মৃত্যুদণ্ডের বিরুদ্ধে পারভেজ মোশাররফের আবেদন

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। ছবি: সংগৃহীত
মৃত্যুদণ্ডের বিরুদ্ধে লাহোর হাইকোর্টে পিটিশিন দায়ের করেছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। গতকাল এই পিটিশন দায়ের করা হয়। এতে বিচারপতি ওয়াকার শেঠের পর্যবেক্ষণের নিন্দা জানানো হয়।
গত ১৭ ডিসেম্বর লাহোর হাইকোর্ট রাষ্ট্রদ্রোহের অভিযোগে পারভেজ মোশাররফকে মৃত্যুদণ্ড দেওয়ার রায় দেয়। এই সময় বিচারপতি ওয়াকার মৃত্যুদণ্ড কার্যকরের আগে মোশাররফ মৃত্যুবরণ করলে পার্লামেন্টের সামনে মৃতদেহ ঝুলিয়ে রাখার নির্দেশ দেন। মোশাররফ দুবাইয়ে স্বেচ্ছা নির্বাসনে আছেন। আল জাজিরা।
ইত্তেফাক/এসআর
Comments