Posts

Showing posts from November 28, 2017

Today is a historic day

Image
Today is a historic day for our great Nation.First our gratitude is to Almighty God.I also point out that the Kenyan voter has been the most important player in the election.Everyone who voted played a role in strengthening our democracy:today’s celebration is yours. Asante sana. Source   Uhuru Kenyatta

I am a Teacher

Image
Being a Teacher( I am not a good teacher but trying to be best), got an interview about our English Institute and the interview will be a project for a student who is studying in University. Please pray and bless us for developing English Institute soon. Source   Litan Larma Chakma

সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চলবে: সৌদি যুবরাজ

Image
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, সন্ত্রাস পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত দুই বছর আগে গঠিত সামরিক জোট সন্ত্রাস দমনে কাজ চালিয়ে যাবে। বোরবার এ জোটের প্রথম সভা শেষে তিনি এ মন্তব্য করেন। আইএস দমনে সৌদি আরবের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না—এমন সমালোচনার মুখে ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন ইসলামিক মিলিটারি কাউন্টার টেররিজম কোয়ালিশন (আইএমসিটিসি) প্রতিষ্ঠিত হয়। মিসরে নর্থ সিনাই প্রদেশে ২৪ নভেম্বর জনাকীর্ণ একটি সুফি মসজিদে মারাত্মক হামলায় ৩০০ মানুষ নিহত হওয়ার পর রোববার ওই কোয়ালিশন গ্রুপের প্রথম সভা হয়। সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রতিরক্ষা মন্ত্রীদের ওই সভায় সৌদি যুবরাজ বলেন, ‘অতীতের দিনগুলোতে ঘটনা মনে করে মিসরে আমার ভাইদের জন্য আমার সহানুভূতি জানাচ্ছি।’ ওই গ্রুপের বিবৃতিতে বলা হয়, ‘আমাদের শান্তির ধর্মকে বিকৃত করার কোনো সুযোগ সন্ত্রাসীদের দেব না। আমরা আজ শক্তিশালী বার্তা পাঠাব যে সন্ত্রাসের বিরুদ্ধে আমরা একসঙ্গে কাজ করছি। সন্ত্রাস পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করার দৃঢ় প্রত্যয় জানাচ্ছি।’ এই সামরিক জোটে ৪০টি সদস্য দেশ। তবে ইরান এ জোটে নেই। ...

সংখ্যালঘু সুরক্ষা আইন হচ্ছে: আইনমন্ত্রী

Image
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের কাজ চলছে। আজ সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। খুলনা ও বাগেরহাট জেলা আইনজীবী সমিতি ভবন নির্মাণের জন্য ৭ কোটি ৫৫ লাখ ৪২ হাজার টাকার মঞ্জুরিপত্র দেওয়া হয় অনুষ্ঠানে। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া রিজার্ভের অর্থ উদ্ধারে আসন্ন ফিলিপাইন সফর প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ৩০ নভেম্বর দেশে ফিরেই তিনি ফিলিপাইন সফরের সফলতা বা ব্যর্থতা জানাবেন। অনুষ্ঠানে আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সব English

বেসরকারি শিক্ষক ফোরাম

Image
সম্মানিত বিসিএস ক্যাডার শিক্ষকরা, আপনাদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা। কিন্তু দুংখের বিষয় আপনারা যেখানে শিক্ষক হিসেবে আমাদের পাশে দাঁড়ানো কথা, সেখানে আপনারা আন্দো লন করতেছেন আপনাদের নিজেদের জন্য। আমরাতো আপনাদের সমান হওয়ার জন্য আন্দোলন করতেছি না। আমরাতো ক্যাডার হওয়ার জন্য আন্দোলন করতেছি না।আমরাতো বেশি টাকার জন্য আন্দোলন করতেছি না।আমাদের আন্দোলন শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূরীকরণেরর আন্দোলন। আমাদের আন্দোলন শিক্ষকদের সম্মান আদায়ের আন্দোলন। আমাদের আন্দোলন শিক্ষার্থীদের বৈষ্যমবিহীন শিক্ষা লাভের সুযোগ সৃষ্টিকরণেরর আন্দোলন। তাই আপনাদের প্রতি আমাদের অনুরোধ, আসুন আমরা একসাতে বলি বৈষ্যমবিহীন শিক্ষা নিয়ে করবো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। মোদের দাবী একটাই,একসাথে জাতীয়করণ চাই। Source  ‎ Md Yonus Tipu ‎   to   বেসরকারি শিক্ষক ফোরাম

Croczilla New Hollywood Action Movie In Hindi Dubbed (Clear Voice)

Image

Mega Shark vs Mecha Shark all monster scenes

Image

Godzilla Junior appears at the beach

Image

স্বামীর মৃত্যুর প্রতিশোধ নিতেই পুলিশের চাকরিতে যোগ দিচ্ছেন বিউটি

Image
বারাকপুর:  পুলিশে চাকরি পেলেন নিহত পুলিশ অফিসার অমিতাভ মালিকের স্ত্রী, বিউটি মালিক।প্রশাসনিক সূত্রের খবর, বিউটির বাড়ির কাছেই ময়না এলাকার থানায় লোয়ার ডিভিশন ক্লার্কের পদে চাকরির ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই তাঁর মেডিক্যাল টেস্ট হয়ে গিয়েছে৷ মাস দুয়েক আগে দার্জিলিংয়ে বিমল গুরুংকে ধরতে অভিযানে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় অমিতাভ মালিকের। তার পরেই বিউটি জানিয়েছিলেন, ‘‘আমি স্বামীর মতো অফিসার হয়ে গুরুঙ্গকে ধরতে চাই, এই হত্যার প্রতিশোধ নিতে চাই।’’অমিতাভর মৃত্যুর পরে বিউটিকে পুলিশ চাকরি দেওয়ার জন্য সরকারি ভাবে নাড়াচাড়া শুরু হয় তখনই। চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয় বিউটিকেও। সোমবার সকালেই পুলিশ সুপারের দফতরে বিউটি প্রয়োজনীয় ফর্ম ফিল আপ করেন৷এরপর মেডিক্যাল পরীক্ষার জন্য তাঁকে পাঠানো হয় উত্তর ২৪ পরগনা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে। - Advertisement - মুখ্য স্বাস্থ্য আধিকারিক রাঘবেশ মজুমদার নিজে পরীক্ষার তদারকি করেন। সূত্রের খবর, সব ঠিক থাকলে তাড়াতাড়িই কাজে যোগ দেবেন বিউটি।চাকরিতে যোগ দেওয়ার পরই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন বলে জানিয়েছেন বিউটি৷ Source ...

চিতাবাঘকে আছড়ে মারল হাতি

Image
             বেতগুড়ি চা বাগান সংলগ্ন জঙ্গলে হাতির পাল। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার মালবাজারের বেতগুড়ি চা বাগান ঘেঁষে জঙ্গলে হাতির শাবককে আক্রমণ করে প্রাণ দিতে হয়েছে চিতাবাঘকে। ঘটনাটি গতকাল রোববার রাতের। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ১৮টি হাতির একটি পাল নিকটবর্তী ভুট্টাবাড়ি জঙ্গল থেকে বেরিয়ে চা বাগান ঘেঁষে আপালচাঁদ জঙ্গলের দিকে যাচ্ছিল। পালে ছিল কয়েকটি শাবক। আচমকা দুটি চিতাবাঘ একটি শাবকের ওপর আক্রমণ করে। সন্তানকে বাঁচাতে মা হাতিটি তেড়ে যায় চিতাবাঘের দিকে। একটি চিতাবাঘ পালিয়ে বাঁচে। আরেকটি ওঠে গাছে। হাতিটি শুঁড় দিয়ে চিতাবাঘটিকে টেনে নামিয়ে আছড়ে মেরে ফেলে। এরপর শাবককে সঙ্গে নিয়ে ফিরে যায়। মালবাজারের বন কর্মকর্তা দুলাল দে বলেছেন, বাঘ-হাতির লড়াইয়ের কথা তিনি গ্রামবাসীদের মুখে শুনেছেন। মৃত্যুর কারণ জানতে চিতাবাঘের মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সব English

এসেছে পরিযায়ী পাখি

Image
শীতের আগমনী বার্তা দিয়ে বিদায় নিয়েছে কার্তিক। পাকা ধানের শিষে ভোরের শিশিরের চাকচিক্য, মিষ্টি রোদ, স্নিগ্ধতা। যেন হেমন্তেই ঘোষণা করছে শীতের আগমনী বার্তা। আর শীতল এ ঋতুর এই আগমনকে ত্বরান্বিত করছে অতিথি পাখির আগমন। চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া এলাকাসহ বেশ কিছু দিঘিতে এসেছে চখাচখিসহ নানা অতিথি পাখি। ছবিগুলো রোববার ক্যামেরাবন্দী করা হয়েছে চট্টগ্রামের রাউজান নোয়াপাড়া এলাকার কর্তার দিঘি থেকে তোলা। ছবি: সৌরভ দাশ শীত এলেই দেশে আসে অতিথি পাখি। পরিযায়ী পাখি একসঙ্গে আকাশে। পানিতে পরিযায়ী পাখি। শীতের আগমনের সঙ্গে সঙ্গে বাংলাদেশে আসা পরিযায়ী পাখি। পরিযায়ী পাখি একসঙ্গে পানিতে। পুকুর বা দিঘিতে পরিযায়ী পাখির সাঁতার এবং ওড়াউড়িতে অপরূপ দৃশ্য। সব English

Amazing 3 Lions Climb Trees to Steal Prey of Leopard - Lion, Hyenas ,Tig...

