Posts

Showing posts from June 14, 2022

বাল্যবিয়ে ভেঙ্গে দিলেন ইউএনও, মেয়ের বাবার ৬ মাসের কারাদণ্ড

Image
  বাগেরহাটের শরণখোলা উপজেলায় মেয়ের বাল্যবিয়ের আয়োজন করার দায়ে আবুল বারিক নামে এক বাবাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বরসহ বরের বাবা ও কাজী পালিয়ে যায়। দণ্ডিতকে আজ মঙ্গলবার দুপুরে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।  শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মো. নুরে ই আলম সিদ্দিকী জানান, সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার কদমতলা গ্রামের শাহ আলম মুন্সির বাড়িতে তার নাতনি তানিয়া আক্তারকে (১৫) উপজেলার নলবুনিয়া গ্রামের মো. হারুনের ছেলে বাদলের সাথে বিয়ের আয়োজন করছিল- এ খবর পেয়ে রাতেই ওই বাড়িতে গিয়ে অভিযান চালান হয়। এ সময় বরসহ বরের বাবা ও কাজী পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেয়ের বাবা আবুল বারিককে বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭ অনুযায়ী ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডিত বারিকের বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলার তেতুলতলা গ্রামের মহেশ্বরীপুর গ্রামে।  শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, দণ্ডিত আসামিকে মঙ্গলবার দুপুরে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে। বিডি প্রতিদিন/আবু জাফর

১ ডলার= ২০৫ পাকিস্তানি রুপি!

Image
  ডলারের সামনে পাকিস্তানি রুপির দাম ক্রমশই কমছে। সোমবারের পর আজ মঙ্গলবারও আরেক দফায় কমেছে রুপির দাম। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ডনের খবর বলছে, বর্তমানে ১ ডলার বিক্রি হচ্ছে ২০৫ রুপিতে। ফরেক্স অ্যাসোসিয়েশন অব পাকিস্তান বলছে, সোমবার ডলার বিক্রি হয়েছিল ২০৩.৯০ রুপিতে। মঙ্গলবার ১.৭০ রুপি বেড়ে সেই ডলারের দাম হয়েছে ২০৫.৫০ রুপি। পাকিস্তানি অর্থনীতিবিদদের দাবি, বিশ্ব বাজারেই ডলারের দাম তরতর করে বাড়ছে, তার প্রভাব পড়ছে পাকিস্তানের রুপির বাজারেও। তবে তেলের মতো বিদেশি পণ্যের দাম মেটাতে গিয়ে পাকিস্তানের রিজার্ভ ফাঁকা হয়ে যাচ্ছে।  ১৯৪৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর গত ৭৫ বছরের ইতিহাসে নিজেদের মুদ্রার এমন পরিমাণ পতন দেখেনি পাকিস্তান। চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় ৬০০ কোটি ডলারের তহবিলের জন্য যখন পাকিস্তানের সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে তদবির করছে, সে সময়েই ঘটল মুদ্রার এই দরপতন। আমদানির হার বেড়ে যাওয়ার বিপরীতে ধীর গতির রপ্তানি হার ডলারের দাম বাড়ার অন্যতম কারণ বলে জানিয়েছে ডন।  সূত্র:  ডন বিডি প্রতিদিন/নাজমুল

ব্যাটিংয়ে মুরালিধরনের বিশ্বরেকর্ড ভাঙলেন বোল্ট!

Image
  শ্রীলঙ্কার স্পিনার মুত্তিয়া মুরালিধরনের বিশ্বরেকর্ড ভাঙলেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট।  টেস্টে ১১ নম্বরে ব্যাট হাতে নেমে সবচেয়ে বেশি রানের মালিক হলেন বোল্ট। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন মুরালিধরন।  ইংল্যান্ডের বিপক্ষে চলমান নটিংহ্যাম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৩৩ রান করে মুরালিকে  পেছনে ফেলেন বোল্ট। টেস্টে ১১ নম্বরে ব্যাট হাতে ৬৮ ম্যাচের ৯৮ ইনিংসে সর্বোচ্চ ৬২৩ রানের মালিক ছিলেন  মুরালি। ইংল্যান্ডের বিপক্ষে চলমান নটিংহাম টেস্টের আগে ১১ নম্বরে ব্যাট হাতে নেমে ৫৬ টেস্টের ৭৭ ইনিংসে বোল্টের রান ছিল ৬০৭। তাই মুরালির রানকে টপকে যেতে ১৭ রান দরকার ছিল বোল্টের। কিন্তু নটিংহাম টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত ১৬ রান করে মুরালির রেকর্ড স্পর্শ করেছিলেন বোল্ট। তবে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১৭ রান করার পথে মুরালির বিশ্বরেকর্ড ভাঙেন বোল্ট। এখন টেস্টের ১১ নম্বরে ব্যাট করে বোল্টের পরিসংখ্যান ৫৭ টেস্টের ৭৯ ইনিংসে ৬৪০ রান। মুরালির চেয়ে ১৯ ইনিংস কম খেলে সর্বোচ্চ রান করলেন বোল্ট। এই তালিকায় বোল্ট-মুরালির পর পরের তিনটি স্থানে আছেন ইংল্যান্ডের জেমস এন্ডারসন, অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক...