Posts

Showing posts from August 6, 2017

পোশাক রপ্তানি বাড়েনি নতুন বাজারে সরকার সহায়তা দিচ্ছে। তারপরও এক বছরে কমেছে সাড়ে ৫শ’ কোটি টাকা

Image
  ইউরোপ ও আমেরিকার বাইরে অন্যান্য বাজারে পোশাক রপ্তানিতে সরকার তিন শতাংশ হারে নগদ সহায়তা দিয়ে থাকে। উদ্দেশ্য, এ সব বাজারে পোশাক রপ্তানি বাড়ানো। এর সুফলও মিলেছিল গত কয়েক বছরে। তবে ধাক্কা খেয়েছে গত ২০১৬-১৭ অর্থ বছরে। আলোচ্য সময়ে এ সব বাজারে তৈরি পোশাক রপ্তানি না বেড়ে উল্টো কমেছে এক দশমিক ৫৯ শতাংশ। আলোচ্য সময়ে এ সব বাজারে পোশাক রপ্তানি হয়েছিল ৪২৪ কোটি ৮৩ লাখ মার্কিন ডলারের। আর এর আগের অর্থ বছরে রপ্তানি ছিল ৪৩১ কোটি ৭৫ লাখ ডলার। সব মিলিয়ে গত অর্থ বছরে এ সব বাজারে ৬ কোটি ৮৬ লাখ মার্কিন ডলার বা ৫৪৯ কোটি টাকার সমপরিমাণ পোশাক রপ্তানি কমেছে। এটি সরকারকেও কিছুটা চিন্তায় ফেলেছে। কেননা সরকার চাইছে, ইউরোপ ও আমেরিকার উপর রপ্তানিতে অতিনির্ভরশীলতা কমিয়ে বাজার বহুমুখী করতে।   অস্ট্রেলিয়া, ব্রাজিল, চিলি, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, তুরস্কসহ আরো কয়েকটি দেশ বাংলাদেশের তৈরি পোশাকের নতুন বাজার। তৈরি পোশাকের প্রায় ১৫ শতাংশ যায় এ সব বাজারে। রপ্তানি উন্নয়ন ব্যুরো’র (ইপিবি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইত্তেফাককে বলেন, বাজার বহুমুখীকরণের অংশ হিসেবে নতুন বাজ...

হিরোশিমার স্মৃতি মাতৃগর্ভেই তেজস্ক্রিয়তার শিকার

হিরোশিমা শান্তি স্মৃতি জাদুঘরের সামনে প্রতিবেদকের সঙ্গে কথা বলেন কোসেই মিতো l ছবি: প্রথম আলো কোসেই মিতোর জন্ম ১৯৪৬ সালের জানুয়ারি মাসে। সময়ের হিসাবে তাঁর আণবিক বোমা হামলার ভুক্তভোগী হওয়ার কথা নয়। তবে তেজস্ক্রিয়তা হচ্ছে এমন এক সর্বগ্রাসী উপাদান, যা কিনা সবকিছু ভেদ করে মানুষকে আক্রান্ত করতে সক্ষম। কোসেই মিতোর বেলায়ও সেটা ঘটেছিল। তাই তিনি কনিষ্ঠ হিবাকুশাদের (হিরোশিমা বোমা হামলার শিকার) একজন হিসেবে স্বীকৃত। কয়েক পুরুষ ধরে হিরোশিমায় বসবাস কোসেই মিতোর পরিবারের। বাবা ছিলেন স্কুলশিক্ষক আর মা গৃহিণী। মা-বাবার সুখের সংসারে ছেলে কোসেইয়ের ভূমিষ্ঠ হওয়ার ক্ষণগণনার সবে শুরু। ঠিক সেই সময়টায় হিরোশিমায় আঘাত হানে আণবিক বোমা। মিতো পরিবারের বসবাস ছিল বোমা হামলার কেন্দ্রস্থলের স্বল্প দূরত্বের মধ্যে। ফলে দুর্ভাগ্য শুরু থেকেই পরিবারটির পিছু নিয়েছিল। কোসেইয়ের নানা ভেঙে পড়া ভবনের নিচে আটকে পড়ে প্রাণ হারান। পরের মাসে তেজস্ক্রিয়তাজনিত অসুখে ভুগে মারা যান তাঁর এক চাচা। বোমা হামলার তিন দিন পর মাকে হিরোশিমার বাইরে সরিয়ে নেওয়া হলেও তেজস্ক্রিয়তার হাত থেকে তাঁকে বাঁচানো যায়নি। স্কুলশিক্ষক বাবাকেও বাকিটা জীবনে নানা র...

উত্তর কোরিয়ার ওপর নতুন অবরোধ

Image
ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে উত্তর কোরিয়ার ওপর নতুন করে অবরোধ আরোপের বিষয়ে একমত হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। উত্তর কোরিয়ায় বিনিয়োগ সীমিত করা এবং দেশটির রপ্তানি বাণিজ্যে নিষেধাজ্ঞা আরোপ করে আনা একটি প্রস্তাব সর্বসম্মতভাবে পাস হয়েছে। আজ রোববার বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। জাতিসংঘের মার্কিন দূত নিকি হ্যালে বলেছেন, এটা ‘এক প্রজন্মে যেকোনো দেশের জন্য সবচেয়ে কঠোর অবরোধ’। গত জুলাইয়ে পিয়ংইয়ং দুটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। তারা দাবি করে, ওই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম। যদিও বিশেষজ্ঞরা এই সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন। দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্র ওই পরীক্ষার নিন্দা জানায় এবং ওই পরীক্ষা নতুন করে অবরোধ আরোপে জাতিসংঘকে উসকে দেয়। কয়লা, আকরিক এবং অন্য কিছু কাঁচামাল চীনে রপ্তানি উত্তর কোরিয়ার আয়ের অন্যতম উৎস। আনুমানিক হিসাবে উত্তর কোরিয়া প্রতিবছর প্রায় ৩০০ কোটি ডলার মূল্যের পণ্য রপ্তানি করে থাকে। নতুন অবরোধের কারণে এই বাণিজ্য ১০০ কোটি ডলার কমে যাবে। চলতি বছরের শুরুর দিকে উত্তর কোরিয়ার ওপর চাপ সৃষ্টি করতে দেশটি থেকে কয়ল...

ছাত্রকে যৌন নির্যাতন, নারী অধ্যক্ষ বরখাস্ত

Image
দ্বাদশ শ্রেণির এক ছাত্রকে যৌন নির্যাতনের পর শারীরিক সম্পর্ক স্থাপনে চাপ দেওয়ার অভিযোগে তার শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভারতের পাঞ্জাব রাজ্যের পাতিয়ালার জেলার মরদানপুরে একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সম্প্রতি এ ঘটনা ঘটেছে। ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, নির্যাতনের শিকার ১৭ বছরের ওই কিশোর দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। ৫২ বছর বয়সী নারী অধ্যক্ষ তাকে প্রায়ই যৌন নির্যাতন করতেন। এমনকি তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাপ দিতেন। এ ঘটনা প্রকাশ পাওয়ায় অধ্যক্ষের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন অভিভাবকেরা। পরে এ ঘটনার তদন্ত শুরু হয়। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরেই অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন পাঞ্জাব শিক্ষা অধিদপ্তরের শিক্ষাসচিব কৃষাণ কুমার। প্রতিবেদনে বলা হয়, অধ্যক্ষ ব্যক্তিগত জীবনে বিবাহিত। তাঁর বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন হয়রানির ঘটনার তদন্ত করেন শিক্ষা বিভাগের কর্মকর্তা নিশি জালোটা। যৌন নির্যাতনের শিকার ওই ছাত্রের অভিযোগ, ক্লাস চলাকালীন তাকে ডেকে নিজের কক্ষে পাশে বসাতেন অধ্যক্ষ। এ ছাড়া প্রায় সময় অধ্যক্ষ তাঁর পাতিয়ালার বাসায় নিয়ে যেতেন ওই ছাত্র...

প্রযুক্তি ধ্বংস ডেকে আনছে?

Image
ফেসবুকের সাবেক ব্যবস্থাপক অ্যান্তনিও গর্সিয়া মার্টিনেজ। তিনি সিলিকন ভ্যালিতে বহু বছর ধরে কাজ করেছেন। তিনি মনে করেন, প্রযুক্তি এত দ্রুত বিকশিত হচ্ছে যে তা বিশ্বের শৃঙ্খলা নষ্ট করে দেবে। প্রযুক্তির বিরুদ্ধে বিদ্রোহ করবে মানুষ। আর সম্ভাব্য এই বিশৃঙ্খল পরিস্থিতি থেকে বাঁচতে তিনি সিয়াটলের কাছে একটি দ্বীপে জমি কিনেছেন। খবর বিবিসির। মার্টিনেজ বলেন, ‘আগামী ৩০ বছরের মধ্যে বিশ্বের অর্ধেক মানুষ কর্মহীন হয়ে পড়বে। তখন একটি বিপ্লব ঘটতে পারে। তাই আমি এখানে জমি কিনেছি।’ যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর দক্ষিণ-পূর্ব উপকূলে এক শিল্পাঞ্চলের নাম সিলিকন ভ্যালি। সিলিকন ভ্যালি বিশ্বের নেতৃস্থানীয় উচ্চপ্রযুক্তির বাণিজ্যিক এলাকা। বিশ্বের বড় বড় সফটওয়্যার, ইলেকট্রনিকস পণ্য নির্মাতা প্রতিষ্ঠানের অধিকাংশই এখানে অবস্থিত। সিলিকন ভ্যালির প্রযুক্তিবিদদের প্রতিশ্রুতি হলো আরও ভালো বিশ্ব তৈরি করা। আর এই প্রযুক্তিই কিনা সবকিছুর ধ্বংস ডেকে আনবে! সিলিকন ভ্যালিতে কর্মরত সাবেক কর্মকর্তা মার্টিনেজ মনে করেন, সামনে কি দিন আসছে তা তিনি দেখতে পাচ্ছেন। তিনি মনে করেন, প্রযুক্তি কীভাবে ব্যাপক হারে মানুষের পেশার ওপর হুমকি ডে...

নগরে গণপরিবহনের জরিপ শুরু প্রথম দিনে গরহাজির ৯৯ বাস ও মিনিবাস

Image
চট্টগ্রাম নগর এলাকায় গণপরিবহন জরিপের প্রথম দিনে গতকাল শনিবার ৩৩ বাস ও মিনিবাসের কাগজপত্র ঠিক পাওয়া যায়নি। আর গরহাজির ছিল ৯৯ গাড়ি। গতকাল সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত নগরের সিআরবি এলাকায় গণপরিবহনের জরিপ কাজ চলে। নগর পুলিশের ট্রাফিক বিভাগ সূত্র জানায়, গতকাল নগরের ১ থেকে ৩ নম্বর রুটের ১৯৬ বাস ও মিনিবাসের চালকদের গাড়িসহ ডাকা হয়। এর মধ্যে কেবল ৯৭ জন সাড়া দিয়ে গাড়ি নিয়ে সিআরবি এলাকায় যান। এই ৯৭ গাড়ির মধ্যে ৬৪টির বৈধ কাগজপত্র পাওয়া গেছে। বাকি ৩৩টির বৈধ কাগজপত্র ছিল না। জরিপে অংশ নেওয়া নগরের ট্রাফিক পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা  প্রথম আলো কে নাম প্রকাশ না করে জানান, ২৫ বছরের আয়ুষ্কাল পার হয়ে গেছে এবং কাঠামো ভেঙে আসন বাড়ানো হয়েছে এমন ৩৩টি বাস ও মিনিবাসকে স্টিকার দেওয়া হয়নি। এই গাড়িগুলোর ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) দেবদাস ভট্টাচার্য  প্রথম আলো কে বলেন, ‘আজ রোববার ৪ থেকে ৬ নম্বর রুটের ২৯১ বাস ডাকা হয়েছে।’ নগর পুলিশের ট্রাফিক বিভাগ সূত্র জানায়, নগরে বাস, মিনিবাস, হিউম্যানহলার, টেম্পো ও সিএনজিচালিত অটোরিকশার ওপর এই জরিপ হচ্ছে ...

পরিপাটি রিকশাচালক!

Image
পোশাক-পরিচ্ছদে পরিপাটি। কেতাদুরস্ত বলতে যা বোঝায় তাই-ই। রং মিলিয়ে বানানো শার্ট-প্যান্ট-টাই। বানানো আছে বেশ কয়েক সেট। পর্যায়ক্রমে পরেন। রং করা চুল, হাতে ঘড়ি, মাথায় ক্যাপ, চোখে সানগ্লাস, পায়ে পলিশ করা জুতো। এগুলো পরে রোজ কাজে বের হন। সরকারি কিংবা বেসরকারি চাকুরে নন, নন কোনো কোম্পানির প্রতিনিধিও। তিনি হচ্ছেন একজন রিকশাচালক। লক্ষ্মীপুর শহরের অলিগলিতে যাত্রী নিয়ে ঘুরে বেড়ান ফারুক হোসেন। লক্ষ্মীপুর সদরের বাঞ্ছানগর এলাকার বাসিন্দা তিনি। বাবার নাম মো. শাহজাহান। লেখাপড়া তেমন না জানলেও কথা খুব গুছিয়ে বলেন ফারুক। কখনো কোনো যাত্রীর সঙ্গে বাজে আচরণ করেন না। ভদ্রলোক বলে প্রশংসিত। বললেন, তাঁর এমন পরিপাটি চালচলন মুগ্ধ করে যাত্রীদের। বেশির ভাগ সময়ে খুশি হয়ে ভাড়া বেশি দেন তাঁরা। অন্য রকম ফারুক হোসেন। ছবি: এ বি এম রিপন এলাকার মানুষ তাঁর রিকশায় করে ঘুরতে বের হন। শহরের কমপক্ষে ৫০০ লোকের কাছে তাঁর ফোন নম্বর আছে। অনেক সময় যাত্রীরা অপেক্ষা করেন তাঁর রিকশায় চড়তে। ছবি তোলেন, সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দেন। বেশ নামডাক এখন ফারুকের। কেউ কেউ খুশি হয়ে ২০ টাকার ভাড়া ১০০ টাকাও দেন। এলাকায় সে স্মার্ট রিকশ...

মিরপুরের বেহাল খাল

Image
খালটি মিরপুর ১১ নম্বর ই ব্লক এলাকার। নাম, ‘সাংবাদিক আবাসিক এলাকা খাল’। এটি মিরপুর কালশী সড়কের দ্য ইঞ্জিনিয়ার্স সিভিল টাওয়ারের পশ্চিম পাশের কালভার্ট থেকে মিরপুর ১১ নম্বরের ৪ নম্বর অ্যাভিনিউয়ের শেখ কামাল উচ্চবিদ্যালয়ের উত্তর পাশের কালভার্ট পর্যন্ত বিস্তৃত। খালের পশ্চিম পাশে আছে সাংবাদিক কলোনি আর পূর্ব পাশে আদর্শ নগর। খালটির কলোনির অংশটুকু ভাগাড়ে পরিণত হয়েছে। আদর্শ নগরের অংশটি দখল হয়ে যাচ্ছে। অনেক স্থানে খালের ওপরই তৈরি করা হয়েছে ঘরবাড়ি ও দোকানপাট। বেহাল খালটির ছবিগুলো সম্প্রতি তোলা। খালের সাংবাদিক কলোনির অংশে আবর্জনার পুরু আস্তরণ তৈরি হয়েছে। আদর্শ নগরের অংশে খালের ওপরই তৈরি হয়েছে চলাচলের পথ। খালের অনেকাংশ দখল করে তৈরি করা হয়েছে পাকা বাড়ি। দূষণে খালটি নালায় পরিণত হয়েছে। নোংরা পানির গন্ধে টেকা দায়। আদর্শ নগর থেকে তোলা ছবি। প্লাস্টিক, প্লাস্টিকের মোড়ক, পলিথিন, গৃহস্থালি বর্জ্য ইত্যাদি ভেসে বেড়ায় খালের পানিতে। ছবিটি আদর্শ নগর থেকে তোলা। খালের ওপর বাঁশের খুঁটি দিয়ে তৈরি করা হয়েছে ঘর। আদর্শ নগর থেকে তোলা ছবি। আদর্শ নগরের ঘরবাড়ির ময়লা পানি সরাসরি এসে পড়ে খালটিতে। আরও সংবাদ বিষয়: ...

নীল ছাতা ও বোহিমিয়ান হওয়ার গল্প

Image
বোহিমিয়ান দম্পতির সঙ্গে লেখিকা ও তাঁর স্বামী শৈশব —হেই! তোমার কি মনে হয় আজকের এই ঝকঝকে রোদে বৃষ্টি নামবে? তুমি ছাতা কেন বের করেছ? কথাটা শুনেই ঝট করে আমি প্রশ্নকর্তার দিকে তাকালাম। প্রশ্নকর্তা আমেরিকান। বয়স পঞ্চাশোর্ধ্ব। স্বাস্থ্য ভালো। গোলগাল একটা ভুঁড়ি আছে। মুখে সাদা দাড়িগোঁফের বাহার। মাথায় কালো ক্যাপ। পরনে চেক শার্ট। চশমার আড়ালে ঢাকা পড়ে গিয়েছে চোখ দুটো। কিন্তু কণ্ঠ বলে দেয়, মানুষটা কৌতূহলী। —তোমার কি মনে হয় আজকে বৃষ্টি নামবে? এক পা এগিয়ে এসে মানুষটা আবার আমাকে প্রশ্ন করে। আমি কিছু বলার আগে পাশ থেকে উত্তর দেয় শৈশব। —বৃষ্টি নয়, ও রোদ থেকে বাঁচার জন্য ছাতা বের করেছে। —কেন, রোদে কি সমস্যা? রোদ তো সুন্দর। তাই না? ভদ্রলোক খুব আগ্রহী হয়ে আমার দিকে তাকিয়ে আবার প্রশ্ন করলেন। এখানে আসলেই রোদেলা দিনে ছাতা বের করাটা অস্বাভাবিক ব্যাপার। আমেরিকায় সচরাচর বৃষ্টি ছাড়া কেউ ছাতা বের করেন না। যত কড়া রোদই হোক এরা খুব উপভোগ করেন। চামড়া পুড়ে যায়, লাল হয়ে যায়, তবুও রোদ দেখে খুশি হয়। বোহিমিয়ান ভদ্রলোকের সঙ্গে লেখিকা একটা ভদ্রতাসুলভ হাসি দিয়ে আমি শ্রাগ করে বললাম, আমার মাইগ্রেনের সমস্যা আছে। এই জন্য রোদ এ...

দুই বন্ধুর জন্য ‘হ্যালোলুইয়া’

Image
মার্কিন গায়ক ক্রিস কর্নেলের শেষকৃত্যে বন্ধু চেস্টার বেনিংটন গেয়েছিলেন লিওনার্দ কোহেনের ‘হ্যালোলুইয়া’ গানটি। চেস্টারও সপ্তাহ দুই আগে চলে গেলেন। এবার ক্রিসের মেয়ে টনি কর্নেল একই গান গাইলেন দুই বন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে। ওয়ানরিপাবলিক ব্যান্ডের সঙ্গে এবিসি টেলিভিশনের ‘গুড মর্নিং আমেরিকা’ অনুষ্ঠানে গানটি গাইলেন টনি। টনি কর্নেল সাউন্ড গার্ডেনের ক্রিস কর্নেল ও লিনকিন পার্কের চেস্টার বেনিংটন একসঙ্গে করেছেন অনেক সংগীত ট্যুর। গত ১৮ মে ক্রিস আত্মহত্যা করার পর বন্ধুর শোকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি চিঠিও লেখেন। দুই মাসের ব্যবধানে ক্রিসের ৫৩তম জন্মদিনে (২০ জুলাই) চেস্টার নিজেই আত্মহত্যা করেন। দুজনকে শ্রদ্ধা জানিয়ে গান গাওয়ার সময় টনি বলেন, ‘বাবা ও চেস্টারের জন্য গাওয়া আমার জন্য গর্বের।’ কথা ছিল, এবিসির গুড মর্নিং আমেরিকার সামার কনসার্ট সিরিজে সেন্ট্রাল পার্কে গান গাইবে লিনকিন পার্ক। কিন্তু চেস্টারের মৃত্যুর পর দলটি তাদের সব ট্যুর বাতিল করেছে। আর ওয়ানরিপাবলিক দেশজুড়ে সংগীত ট্যুর করছে। তারা লিনকিন পার্কের জায়গায় গান করে এবং ক্রিস ও চেস্টারকে শ্রদ্ধা জানায়। ওয়ানরিপাবলিক এবিসি নিউজকে ...

গেইলের বিশ্ব রেকর্ডটা ছিল মাত্র এক শট দূরে

Image
বলটাকে কোথায় পাঠানো যায়, সেটাই ভাবছেন হেলস। ছবি: নটিংহ্যাম্পশায়ার টুইটার পেজ টি-টোয়েন্টি মানে ধুমধাড়াক্কা ব্যাটিং। কিন্তু এতটা আশা হয়তো করেনি নটিংহ্যাম্পশায়ারও। ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসের অতিমানবীয় ব্যাটিংয়ে স্রেফ ১৩ ওভার ৫ বলে তাড়া করেছে ১৮৩ রান, উঠে এসেছে টেবিলের শীর্ষে। ১০৬ রানই এসেছে পাওয়ার প্লের ৬ ওভারে! কাল ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্টে ডারহামের মুখোমুখি হয়েছিলেন হেলসরা। টেন্ট ব্রিজে প্রথমে ব্যাট করে ১৮৩ রান করে ডারহাম। জবাবে ৪.১ ওভারেই ৫৫ রান তুলে নিয়েছিল নটিংহ্যাম্পশায়ার। এরপর বৃষ্টি। কে জানত, বৃষ্টি নয়; আসছে হেলস-ঝড়! অষ্টম ওভারের প্রথম বলে সেই ঝড়টা যখন থামল, ততক্ষণে হেলসের নামের পাশে ৯৫ রান। দলের রান ১২৬ আর হেলসের ওপেনিং-সঙ্গী রিকি ওয়েসেলসের রান মাত্র ২২! এমন একটা ইনিংস খেলেও অতৃপ্তি নিয়ে ফিরতে পারেন হেলস। নয়-নয় ১৮টি চার আর ছক্কা মেরেছেন! ৩০তম বলটায় আউট না হয়ে যদি আরেকটা ছক্কা মেরে দিতে পারতেন, গেইলের বিশ্ব রেকর্ডটায় বসে যেত তাঁরও নাম। টি-টোয়েন্টির দ্রুততম সেঞ্চুরি ক্রিস গেইলের দখলে। আইপিএলে বেঙ্গালুরুর হয়ে ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন এই ক্যারিবীয় বুলডোজার। সেই রেকর্ড ভ...

চিকিৎসার নামে নারীদের আপত্তিকর ভিডিও ধারণ

Image
মাদারীপুরে চিকিৎসার নামে নারীদের আপত্তিকর ভিডিও ধারণ করে প্রতারণার অভিযোগে করা মামলায় কাজী নিজামউদ্দিন (৩০) নামের এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। আজ রোববার সকালে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান র‌্যাব-৮-এর মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. রাকিবুজ্জামান। গ্রেপ্তার নিজাম গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার নলকোনা গ্রামের বাসিন্দা। র‍্যাবের দাবি, মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে দীর্ঘদিন করে যৌন চিকিৎসার নামে নারীদের আপত্তিকর ভিডিও ধারণ করে প্রতারণা করে আসছিলেন ভুয়া চিকিৎসক নিজামউদ্দিন। প্রতারণার শিকার এক নারীর দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার বিকেলে টেকেরহাটের সেবা মেডিকেল হল নামের প্রতিষ্ঠানে অভিযান চালায় র‌্যাব। পরে সেখান থেকে ল্যাপটপ, দুটি ক্যামেরা, আটটি মোবাইল ফোন, ১৬টি সিম কার্ডসহ গোপনে ভিডিও ধারণের ডিভাইস জব্দ করা হয়। পরে পর্নোগ্রাফি আইনে রাজৈর থানায় তাঁর বিরুদ্ধে মামলা করে র‍্যাব। তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। নিজামউদ্দিনের বিরুদ্ধে ধর্ষণ, ডাকাতিসহ তিনটি মামলা রয়েছে। মেজর মো. রাকিবুজ্জামান বলেন, গ্রেপ্তার আসামি যৌন চিকিৎসার নামে নারীদের আপত্তিকর ভি...

যে ছবি ছুঁয়ে অনুভব করা যায়

Image
দৃষ্টিপ্রতিবন্ধীরা এই ছবি অনুভব করতে পারবেন। অর্থাৎ দেখার পাশাপাশি ছবিটি ছুঁয়ে দেখলেও অনুভব করা যাবে l ছবি: প্রথম আলো ছবিটি বিমূর্ত। লাল রঙের বিন্যাসে বিশেষভাবে আঁকা ছবিটির শিরোনাম ‘নিখাদ দেশপ্রেম’। সাধারণত কোনো প্রদর্শনীতে দেয়ালে ঝোলানো চিত্রকর্ম ছুঁয়ে দেখার নিয়ম নেই। কিন্তু এ ছবিটি একই সঙ্গে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্যও আঁকা। অর্থাৎ চোখে দেখার পাশাপাশি এ ছবিটি ছুঁয়ে দেখলেও অনুভব করা যাবে। শিল্পী নারগীস পলির আঁকা এই ব্যতিক্রমী চিত্রকর্মটি স্থান পেয়েছে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে। সেখানে চলছে এ শিল্পীর ‘দ্য স্কিন অব আ লিভিং থট’ শীর্ষক একক চিত্রপ্রদর্শনী। প্রদর্শনীতে প্রায় ৩১টি চিত্রকর্ম স্থান পেয়েছে। এর মধ্যে ‘নিখাঁদ দেশপ্রেম’ শিরোনামের ছবিটি বিশেষ পদ্ধতিতে আঁকা। শিল্পী জানালেন দৃষ্টিহীনদের জন্য তাঁর তিনটি ছবি আঁকা আছে। একটি ছবি স্থান পেয়েছে এ প্রদর্শনীতে। প্রদর্শনীকক্ষটি ঘুরে দেখছিলেন অনেকেই। একজন দৃষ্টিহীন বালক অভিভাবকের হাত ধরে এসেছিল। ‘নিখাদ দেশপ্রেম’ শিরোনামের ছবিটির ওপর সে হাত রাখল, রঙের প্রলেপের মধ্যে অনুভব করার চেষ্টা করল স্পর্শের নান্দনিকতা। চোখ ...

শাকিবের সঙ্গে পর্দায় আসতে পারাটা ভাগ্যের: বুবলী

Image
শাকিব খানের সঙ্গে কাজ করতে পারাটাকে ভাগ্যের ব্যাপার বললেন আলোচিত নায়িকা বুবলী। শাকিবের সঙ্গে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পর প্রথম আলোর সঙ্গে আলাপে এমনটাই জানালেন এ অভিনেত্রী। প্রাথমিকভাবে গতকাল শনিবার শাকিব খানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বুবলি। ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ নামের এই সিনেমার পরিচালক উত্তম আকাশ। ‘বসগিরি’ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি হয়ে অভিনয় করে আলোচনায় আসেন বুবলী। এরপর জুটি হয়ে তাঁরা অভিনয় করেন ‘শুটার’, ‘অহংকার’ ও ‘রংবাজ’ সিনেমায়। প্রথম দুটি মুক্তি পেলেও বাকি দুটি কোরবানির ঈদে মুক্তি পাবে। বুবলি ও শাকিব খান আবারও শাকিবের সঙ্গে জুটি হতে পেরে ভীষণ আনন্দিত বুবলী, ‘বরাবরের মতোই আমার জন্য ভীষণ ভালো লাগছে। আমাদের একেকটা সিনেমা একেক ধরনের। তাই তাঁর সঙ্গে বড় পর্দায় আসতে পেরে নিজেকে ভাগ্যবতী মনে করছি। কারণ, শাকিব খান অনেক বড়মাপের অভিনেতা। তাঁর কাছ থেকে অনেক খুঁটিনাটি বিষয়ও শিখতে পারি।’ বুবলীর মা-বাবা দুজনই নোয়াখালীর বেগমগঞ্জের বাসিন্দা। তবে তাঁর জন্ম ও বেড়ে ওঠা ঢাকাতেই। ১১ বছর আগে মা-বাবার সঙ্গে কোরবানির ঈদ কাটাতে শেষবারের মতো নোয়াখালী যাওয়া হয়েছিল তাঁর। এবা...