স্বামীর মৃত্যুর প্রতিশোধ নিতেই পুলিশের চাকরিতে যোগ দিচ্ছেন বিউটি

বারাকপুর: পুলিশে চাকরি পেলেন নিহত পুলিশ অফিসার অমিতাভ মালিকের স্ত্রী, বিউটি মালিক।প্রশাসনিক সূত্রের খবর, বিউটির বাড়ির কাছেই ময়না এলাকার থানায় লোয়ার ডিভিশন ক্লার্কের পদে চাকরির ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই তাঁর মেডিক্যাল টেস্ট হয়ে গিয়েছে৷
মাস দুয়েক আগে দার্জিলিংয়ে বিমল গুরুংকে ধরতে অভিযানে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় অমিতাভ মালিকের। তার পরেই বিউটি জানিয়েছিলেন, ‘‘আমি স্বামীর মতো অফিসার হয়ে গুরুঙ্গকে ধরতে চাই, এই হত্যার প্রতিশোধ নিতে চাই।’’অমিতাভর মৃত্যুর পরে বিউটিকে পুলিশ চাকরি দেওয়ার জন্য সরকারি ভাবে নাড়াচাড়া শুরু হয় তখনই। চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয় বিউটিকেও।
সোমবার সকালেই পুলিশ সুপারের দফতরে বিউটি প্রয়োজনীয় ফর্ম ফিল আপ করেন৷এরপর মেডিক্যাল পরীক্ষার জন্য তাঁকে পাঠানো হয় উত্তর ২৪ পরগনা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে।
- Advertisement -
মুখ্য স্বাস্থ্য আধিকারিক রাঘবেশ মজুমদার নিজে পরীক্ষার তদারকি করেন। সূত্রের খবর, সব ঠিক থাকলে তাড়াতাড়িই কাজে যোগ দেবেন বিউটি।চাকরিতে যোগ দেওয়ার পরই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন বলে জানিয়েছেন বিউটি৷
Source  Sanjay Das

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা