ভেনিজুয়েলায় সেনা মোতায়েনের অভিযোগ অস্বীকার কিউবার

ভেনিজুয়েলায় সেনা মোতায়েনের অভিযোগ অস্বীকার কিউবার
কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রোদ্রিগেজ

লাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলায় কিউবা সেনা মোতায়েন করেছে বলে আমেরিকার তোলা অভিযোগ নাকচ করেছে হাভানা। কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রোদ্রিগেজ মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগের জবাব দেন।
তিনি বলেন, আমাদের সরকার সুস্পষ্ট এবং দৃঢ়ভাবে এই মিথ্যা অপবাদ প্রত্যাখ্যান করছে। ভেনিজুয়েলায় কিউবার যে ২০ হাজার নাগরিক রয়েছেন তারা সবাই বেসামরিক যাদের বেশিরভাগই চিকিৎসক। ভেনিজুয়েলায় সরকার পরিবর্তনের জন্য আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে।
এর আগে, ট্রাম্প অভিযোগ করেছিলেন- “কিউবা সরকার ভেনিজুয়েলায় বেসরকারি সেনা মোতায়েন করেছে।” 
কিছুদিন ধরে ভেনিজুয়েলায় রাজনৈতিক সংকট চলছে। সেখানকার বিরোধী নেতা হুয়ান গুয়াইদো নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেছেন এবং আমেরিকা তাকে স্বীকৃতি দিয়েছে। এরপর দেশটিতে মানবিক ত্রাণ পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু ভেনিজুয়েলা সরকার সেসব ত্রাণ ঢুকতে দিচ্ছে না। 
তারা বলছে, ত্রাণের নামে মার্কিন সরকার ভিন্ন কোনো লক্ষ্য বাস্তবায়ন করতে চায়। অন্যদিকে ট্রাম্প বলেছেন, শনিবারের মধ্যে মানবিক ত্রাণ ঢুকতে না দিলে শক্তি প্রয়োগ করা হতে পারে।
বিডি প্রতিদিন/২০ ফেব্রুয়ারি ২০১৯/আরাফাত

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা