও পুতিনের চেয়ে ট্রাম্প বেশি ভয়ঙ্কর। ওই জরিপে অবশ্য ইরান ও চীনের নেতাদের অন্তর্ভূক্ত করা হয়নি। আরেক সালতামামি জরিপে দেখা গেছে, জার...

ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে ভূমিকম্প

Image
ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রর ৪৫ কিলোমিটার পূর্বে ৫.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে, রিপোর্ট লেখা পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। শুক্রবার স্থানীয় সময় ভোর ৫টায় এ ভূমিকম্প হয়। খবর সিএনএন ও দ্য গার্ডিয়ানের। খবরে বলা হয়, মার্কিন ভূতত্ত্ব জরিপের তথ্য মতে- ইরানের বুশেহর প্রদেশে অবস্থিত দেশটির একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৪৫ কিলোমিটার পূর্বে এ ভূমিকম্প আঘাত হানে। বিডি প্রতিদিন/কালাম

বিশ্বশান্তির জন্য সবচেয়ে বড়ো হুমকি ট্রাম্প

Image
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব শান্তির জন্য সবচেয়ে বড়ো হুমকি বলে মনে করেন জার্মানরা। এরপরে হুমকির তালিকায় আছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ব্রিটেন ভিত্তিক জরিপ সংস্থা ইউগভের জরিপে এই তথ্য পাওয়া গেছে। খবর নিউজউইকের। জার্মানির বার্তা সংস্থা ডিপিএর অর্থায়নে পরিচালিত জরিপে দেখা গেছে, ৪১ ভাগ জার্মান মনে করেন, বিশ্বের পাঁচ জন গুরুত্বপূর্ণ নেতার মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পই শান্তির জন্য বেশি ঝুঁকিপূর্ণ। ১৭ ভাগ জার্মান কিমকে, ৮ ভাগ পুতিন ও খামেনি এবং ৭ ভাগ মনে করেন শি জিনপিংই সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। গত ১৬ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ২ হাজার ২৪ জনের ওপর এই জরিপ পরিচালনা করা হয়। গত বছর কানতার ইনস্টিটিউটের বার্ষিক জরিপে দেখা গেছে, জার্মানদের কাছে অন্যান্য ইউরোপীয় নেতাদের তুলনায় অ্যাঙ্গেলা মার্কেলের জনপ্রিয়তা কমে গেছে। ৫৭ ভাগ জার্মান আস্থা রাখেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁর ব্যাপারে। ঐ সময়ও ট্র...

মৃত্যুদণ্ডের বিরুদ্ধে পারভেজ মোশাররফের আবেদন

Image
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। ছবি: সংগৃহীত মৃত্যুদণ্ডের বিরুদ্ধে লাহোর হাইকোর্টে পিটিশিন দায়ের করেছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। গতকাল এই পিটিশন দায়ের করা হয়। এতে বিচারপতি ওয়াকার শেঠের পর্যবেক্ষণের নিন্দা জানানো হয়। গত ১৭ ডিসেম্বর লাহোর হাইকোর্ট রাষ্ট্রদ্রোহের অভিযোগে পারভেজ মোশাররফকে মৃত্যুদণ্ড দেওয়ার রায় দেয়। এই সময় বিচারপতি ওয়াকার মৃত্যুদণ্ড কার্যকরের আগে মোশাররফ মৃত্যুবরণ করলে পার্লামেন্টের সামনে মৃতদেহ ঝুলিয়ে রাখার নির্দেশ দেন। মোশাররফ দুবাইয়ে স্বেচ্ছা নির্বাসনে আছেন। আল জাজিরা। ইত্তেফাক/এসআর

‘সিরিয়ায় দুই সপ্তাহেই বাড়ি-ঘর ছেড়েছে দুই লাখের বেশি বাসিন্দা’

Image
ছবি: সংগৃহীত। জাতিসংঘ জানিয়েছে, সিরিয়ায় গত দুই সপ্তাহেই দুই লাখ ৩৫ হাজার বাসিন্দা বাড়ি-ঘর ছেড়েছে। ইদলিব প্রদেশের উত্তর-পশ্চিম সিরিয়া থেকে এসব বাসিন্দা পালিয়ে গেছে। সেখানে হামলা ও সংঘাত বাড়ায় বাসিন্দারা পালিয়ে যাচ্ছে বলে সংস্থাটি জানায়। ৩০ লাখ মানুষের ইদলিব প্রদেশে রাশিয়ার সহযোগিতায় সিরিয়ার সেনাবাহিনী হামলা অব্যাহত রেখেছে। ১২ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে পালিয়ে গেছে। বৃহস্পতিবার জাতিসংঘ এই সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করে। -সিএনএন ইত্তেফাক/এসআর

