মিরপুরের বেহাল খাল
- Get link
- X
- Other Apps
খালটি মিরপুর ১১ নম্বর ই ব্লক এলাকার। নাম, ‘সাংবাদিক আবাসিক এলাকা খাল’। এটি মিরপুর কালশী সড়কের দ্য ইঞ্জিনিয়ার্স সিভিল টাওয়ারের পশ্চিম পাশের কালভার্ট থেকে মিরপুর ১১ নম্বরের ৪ নম্বর অ্যাভিনিউয়ের শেখ কামাল উচ্চবিদ্যালয়ের উত্তর পাশের কালভার্ট পর্যন্ত বিস্তৃত। খালের পশ্চিম পাশে আছে সাংবাদিক কলোনি আর পূর্ব পাশে আদর্শ নগর। খালটির কলোনির অংশটুকু ভাগাড়ে পরিণত হয়েছে। আদর্শ নগরের অংশটি দখল হয়ে যাচ্ছে। অনেক স্থানে খালের ওপরই তৈরি করা হয়েছে ঘরবাড়ি ও দোকানপাট। বেহাল খালটির ছবিগুলো সম্প্রতি তোলা।
আরও সংবাদ
বিষয়:
- Get link
- X
- Other Apps
Comments