বিশ্বজুড়ে নারীর প্রতি সহিংস আচরণ চলে আসছে যুগ যুগ ধরে। বিজ্ঞান-প্রযুক্তি, জ্ঞান ও শিক্ষাদীক্ষায় অগ্রসর এই একুশ শতকে এসেও এর অবসান ঘটেনি। আধুনিক, সভ্য, গণতান্ত্রিক সমাজের মানুষের জন্য এটা বিরাট গ্লানির বিষয়। শুধু তা-ই নয়, নারীর প্রতি সব ধরনের সহিংসতা শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধও বটে। এসব অপরাধের বিচার করার উদ্দেশ্যে দেশে দেশে কঠোর আইন প্রণীত হয়েছে। কিন্তু এতসব সত্ত্বেও নারীর জীবনে নিরাপত্তা বাড়ছে না, তঁার প্রতি সহিংস আচরণের অবসান ঘটছে না। বরং কোনো কোনো দেশে তা বেড়ে চলেছে। এই বৈশ্বিক সমস্যা সমাধানের লক্ষ্যে জাতিসংঘ ২৫ নভেম্বর নারীর প্রতি সহিংসতা অবসানে আন্তর্জাতিক দিবস ঘোষণা করেছে। প্রতিবছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষ পালন করা হয়, ১৬ দিন ধরে প্রচারাভিযান চলে। ২৫ নভেম্বর থেকে এই প্রচারাভিযান শুরু হয়েছে; বাংলাদেশে এই প্রচারাভিযানের স্লোগান হলো ‘কেউ রবে না পিছে: নারী ও মেয়েশিশুর নির্যাতনমুক্ত জীবন চাই’। আমাদের দেশে নারীর প্রতি সহিংসতার বিষয়টি বিশেষ মনোযোগের দাবি রাখে। কারণ, এটি অত্যন্ত গুরুতর একটি জাতীয় সমস্যা। অত্যন্ত কঠোর আইন থাকা সত্ত্বেও এ ...