Image

The Bitter Result of a Stupid Tiger Climbing the Tree to Catch the Monke...

Image

MOST Crazy Cats Annoying Babies, If You Laugh You Lose Challenge, Funny ...

Image

নারীর প্রতি সহিংসতা প্রবল সামাজিক প্রতিরোধ প্রয়োজন

Image
বিশ্বজুড়ে নারীর প্রতি সহিংস আচরণ চলে আসছে যুগ যুগ ধরে। বিজ্ঞান-প্রযুক্তি, জ্ঞান ও শিক্ষাদীক্ষায় অগ্রসর এই একুশ শতকে এসেও এর অবসান ঘটেনি। আধুনিক, সভ্য, গণতান্ত্রিক সমাজের মানুষের জন্য এটা বিরাট গ্লানির বিষয়। শুধু তা-ই নয়, নারীর প্রতি সব ধরনের সহিংসতা শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধও বটে। এসব অপরাধের বিচার করার উদ্দেশ্যে দেশে দেশে কঠোর আইন প্রণীত হয়েছে। কিন্তু এতসব সত্ত্বেও নারীর জীবনে নিরাপত্তা বাড়ছে না, তঁার প্রতি সহিংস আচরণের অবসান ঘটছে না। বরং কোনো কোনো দেশে তা বেড়ে চলেছে। এই বৈশ্বিক সমস্যা সমাধানের লক্ষ্যে জাতিসংঘ ২৫ নভেম্বর নারীর প্রতি সহিংসতা অবসানে আন্তর্জাতিক দিবস ঘোষণা করেছে। প্রতিবছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষ পালন করা হয়, ১৬ দিন ধরে প্রচারাভিযান চলে। ২৫ নভেম্বর থেকে এই প্রচারাভিযান শুরু হয়েছে; বাংলাদেশে এই প্রচারাভিযানের স্লোগান হলো ‘কেউ রবে না পিছে: নারী ও মেয়েশিশুর নির্যাতনমুক্ত জীবন চাই’। আমাদের দেশে নারীর প্রতি সহিংসতার বিষয়টি বিশেষ মনোযোগের দাবি রাখে। কারণ, এটি অত্যন্ত গুরুতর একটি জাতীয় সমস্যা। অত্যন্ত কঠোর আইন থাকা সত্ত্বেও এ ...

এবার চীনে যাচ্ছেন সু চি

Image
                             অং সান সু চি রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নির্যাতন নিয়ে আন্তর্জাতিক সমালোচনার মধ্যে প্রতিবেশী চীন সফরে যাচ্ছেন মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি। এর আগে চীন সফর করেন মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইয়াং। কয়েক মাস ধরে রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতনের ঘটনায় বিশ্বব্যাপী উদ্বেগ বাড়লেও চীন বরাবরই মিয়ানমারের পক্ষাবলম্বন করে আসছে। নির্যাতনের শিকার হয়ে এখন পর্যন্ত ৬ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র মিয়ানমারের রাষ্ট্রীয় বাহিনীর এই নির্যাতনকে ‘জাতিগত নিধন’ হিসেবে আখ্যায়িত করেছে। মিয়ানমারের রাষ্ট্রীয় দৈনিক গ্লোবাল লাইট অব মিয়ানমার গতকাল সোমবার প্রতিবেদনে জানিয়েছে, অং সান সু চি শিগগিরই চীন সফরে যাবেন। বেইজিংয়ে চীনের কমিউনিস্ট পার্টি বিশ্বনেতাদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করবে। সেখানে অংশ নিতে চীন সফর করবেন সু চি। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, আগামী বৃহস্পতিবার এই অনুষ্ঠান শুরু হওয়ার কথা। চলবে ৩ ডিসেম্বর পর্যন...

GivingTuesday2017

Image
Thank you for considering

Bury Red Door - Centre for People Facing Homelessness - fundraising

Image
Bury Red Door - Centre for People Facing Homelessness - fundraising Giving dignity and hope to people in Crisis. 'Bury Red Door' gives homeless people in Bury a safe, warm welcoming place to take part in activities, access support and help to improve their situation. Source    Caritas for Refugees ‏