Posts

Showing posts from May 1, 2017
Image
ভারত নগণ্য দেশ নয়, তিব্বত নিয়ে ভাবুন' অনলাইন ডেস্ক Currently 0/5 1 2 3 4 5 গড় রেটিং:  0 /5 (0 টি ভোট গৃহিত হয়েছে) সংগৃহীত ছবি 'ভারত নগণ্য দেশ নয়, তিব্বত নিয়ে ভাবুন' চীনের উদ্দেশে এমনটাই মন্তব্য করেছেন তিব্বতের ধর্মীয় নেতা দালাইলামা। এছাড়া তিব্বতের নির্বাসিত সরকারের প্রধানমন্ত্রী প্রতিবাদ করলেও অরুণাচল প্রদেশের ছয়টি জায়গার নাম চীনারা পালটে দেওয়ায় বিশেষ চিন্তিত নন দালাইলামা। তাঁর মতে, চীনারা তিব্বতি নাম ঠিক ঠিক উচ্চারণ করতে পারে না। এক্ষেত্রেও ঠিক তা-ই হয়েছে। এ ব্যাপারে অত গুরুত্ব দেওয়া উচিত নয়। এপ্রিল মাসে টানা নয় দিনের জন্য অরুণাচল প্রদেশের তাওয়াং সফরে যান দালাইলামা। তা নিয়ে চিন অসন্তোষও প্রকাশ করে। ২০০৯ সালেও দালাইলামার অরুণাচল সফর নিয়ে তারা একই জিনিস করেছিল।   এর পরেই জানা যায়, চীনা মানচিত্রে অরুণাচল প্রদেশের ছয়টি জায়গার নাম রাতারাতি পালটে গেছে। প্রত্যেকটি জায়গাতেই তিব্বতি বৌদ্ধ সংস্কৃতির প্রভাব রয়েছে। এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ধর্মশালায় নির্বাসিত তিব্বতি সরকারের প্রধানমন্ত্রী সরাসরি বলেন, বেইজিংয়ের ...
Image
প্রতিবেশী ৭ দেশকে বিনামূল্যে যোগাযোগ উপগ্রহ দিচ্ছে ভারত অনলাইন ডেস্ক ০১ মে, ২০১৭ ইং ১৪:৩১ মিঃ বাংলাদেশসহ প্রতিবেশী আরো ছয়টি দেশকে বিনামূল্যে কমিউনিকেশন স্যাটেলাইট বা যোগাযোগ উপগ্রহ উপহার দিচ্ছে ভারত। আগামী ৫ মে ‘সাউথ এশিয়ান স্যাটেলাইট’কে জিও-সিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (জিএসএলভি-৯) নামের একটি রকেটের মাধ্যমে মহাকাশে প্রেরণ করবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। আর এই কৃত্রিম উপগ্রহটির মাধ্যমে আগামী ১২ বছর ফ্রি যোগাযোগ সেবা পাবে দক্ষিণ এশিয়ার ৭ টি দেশ।   দক্ষিণ এশিয়াতে ভারতের এই ধরনের কূটনৈতিক পদক্ষেপকে বিরল হিসেবে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, ‘সাউথ এশিয়ান স্যাটেলাইট’কে মহাকাশে পাঠানোর সঙ্গে সঙ্গেই আরও একটি ইতিহাস গড়ে ফেলবে ভারত। এর আগে একই সঙ্গে ১০৪টি উপগ্রহকে মহাকাশে পাঠিয়ে নজির গড়েছে ইসরো।   প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সালেই ইসরোর বিজ্ঞানীদের সামনে প্রস্তাব রেখেছিলেন— প্রতিবেশী দেশগুলিরও উপকারে আসবে এমন কর্মসূচী নিক তারা। মোদীর মতে, দক্ষিণ এশিয়া থেকে দারিদ্র দূর করার মূল অস্ত্র হল শিক্ষার প্রসার। আর শিক্ষার দ্রুত প্রসার ঘটাতে ইন্টারনেট পরিষেবাই ...