ব্যাটিংয়ে মুরালিধরনের বিশ্বরেকর্ড ভাঙলেন বোল্ট!

 ব্যাটিংয়ে মুরালিধরনের বিশ্বরেকর্ড ভাঙলেন বোল্ট!

শ্রীলঙ্কার স্পিনার মুত্তিয়া মুরালিধরনের বিশ্বরেকর্ড ভাঙলেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। 



টেস্টে ১১ নম্বরে ব্যাট হাতে নেমে সবচেয়ে বেশি রানের মালিক হলেন বোল্ট। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন মুরালিধরন। 



ইংল্যান্ডের বিপক্ষে চলমান নটিংহ্যাম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৩৩ রান করে মুরালিকে  পেছনে ফেলেন বোল্ট।

টেস্টে ১১ নম্বরে ব্যাট হাতে ৬৮ ম্যাচের ৯৮ ইনিংসে সর্বোচ্চ ৬২৩ রানের মালিক ছিলেন  মুরালি। ইংল্যান্ডের বিপক্ষে চলমান নটিংহাম টেস্টের আগে ১১ নম্বরে ব্যাট হাতে নেমে ৫৬ টেস্টের ৭৭ ইনিংসে বোল্টের রান ছিল ৬০৭। তাই মুরালির রানকে টপকে যেতে ১৭ রান দরকার ছিল বোল্টের। কিন্তু নটিংহাম টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত ১৬ রান করে মুরালির রেকর্ড স্পর্শ করেছিলেন বোল্ট।



তবে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১৭ রান করার পথে মুরালির বিশ্বরেকর্ড ভাঙেন বোল্ট। এখন টেস্টের ১১ নম্বরে ব্যাট করে বোল্টের পরিসংখ্যান ৫৭ টেস্টের ৭৯ ইনিংসে ৬৪০ রান। মুরালির চেয়ে ১৯ ইনিংস কম খেলে সর্বোচ্চ রান করলেন বোল্ট।

এই তালিকায় বোল্ট-মুরালির পর পরের তিনটি স্থানে আছেন ইংল্যান্ডের জেমস এন্ডারসন, অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা ও ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালশ।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা