Posts

Showing posts from December 19, 2018

প্রেমের টানে পাকিস্তানে ভারতীয় যুবক, অতঃপর...

Image
সংগৃহীত ছবি ঘটনার সূত্রপাত ২০১০ সালে। মুম্বাইয়ের হামিদ আনসারির সঙ্গে ফেসবুকে পরিচয়ের পর প্রেম হয়েছিল এক পাকিস্তানি তরুণীর। তবে নিয়তির ফেরে প্রেমের পথে হাঁটতে গিয়ে হামিদের জীবন থেকে হারিয়ে গেছে ছয়টি বছর। অনলাইনে প্রারম্ভিক প্রেম পর্বের পর যখন তাদের দেখা করা একান্ত জরুরি হয়ে পড়ে, তখনই ঘটে বিপত্তি। আফগান সীমান্তে হামিদকে নকল পরিচয়পত্রের মাশুল গুনতে হয় পাকিস্তান পুলিশের কাছে ধরা দিয়ে।    এরপরের ঘটনাটা বেদনাবিধুর; পেশোয়ারের জেলের অন্ধকারে ২০১২ সালের ১৫ ডিসেম্বর থেকে ২০১৮ এর ১৫ ডিসেম্বর পর্যন্ত কারাবাস মেনে নিতে হয়েছে হামিদকে। কেটে গিয়েছে ছয়টি বছর। সাতাশ বছর বয়সে পাকিস্তানে ঢুকেছিলেন আর বের হলেন ৩৩-এ। নকল পরিচয়পত্র বানিয়ে সীমান্ত পার হওয়ার খেসারত দিতে হয়েছে তাকে। তবে অনেক দেরি হলেও এতদিন বাদে শেষ হল মাশুল গোনার পালা। এবার ঘরে ফিরলেন তিনি।   হামিদের ভালোবাসার মেয়েটি থাকতেন আফগান সীমান্তের খুব কাছাকাছি খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট শহরে। ২০১২ সালের শেষদিকে মেয়েটি হামিদকে জানান যে, তার বিয়ে হয়ে যাচ্ছে। এদিকে প্রেমের ব্যাপারটিও জানাজানি হয়ে যায় এলাকায়। আরেক সম...

লেবানন সীমান্তে বাধার মুখে পিছু হটলো ইসরায়েলি বাহিনী

Image
জাতিসংঘ সমর্থিত ব্লু লাইন থেকে লেবাননের সেনাবাহিনীর বাধার মুখে ইসরায়েলি বাহিনী সরে যেতে বাধ্য হয়েছে। দক্ষিণ লেবাননের মেইস জাবাল এলাকায় ইহুদিবাদী রাষ্ট্রটির সেনারা কাঁটাতারের বেড়ার নির্দিষ্ট লাইন পরিবর্তন করতে চাইলে লেবাননের সেনারা শক্ত প্রতিরোধ গড়ে তোলে। এর পর ইসরায়েলি বাহিনী সেখান থেকে পিছু হটে। ২০০০ সালে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রতিরোধের মুখে দক্ষিণ লেবানন থেকে দখলদার ইসরায়েলি সেনারা সরে যাওয়ার পর জাতিসংঘের মাধ্যমে যে সীমান্ত রেখা নির্ধারণ করা হয়েছে তা 'ব্লু লাইন' নামে পরিচিত। হিজুবুল্লাহ ব্লু লাইনের কাছে টানেল তৈরি করেছে বলে অভিযোগ তুলে সেখানে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জনাথন কনরিকাস সম্প্রতি দাবি করেছেন, ইসরায়েল অধিকৃত এলাকায় কয়েকটি টানেল তৈরি করা হয়েছে। যুদ্ধ ইসরায়েলের ভেতরে নিতেই এসব টানেল তৈরি করা হয়েছে বলে তিনি দাবি করেন।  সূত্র: জেরুজালেম পোস্ট বিডি প্রতিদিন/কালাম

৮ লাখ কৃষকের ৬’শ কোটি টাকা ঋণ মকুব

Image
নতুন এ ঋণ মকুবের ফলে ওই রাজ্যের ৮ লক্ষাধিক কৃষক উপকৃত হবেন বলে জানা যায়। ছবি: সংগৃহীত। ভারতের আসামের কৃষকদের ৬০০ কোটি টাকার বেশি ঋণ মকুবের সিদ্ধান্ত নিয়েছে সে রাজ্যের বিজেপি সরকার। এতে করে ওই রাজ্যের ৮ লক্ষাধিক কৃষক উপকৃত হবেন। তবে আসছে লোকসভা নির্বাচনকে লক্ষ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। দেশটির সরকারি কোষাগার থেকে এই অর্থ দেওয়া হবে খবরে বলা হয়েছে।এ সম্পর্কে দেশটির পরিষদীয়মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি জানিয়েছেন, গত সোমবার রাতে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে কৃষকদের ঋণ মকুবের সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি জানান, এই প্রকল্পের আওতায় ওই রাজ্যের কৃষকদের যে কোনও কিষাণ ক্রেডিট কার্ড বা ব্যাংক ঋণের ২৫ শতাংশ মকুব করে দেওয়া হবে। এক্ষেত্রে সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত ঋণ ছাড় পাওয়া যাবে বলে জানিয়েছেন মন্ত্রী। এছাড়া ওই রাজ্যের কৃষকদের কথা বিবেচনা করে নতুন প্রকল্পের ঘোষণা করছে বিজেপি সরকার।বলা হয়েছে, নতুন প্রকল্পের আওতায় কৃষকের বিনা সুদে লোন পাবেন। তবে আগামী বছর থেকে এই প্রকল্প চালু হবে। আরো পড়ুন:  সৌদির বিশাল বাজেট ঘোষণা দেশটির বিশ্লেষকরা জানান, আগামী লোকসভা নির্বাচনকে লক্ষ ক...