আন্তর্জাতিক মানের সেবা পাবে বছরে ২ কোটি যাত্রী

Image
ছবি: সংগৃহীত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হচ্ছে বড়ো কর্মযজ্ঞ। এখানে নির্মাণ করা হবে তৃতীয় টার্মিনাল। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সুপরিসর ও অত্যাধুনিক সুবিধাসংবলিত এই টার্মিনাল নির্মাণে ব্যয় ধরা হয়েছে সাড়ে ২১ হাজার ৩০০ কোটি টাকা। এর মধ্যে জাপানি সাহায্য সংস্থা জাইকা প্রকল্প সহায়তা হিসাবে ১১ হাজার ২১৪ কোটি টাকা দেবে। বাকি অর্থ সংস্থান করবে বাংলাদেশ সরকার। এরই মধ্যে প্রকল্পের দরপত্র আহ্বান, ভূমি অধিগ্রহণসহ আনুষঙ্গিক কাজ সম্পন্ন হয়েছে। আগামী ৪৮ মাসের মধ্যে এর নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে। তৃতীয় টার্মিনাল নির্মাণ হলে বছরে ২০ মিলিয়ন যাত্রীকে আন্তর্জাতিক মানের সেবা দেওয়া সম্ভব হবে। প্রকল্পের রূপরেখা অনুযাযী, এই টার্মিনাল হবে পুরোপুরি স্বয়ংক্রিয়। এখানে সরকারের সংশ্লিষ্ট সব সংস্থার কর্মকর্তা-কর্মচারী প্রবেশের সুযোগ পাবে। উন্নত হবে গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবস্থা। উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ৪১ হাজার ২০০ বর্গমিটার নতুন কার্গো কমপ্লেক্স, ৫ হাজার ৯০০ বর্গমিটার ভিভিআইপি কমপ্লেক্স, ১ হাজার ৮৪০ বর...

যেখানে দুধ বিক্রি মহাপাপ!

Image
প্রতীকী ছবি দুধ খুবই পুষ্টিকর খাবার হিসেবে পরিচিত। শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে দুধ পানের গুরুত্ব অপরিসীম। তবে শুধু শিশু-কিশোর নয়, সকল বয়সের মানুষের জন্যই দুধ পানের গুরুত্ব রয়েছে। এছাড়া, দুধকে পবিত্র মনে করা হয় এবং বিভিন্ন উৎসব পালনেও এর ব্যবহার রয়েছে। কিন্তু জেনে অবাক হবেন, বিশ্বে এমন একটি জায়গা রয়েছে যেখানে দুধ বিক্রি করা মহাপাপ। সেটি হচ্ছে ভারতের আগ্রার তাজমহল থেকে দুই কিলোমিটার দূরে কুয়া খেদা গ্রাম। এই গ্রামে দুধ বিক্রি করাকে মহাপাপ হিসেবে গণ্য করা হয় এবং আদিকাল থেকে এই অদ্ভুত নিয়ম অনুসরণ করে আসছেন গ্রামের বাসিন্দারা। গ্রামটির বেশিরভাগ অধিবাসী গবাদি পশুপালনে জড়িত। কিন্তু বিস্ময়কর ব্যাপার হচ্ছে, কুয়া খেদা গ্রামের বাসিন্দাদের দুধ বিক্রি করার অনুমতি নেই। গ্রামটির বাসিন্দারা দুধ বিক্রি বা ক্রয় করেন না। তাদের মতে, বহু বছর ধরে চলে আসা এই নিয়ম ভাঙলে পাপ হবে। প্রচলিত রয়েছে যে, গ্রামের কোনো বাসিন্দা যদি দুধ বিক্রি করার চেষ্টা করেন তাহলে তার পরিবারের সদস্যরা অনাকাঙ্ক্ষিত সমস্যার মুখোমুখি হবেন এবং মারাত্মক বিপদেও পড়তে পারেন। তারা কারো প্রয়োজনে কেবল দুধ দান ...

সিক্রেট সান্তা' হলেন বিল গেটস, তরুণীকে অকল্পনীয় উপহার !

Image
খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনে সান্তাক্লোজ চুপিচুপি এসে মাথার কাছে উপহার রেখে যাবে- এটা প্রাচীন ধারণা হলেও সান্তাক্লোজের ওই উপহারের জন্য এখনো সকলে অপেক্ষায় থাকেন। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটের বাসিন্দা শেলবি ‘রেডিট' সংস্থার পক্ষ আয়োজিত একটি অনলাইন ক্রিসমাস গিফট আদানপ্রদান কর্মকাণ্ডে সামিল হয়েছিলেন। ক্রমে তিনি আবিষ্কার করলেন তার ‘সিক্রেট সান্তা' বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ধনকুবের বিল গেটস! ২০১৩ সাল থেকে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস যোগ দিচ্ছেন এই ‘রেডিট গিফট এক্সচেঞ্জে'। ‘সিএনএন' -কে শেলবি জানান, ‘‘এটা সবারই জানা বিল গেটস বহু বছর ধরেই এতে অংশ নিচ্ছেন। কিন্তু আমি কখনও ভাবিনি উনিই আমার সিক্রেট সান্তা হবেন।'' তিনি বলেন, ‘‘এটা সত্যিই অভাবনীয়।'' শেলবি জানিয়েছেন, তিনি বিল গেটসের থেকে ৩৬ কেজির উপহার পেয়েছেন। সেখানে অনেক কিছুর সঙ্গে রয়েছে ‘দ্য গ্রেট গ্যাটসবি'-র এক সুন্দর পাণ্ডুলিপি, একটি হ্যামক, চকোলেট, হ্যারি পটারের সান্টা টুপি। এছাড়াও রয়েছে তাঁর বিড়ালের জন্য উপহারও। এই উপহার ছাড়াও বিল গেটস ...

সৌদি আরবে ১৮ বছরের আগে বিয়ে নিষিদ্ধ

Image
সৌদি আরবের আইন মন্ত্রণালয় দেশটিতে ১৮ বছর বয়সের আগে বিয়ে নিষিদ্ধ ঘোষণা করেছে। সেই সঙ্গে দেশটিতে নারী ও পুরুষ উভয়ের জন্যেই বিয়ের সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর করে দেওয়া হয়েছে। খবর আরব নিউজের।  আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার সৌদি আরবের আইনমন্ত্রী ও সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের চেয়ারম্যান শেখ ওয়ালিদ আল সামানি এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন।  বাল্যবিয়ে সৌদি আরবে খুব সাধারণ একটি ঘটনা। দেশটিতে প্রতি সাত জনের মধ্যে একজন মেয়ের ১৮ বছরের কম বয়সে বিয়ে হয়ে থাকে। সম্প্রতি এ চিত্র পরিবর্তনের উদ্যোগ নিয়েছে দেশটির আইন মন্ত্রণালয়। এর অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  চলতি বছরের জানুয়ারিতে ১৫ বছরের কম বয়সী মেয়েদের বিয়ে নিষিদ্ধ করে সৌদি আরব। এবার বিয়ের সর্বনিম্ন বয়সসীমা ১৮ করার মাধ্যমে ১৮ বছরের কম বয়সে বিয়ে নিষিদ্ধ করা হল। নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই এ আইন প্রযোজ্য। আইন না মানলে শাস্তির বিধানও রাখা হয়েছে। তবে এই আইনের একটি ছিদ্র রয়েছে। কেউ যদি ১৮ বছরের আগেই বিয়ে করতে চায় তাহলে তাদেরকে একটি বিশেষ আদালতে পাঠানো হবে। সেই আদালত নানা বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে তাদের ...

মাইনাস ৩১.৫ ডিগ্রি তাপমাত্রা লাদাখে !

Image
মাইনাস ৩১ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ভারতের লাদাখে। যা ওই অঞ্চলে এ মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা। অন্যদিকে ১১৮ বছরের রেকর্ড ভেঙেছে দিল্লি। শুক্রবার দিল্লির তাপমাত্র ছিল ১১৮ বছরের মধ্যে সর্বনিম্ন। খবর এবিপি আনন্দের। দেশটির আবহাওয়া বিভাগ থেকে জানানো হয়, মাইনাস তাপমাত্রায় পৃথিবীর সবচেয়ে শীতল এবং শুষ্ক মহাদেশ অ্যান্টার্কটিকাকেও ছাড়িয়েছে ভারতের কারগিল-লাদাখ। যেখানে অ্যান্টার্কটিকায় সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াস, সেখানে লাদাখের তাপমাত্র মাইনাস ৩১ দশমিক ৫ ডিগ্রি। কারগিলের তাপমাত্রা মাইনাস ২৭ ডিগ্রি।  বিডি  প্রতিদিন/ এ  মজুমদার