Posts

Showing posts from February 11, 2020

অবশেষে জনসমক্ষে শি

Image
ছবি: সংগৃহীত চীনব্যাপী করোনাভাইরাস ছড়ানোর পর থেকে জনসমক্ষে আসেননি দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। অবশেষে গতকাল সোমবার বেইজিংয়ের একটি প্রথম সারির হাসপাতাল পরিদর্শনকালে তাকে দেখা গেল। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানায়, বেইজিংয়ের দিতান হাসপাতাল পরিদর্শনে এসে প্রেসিডেন্ট শি বলেন, ভাইরাসের উৎপত্তিস্থল ‘এখনো ভয়াবহ প্রাণঘাতী’। এসময় তিনি এর প্রতিরোধমূলক ব্যবস্থা আরো কার্যকরের আহ্বান জানান। এছাড়া শি হাসপাতাল পরিদর্শনকালে চিকিৎসকদেরকে নীল মাস্ক এবং সাদা সার্জিকাল গাউন দেন। তিনি রোগীদের চিকিৎসা পরিস্থিতি ঘুরে দেখেন এবং উহানে ভিডিও লিংকের মাধ্যমে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এসময় নিজের শরীরের তাপমাত্রাও মেপে দেখেন শি । ভিডিও ফুটেজে দেখা যায়, আধুনিক দ্রুত তাপমাপনযন্ত্র ইনফ্রারেড থার্মোমিটারের মাধ্যমে শি তার শরীরের তাপমাত্রা মেপে দেখছেন শি এবং পরবর্তীতে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে ওয়েভে কথা বলছেন এবং এপার্টমেন্টের জানালার ধারে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর প্রতি হাত নাড়ছেন। প্রেসিডেন্ট শি প্রধানমন্ত্রী লী কেকিয়াংকে এই মহামারীর মোকাবিলায় গঠিত দলের নেতৃত্বের দায়িত্ব দিয়েছেন। লী কে...

মোদির সঙ্গে দেখা করতে এ মাসেই ভারতে আসছেন ট্রাম্প

Image
ফাইল ছবি চলতি মাসেই ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্টের সফর নিয়ে গত মাস থেকেই জল্পনা ছিল। ইমপিচমেন্ট প্রক্রিয়া শেষ হওয়ায় এবার আর তাতে কোনও বাধা রইল না। এদিন একটি টুইট করে হোয়াইট হাউস জানায়, “ফেব্রুয়ারির ২৪-২৫ তারিখ ভারত সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এই সফরে দু’দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও মজবুত হবে। ভারত ও আমেরিকার মানুষের মধ্যে যে সুসম্পর্ক রয়েছে তা আরও মজবুত হবে।”  গত জানুয়ারি মাসের ১৬ তারিখ ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছিল যে, মার্কিন প্রেসিডেন্টের ভারত সফর নিয়ে দু’দেশের মধ্যে আলোচনা চলছে। তবে মার্কিন কংগ্রেসে ইমপিচমেন্ট প্রক্রিয়া চলায় ট্রাম্পের সফর ঘিরে খানিকটা অনিশ্চয়তা দেখা দিয়েছিল।  গত বছর হিউসটনে ‘হাউডি মোদি’ অনুষ্ঠান চলাকালীন ট্রাম্পকে সপরিবারে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন মোদি।  এছাড়াও জানা গিয়েছিল, গত মাসের ৭ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা হয় প্রেসিডেন্ট ট্রাম্পের। সেই সময় ...

নতুন মিসাইলে শক্তি প্রদর্শন করলেও স্যাটেলাইট পরীক্ষায় ব্যর্থ ইরান

Image
স্যাটেলাইট উৎক্ষেপণ (সংগৃহীত ছবি) নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে ইরান। পাশাপাশি, কয়েক ঘণ্টার ব্যবধানেই রবিবার পরীক্ষামূলকভাবে একটি স্যাটেলাইটও মহাকাশে পাঠিয়েছে দেশটি।  ইরানের সংবাদমাধ্যম সূত্রে খবর, ক্ষেপণাস্ত্রটি পরীক্ষায় সফল হলেও কক্ষপথে পৌঁছাতে পারেনি ইরানের কৃত্রিম উপগ্রহটি। স্থানীয় সময় রবিবার সন্ধ্যা ৭.১৫ দিকে সেমনন প্রদেশের ইমাম খোমেইনি স্পেসপোর্ট থেকে ‘সিমোরগ’ রকেটে চেপে মহাকাশের উদ্দেশে পাড়ি দেয় ইরানের কমিউনিকেশন স্যাটেলাইট ‘জাফর ১’। তবে পর্যাপ্ত গতিবেগ হাসিল করতে ব্যর্থ হওয়ায় নির্দিষ্ট কক্ষপথে পৌঁছাতে পারেনি কৃত্রিম উপগ্রহটি।  ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাকাশ গবেষণা শাখার মুখপাত্র আহমেদ হোসেইনি জানান, রকেটের স্টেজ-১ ও ২ সঠিকভাবেই কাজ করে এবং স্যাটেলাইটটিও সময় মতো রকেট থেকে বিচ্ছিন্ন হয়। তবে কক্ষপথে পৌঁছানোর মতো গতি না মেলায় সেটি নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারেনি।  এদিকে, একইদিনে ‘রাদ-৫০০’ নামের একটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক মিসাইল সফলভাবে উৎক্ষেপণ করে ইরান। প্রায় ৫০০ কিলোমিটার পর্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র।...

বাগদাদে বিরল তুষারপাত

Image
সংগৃহীত ছবি ইরাকের রাজধানী বাগদাদে আজ মঙ্গলবার বিরল তুষারপাত হয়েছে। গত এক শতাব্দীর মধ্যে বাগদাদে ২০০৮ সালে একবার এমন তুষারপাত হয়েছিল। কিন্তু তা ছিল খুবই দ্রুত ও সামান্য।  ইরাকে বৃদ্ধ ও যুবারা বলেছেন, বাগদাদে তারা এই প্রথম এমন তুষারপাত দেখছেন। তুষারপাতে উৎফুল্ল বাগদাদবাসী। তাদের কাউকে বরফ দিয়ে বল বানিয়ে ছুঁড়তে কিংবা আবার কাউকে ছবি তুলতে দেখা গেছে। ইরাকের আবহাওয়া কেন্দ্রের মিডিয়া প্রধান আমির আল জাবেরি বলেছেন, তুষারপাত সম্ভবত বুধবার পর্যন্ত চলতে পারে। বাগদাদবাসী ঠাণ্ডা আবহাওয়ার চেয়ে গরমেই বেশি অভ্যস্ত। বিডি প্রতিদিন/এনায়েত করিম

বিশ্ব জুড়ে বিশ্বজয়ের সুবাস

Image
[ছবি: সংগৃহীত] ২০০২ সালের ঘটনা। সেবার অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে টানা ১১ ম্যাচ অপরাজিত ছিল ভারত। আবার এই ২০২০ সালে এসেও টানা ১১ ম্যাচ অপরাজিত ছিল ভারত। দুবারই তাদের এই জয়রথ থামিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে দুবারের মধ্যে পার্থক্য বিশাল। কারণ এবার এই জয় দিয়েই প্রথমবারের মতো বিশ্বকাপের ট্রফি হাতে তুলেছেন একজন বাংলাদেশি অধিনায়ক। অনন্য এই অর্জনের পর বাংলাদেশের বন্দনা চলছে বিশ্ব জুড়ে। সেই বন্দনায় শামিল হয়েছেন ক্রিকেট বিশ্বের কিংবদন্তিরা। সাবেক ক্যারিবিয়ান পেসার ইয়ান বিশপ টুইটারে লিখেছেন, ‘প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন। যোগ্য দল হিসেবেই তারা এই ট্রফি জিতেছে। এই তরুণ প্রজন্মকে দেখে আমার অনেক আনন্দ লাগছে। আশা করি, এদের মধ্য থেকেই আগামী দিনে বড়ো কোনো তারকা বের হয়ে আসবে।’ বিশ্ব জুড়ে এই প্রশংসার মধ্যে দেশেও চলছে এই যুব দলের প্রশংসা। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, এটা ক্রীড়াঙ্গনের সেরা অর্জন। আর এই অর্জনের জন্য শুক্রবার দেশে ফিরলে খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়ার কথা বলেছেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্...

ইরানি হামলায় মার্কিন আহত সেনার সংখ্যা ১০০ ছাড়াল, বেশির ভাগেরই ব্রেইন

Image
ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি গত ৮ জানুয়ারি যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তাতে আহত মার্কিন সেনার সর্বশেষ সংখ্যা ১০০’র বেশি বলে জানা গেছে। এসব সেনার সবাই ব্রেইন ইনজুরিতে ভুগছে। মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন এবং রয়টার্সসহ পশ্চিমা অনেক গণমাধ্যম এ খবর দিয়েছে। এসব গণমাধ্যমের খবরে বলা হয়েছে- এ পর্যন্ত ১০০’র বেশি মার্কিন সেনাকে চিকিৎসা দেয়া হয়েছে। আমেরিকার এমন একজন সরকারি কর্মকর্তা সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন যিনি এ সম্পর্কে বিশেষ খবর রাখেন। ৮ জানুয়ারি হামলার পর মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানে হামলায় কোনো সেনা আহত কিংবা নিহত হয় নি। কিন্তু কিছু দিন পর প্রথমে ১১ জন সেনা আহত হওয়ার কথা স্বীকার করা হয়। তারপর ৩৪ জন এরপর ৫০ জনের কথা স্বীকার করা হয় এবং এখন বলা হচ্ছে ব্রেইন ইনজুরিতে ভুগছে ১০০’র বেশি সেনা। সিএনএন বলছে, পেন্টাগনের কয়েকজন কর্মকর্তা গত মাসে জানিয়েছিলেন যে, ব্রেইন ইনজুরিতে ভোগা সেনার সংখ্যা বেড়েই চলতে পারে কারণ ইরানি হামলার সময় আইন আল-আসাদ ঘাঁটিতে ২...

মুম্বাই হামলার দুর্ধর্ষ আসামি আটক

Image
১৯৯৩ সালে ভারতের মুম্বাইয়ে ধারাবাহিক বিস্ফোরণের এক মূল অভিযুক্ত ধরা পড়েছে গুজরাটের অ্যান্টি-টেরর স্কোয়াডের জালে। মুম্বাই বিমানবন্দর থেকে পাকিস্তানের পাসপোর্টধারী ওই ব্যক্তিকে মাদক চোরাকারবারের অভিযোগে আটক করা হয়।  আটককৃত মুনাফ হালারি মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী টাইগার মেমনের ঘনিষ্ট বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা। রবিবার রাতে মুম্বাই এয়ারপোর্ট হয়ে দুবাই যাচ্ছিলেন পাকিস্তানের নাগরিক মুনাফ হালারি। আর সেখানেই পুলিশের জালে ধরা পড়েন তিনি।  উল্লেখ্য, ১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ধারাবাহিক বোমা বিস্ফোরণ ঘটে। এতে ২৫৭ জন মানুষ প্রাণ হারায় এবং ৭১৩ জন গুরুতর আহত হয়। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন