মৌনতা ভেঙে মোদির সমালোচনায় কংগ্রেস
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ছবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রকারান্তরে রোম সম্রাট নিরোর সঙ্গে তুলনা করল ভারতের বিরোধী দল কংগ্রেস। অভিযোগ করল, কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় ৪০ জন জওয়ানের যখন মৃত্যু ঘটছে, খবর পাওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী তখন তথ্যচিত্রের শুটিং করছিলেন। প্রধান বিরোধী দলের প্রশ্ন, এমন মানসিকতার দ্বিতীয় কোনো প্রধানমন্ত্রী কি পৃথিবীতে আছেন? পুলওয়ামা ঘটনার পর কংগ্রেসসহ অধিকাংশ বিরোধী দলের নেতারা জানিয়েছিলেন, এই দুঃসময়ে প্রত্যেকেই সরকারে পাশে থাকবেন। সরকার যা পদক্ষেপ নেবে, বিরোধীরা তাকে সমর্থন করবে। রাজনৈতিক কারণে কাউকে দোষারোপের রাস্তায় হাঁটবে না। সেই অবস্থান থেকে সরে এসে আজ বৃহস্পতিবার কংগ্রেস ফের আক্রমণাত্মক হলো। কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা সংবাদ সম্মেলনে বলেন, নিজের ভাবমূর্তি উজ্জ্বল করতে সেদিন উত্তরাখন্ডের জিম করবেট পার্কে শুটিং করছিলেন প্রধানমন্ত্রী মোদি। বেলা ৩টা বেজে ১০ মিনিটে সিআরপিএফ-এর কনভয়ের ওপর আত্মঘাতী আক্রমণ ঘটে। খবর পাওয়া সত্ত্বেও মোদি শুটিং চালিয়ে যান সন্ধ্যা ৬টা ৪০ মিনিট পর্যন্ত। গোটা দেশ যখন ক্রোধ ও শোকে হা...