মিরপুরের বেহাল খাল

খালটি মিরপুর ১১ নম্বর ই ব্লক এলাকার। নাম, ‘সাংবাদিক আবাসিক এলাকা খাল’। এটি মিরপুর কালশী সড়কের দ্য ইঞ্জিনিয়ার্স সিভিল টাওয়ারের পশ্চিম পাশের কালভার্ট থেকে মিরপুর ১১ নম্বরের ৪ নম্বর অ্যাভিনিউয়ের শেখ কামাল উচ্চবিদ্যালয়ের উত্তর পাশের কালভার্ট পর্যন্ত বিস্তৃত। খালের পশ্চিম পাশে আছে সাংবাদিক কলোনি আর পূর্ব পাশে আদর্শ নগর। খালটির কলোনির অংশটুকু ভাগাড়ে পরিণত হয়েছে। আদর্শ নগরের অংশটি দখল হয়ে যাচ্ছে। অনেক স্থানে খালের ওপরই তৈরি করা হয়েছে ঘরবাড়ি ও দোকানপাট। বেহাল খালটির ছবিগুলো সম্প্রতি তোলা।
খালের সাংবাদিক কলোনির অংশে আবর্জনার পুরু আস্তরণ তৈরি হয়েছে।
আদর্শ নগরের অংশে খালের ওপরই তৈরি হয়েছে চলাচলের পথ। খালের অনেকাংশ দখল করে তৈরি করা হয়েছে পাকা বাড়ি।
দূষণে খালটি নালায় পরিণত হয়েছে। নোংরা পানির গন্ধে টেকা দায়। আদর্শ নগর থেকে তোলা ছবি।
প্লাস্টিক, প্লাস্টিকের মোড়ক, পলিথিন, গৃহস্থালি বর্জ্য ইত্যাদি ভেসে বেড়ায় খালের পানিতে। ছবিটি আদর্শ নগর থেকে তোলা।খালের ওপর বাঁশের খুঁটি দিয়ে তৈরি করা হয়েছে ঘর। আদর্শ নগর থেকে তোলা ছবি।
আদর্শ নগরের ঘরবাড়ির ময়লা পানি সরাসরি এসে পড়ে খালটিতে।
আরও সংবাদ

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা