Posts

Showing posts from October 29, 2017

নির্বাচনে বিরোধী দল কি অংশ নেবে?

Image
জাতি অনেকটা উদগ্রীব হয়ে আছে আগামী সাধারণ নির্বাচনের দিকে। আগামী নির্বাচন সামনে রেখে ইতিমধ্যে নির্বাচন কমিশন পুনর্গঠিত হয়েছে এবং পুনর্গঠিত কমিশন তাদের পরিকল্পিত কার্যক্রম শুরু করে দিয়েছে। একই সঙ্গে ছোট-বড় প্রায় সব রাজনৈতিক দল, বিভিন্ন আগ্রহী প্রার্থী, নির্বাচনে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও নির্বাচন ব্যবসায়ীরাও তাদের কর্মতৎপরতা বৃদ্ধি করতে শুরু করেছে।   সেই সঙ্গে বিভিন্ন স্বার্থান্বেষী মহল ও কর্তৃপক্ষ তাদের উদ্দেশ্যপ্রণোদিত বক্তৃতা ও বিবৃতি দিয়ে রাজনৈতিক মাঠ তথা নির্বাচনী বাজার গরম করার চেষ্টা করছে। সরকার ও নির্বাচন কমিশন সংবিধানের যে বিধান অনুযায়ী আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে যাচ্ছে বিরোধী সব পক্ষ সংবিধানের সেই ধারার অধীনে নির্বাচনে অংশগ্রহণে রাজি নয় বলেই মনে হচ্ছে। বিরোধী পক্ষ বক্তৃতা-বিবৃতি দিয়ে সংসদ নির্বাচনের বিষয়ে সংবিধানের কতিপয় বিলুপ্ত ধারা পুনর্বহালের জোর দাবি জানাচ্ছে, অন্যথায় তারা নির্বাচনে না যাওয়ার মনোভাব প্রকাশ করছে। তবে বর্তমান সংবিধানের আর একটি বিকল্প ধারার অধীনে সংসদ বিলুপ্ত করে নির্বাচনের ব্যবস্থা করলে সেই নির্বাচনে হয়তো বিরোধী পক্ষের অংশগ্রহণ করার সম্ভা...

যে কারণে ইসলাম গ্রহণ করেন বক্সার মোহাম্মদ আলী!

Image
মোহাম্মদ আলী। বিশ্বজুড়ে তার খ্যাতি। বক্সিংয়ে ছিলেন অপরাজেয়। ৬১টি ম্যাচের মধ্যে ৫৬টিতেই বিজয়ী। তাকে বলা হত দ্য গ্রেটেস্ট, কিং অব বক্সিং ও দ্য পিপল'স চ্যাম্পিয়ন। এ কিংবদন্তী বক্সারের জন্ম যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিলে ১৯৪২ সালে। ১৯৬৪ সালে তিনি ইসলাম ধর্মগ্রহণ করেন। আর তখন থেকেই তার ক্যারিয়ার তুঙ্গে উঠতে থাকে। এবং তিনি মার্কিন মুসলিম তরুণদের আইকনে পরিণত হন। এর কয়েক বছর পরই তার স্ত্রী বেলিন্ডার সঙ্গে আলীর ইসলামে ধর্ম গ্রহণের কারণ উল্লেখ করেন। যা এতদিন অজানাই ছিল। বেলিন্ডা বলেন, আলী নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিল। তিনি অহঙ্কারী হয়ে উঠেছিলেন। তিনি এমন ভাব করছিলেন যে নিজেকে সর্বশক্তিমান ভাবতে শুরু করলেন। তখন বেলিন্ডা তাকে বলেন, তুমি হয়তো নিজেকে সবচেয়ে মহান বা শক্তিশালী বলতে পার। কিন্তু তুমি কখনোই সর্বশক্তিমান আল্লাহর চেয়ে শক্তিশালী ও মহান নও, আর তা হতেও পারবে না। এরপর বেলিন্ডা আলীকে বললেন, তিনি কেন মুসলমান হয়েছেন তা কাগজে লেখার জন্য। আলীও বাধ্য ছেলের মতো এক তা কাগজ ও একটি নীল কলম নিয়ে লিখতে বসে গেলেন। কাগজে আলী তার জন্মস্থান লুইসভিলে তার কৈশোরের দিনগুলো নিয়ে লেখে...

রেস্ট হাউজে অনৈতিক কাজে জড়িত ১৪ নারী-পুরুষ আটক

Image
সিলেট নগরীর সুরমা মার্কেটস্থ একটি রেস্ট হাউজ থেকে ১৪ জনকে আটক করেছে পুলিশ। এরমধ্যে ৬ জন পুরুষ, ৮ জন নারী। অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শনিবার গভীর রাতে তাদের আটক করা হয়। আটকরা হলেন- সানজিদা, তানিয়া, প্রিয়া, নাসরিন, রুমা আক্তার, আশা, প্রিয়া বেগম, কল্পনা আক্তার, বজলুর রহমান, মজনু মিয়া, সালাউদ্দিন, শাহ আলম, আবুল খায়ের ও ইমন। নগরীর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন জানান, আটকতদের বিরুদ্ধে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তারা ওই রেস্ট হাউজে অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। বিডি প্রতিদিন/২৯ অক্টোবর ২০১৭/আরাফাত

চাচির পরকীয়া দেখে ফেলায় কিশোরীকে পুড়িয়ে হত্যা

Image
মোবাইল চুরি নয়, প্রেমিকের সঙ্গে চাচির অপ্রীতিকর পরকীয়ার ঘটনা দেখে ফেলার কারণেই পঞ্চম শ্রেণির স্কুলছাত্রী আজিজাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করেছেন আটক তমুজা বেগম। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার ওসি মো. সৈয়দুজ্জামান। ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে মোবাইল চুরির অপবাদ দিয়ে আজিজার শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে চাচি ও তার লোকজন। গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের দগ্ধ স্কুলছাত্রীর মৃত্যু হয়। নিহতের স্বজন ও পরিবারের অভিযোগ, মোবাইল চুরির অভিযোগে আজিজাকে বাড়ি থেকে ধরে নিয়ে প্রথমে নির্যাতন এবং পরে গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। নরসিংদীর শিবপুর উপজেলা খৈনকুট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রী আজিজা খাতুন (১৩) খৈনকুট গ্রামের আবদুস সাত্তারের মেয়ে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। তার বাবা সাত্তার স্থানীয় একটি মুরগির খামারে চাকরি করেন। এদিকে সন্তানকে পুড়িয়ে হত্যার ঘটনায় আজিজার চাচি বিউটি বেগমসহ সাতজনের বিরুদ্ধে শিবপুর থানায় মামলা করেছেন সাত্তার মিয়া। মামলার অন্য আসামিরা হলো বিউটি বেগমের মা সানোয়ারা ব...

প্রেমিকার সাথে দেখা করে ফেরার পথে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা

Image
পটুয়াখালীর বাউফলে প্রেমিকার সাথে দেখা করে বাড়ি ফেরার পথে জীবন বেপারী (৩০) নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের গোসিংগা গ্রামের মিন্টু মৃধার বাড়িতে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ ঘটনার পর মিন্টু আত্মগোপন করলেও তার মেয়ে সোনিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে।   নিহত জীবন পার্শ্ববর্তী দশমিনা উপজেলার সাংকিপুরা গ্রামের জিতেন্দ্র বেপারীর ছেলে এবং বাউফলের উলানিয়া কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। সে পার্শ্ববর্তী গলাচিপার উপজেলার উলানিয়া গ্রামে তার ভগ্নিপতির বাড়িতে থেকে পড়াশুনা করতো। গোসিংগা এলাকার একটি স্কুলের ১০ম শ্রেণির ছাত্রী প্রেমিকা তৃষ্ণার সাথে দেখা করে বাড়ি ফেরার পথে সন্দেহজনক মারধরে তার মৃত্যু হয় বলে জানা গেছে। পটুয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, জীবন বেপারীর সাথে কিছুদিন আগে ফেসবুকের মাধ্যমে তৃষ্ণার পরিচয় হয়। গত শনিবার রাতে তৃষ্ণার বাবা-মা বাড়ি ছিলো না। এই সুযোগে তৃষ্ণার আহ্বানে ওই রাতে তার সাথে দেখা করতে যায় প্রেমিক জীবন। রাতে দেখা সাক্ষাৎ শেষে রবিবার ভোরে বাড়ি ফেরার পথে গোসিংগা গ্রামের মিন্ট...

ডোকালাম সীমান্তে স্যাটেলাইটের মাধ্যমে নজর রাখবে ভারত

Image
পঞ্চশীল' চুক্তিতে চীন যতই আবদ্ধ হোক, ডোকালামে যে তাদের সেনা আধিপত্য বজায় রাখছে, তা বিভিন্ন সময়ে হাবেভাবে বুঝিয়ে দিয়েছে জিনপিং প্রশাসন। ডোকলায় চীনা সেনার গতিবিধি নজর রাখতে তাই সদা সতর্ক সাউথ ব্লক। নজরদারী চালাতে এবার অভিনব পদক্ষেপ করতে চলেছে ভারত। ডোকলামসহ ভারত-চীন সীমান্ত বরাবর প্রায় সাড়ে ৩ হাজার কিলোমিটার এলাকা উপগ্রহের মাধ্যমে নজরদারী চালাবে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিস। পূর্বে অরুণাচল প্রদেশ থেকে পশ্চিমে জম্মু ও কাশ্মীর পর্যন্ত স্যাটেলাইটের মাধ্যমে অনুপ্রবেশকারীদের উপর নজর রাখা হবে বলে সেনা সূত্রে খবর। সেনা কর্মকর্তা আর কে পঞ্চানন্দ বলেন, ইসরোর জিওস্টেশনারি কমিউনিকেশন উপগ্রহ 'জিস্যাট-৬'র পাঠানো তথ্যের মাধ্যমে সীমান্ত পর্যবেক্ষণের দায়িত্বে থাকবে আধাসামরিক বাহিনী। ২০১৫ সালে ইসরোর পাঠানো এই উপগ্রহটি গোটা দেশের উপর নজরদারি করে।   আইটিবিপি সূত্রে খবর, উপগ্রহের পাঠানো মোট তথ্যের ২৫ শতাংশ কন্ট্রোল করবে তাদের সেনাবাহিনী। যদিও এখনও পর্যন্ত ইসরোর তরফে এই প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া মেলেনি। কিন্তু আইটিবিপি-র নিজস্ব ওয়েবসাইটে 'জিস্যাট-৬' সংক্রান্ত একটি নোটিফিকেশন বে...

লোকদের ফিরিয়ে আনার মানে নাগরিকত্ব দেয়া নয়: মিয়ানমারের অভিবাসনমন্ত্রী

Image
মিয়ানমারের অভিবাসন, শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী থেইন সোয়ে বলেছেন, রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া লোকদের ফিরিয়ে আনার অর্থ তাদেরকে মিয়ানমারের নাগরিকত্ব দেয়া নয়। মিয়ানমার সরকার রাখাইনের রোহিঙ্গা মুসলিমদের দেশটির নাগরিক বলে স্বীকার করে না। তারা রোহিঙ্গাদের ‘অবৈধ বাঙালী’ বলে অভিহিত করে থাকে।  শুক্রবার মিয়ানমার পার্লামেন্টের উচ্চকক্ষের এক বৈঠকে দেশটির অভিবাসন মন্ত্রী বলেন, বাংলাদেশে পালিয়ে যাওয়া ‘বাঙালীদের’ যখন আবারো গ্রহণ করা হবে তখন এর অর্থ হবে আমরা মিয়ানমার থেকে পালিয়ে যাওয়া মানুষদের গ্রহণ করছি। তাদেরকে মিয়ানমারের নাগরিক হিসেবে গ্রহণ করছি না। ইলেভেনমিয়ানমার নামে একটি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রী থেইন সোয়ে বলেন, আমরা ‘বাঙালী’দেরকে গ্রহণ করছি যারা সহিংসতার জন্য বাংলাদেশে পালিয়ে গিয়েছিল। এখানে তাদেরকে মিয়ানমারের নাগরিকত্ব দেয়া হচ্ছে না। যারা মিয়ানমারে ফিরে আসতে চাইবে তাদের কাছে অবশ্যই ‘যাচাইকরণ প্রক্রিয়ার কার্ড’ থাকতে হবে। এক্ষেত্রে আমরা প্রতিদিন প্রায় দেড়শো লোককে ‘চেক’ করার পরিকল্পনা করেছি। পরিস্থিতি বিবেচনায় এই সংখ্যা বাড়তে বা কমতে...

বিয়ের অনুষ্ঠান না করে ৩শ জন দুস্থ খাওয়ালেন এ দম্পতি

Image
বিয়ের অনুষ্ঠানে লোকজন ডেকে না খাইয়ে ৩০০ জন গরীব মানুষকে একবেলা পেট ভরিয়ে খাওয়ালেন এক নব দম্পতি। বাঙালির বিয়ে মানে যেখানে তিন দিনের বিশাল অনুষ্ঠান, জাঁকজমক। আর সেখানে খাদ্যরসিক বাঙালির জন্য থাকবে নানা খাবারের আয়োজন। পাত্র-পাত্রী পক্ষের আর্থিক অবস্থা যেমন হোক আয়োজনটা চাই ষোলোআনা। তবে এমন লোক দেখানো বিয়ে করার কোন রকম ইচ্ছাই ছিল না দেবীপ্রসাদ ও তিথি দম্পতির। তারা চেয়েছিলেন খুব সাধারণ ভাবে বিয়ে করতে। সেটাই কাজে করে দেখিয়েছেন প্রফেসর দম্পতি দেবীপ্রসাদ ভট্টাচার্য ও তিথি দে। ‘অতিসাধারণ’ বিয়েতে তাঁরা খাওয়ালেন শুধু ৩০০ জন গরীব দুঃখী মানুষের। এই দম্পতি দক্ষিণ ২৪ পরগণার নামখানার বাসিন্দা। পেশায় দুজনেই কম্পিউটার সায়েন্সের অধ্যাপক। দেবীপ্রসাদের কর্মস্থল ব্যরাকপুরের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ। তিথি নেতাজী নগর কলেজের দিবাবিভাগের অধ্যাপিকা। বছর পাঁচেক আগেই শুরু হয়েছিল প্রেম। তারপরই ধীরে ধীরে এগিয়ে গিয়েছে সম্পর্ক। বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন চলতি বছরেই। এভাবে বিয়ের সিদ্ধান্ত কেন এমন প্রশ্নের উত্তরে দেবীপ্রসাদ বলেন, ‘ এমন অনেক মানুষ আছেন যারা দিনের পর দিন খেতে পায় না। আর একটা বিয়ের ...

মিয়ানমারজুড়ে রোহিঙ্গাদের ভাগ্যে শুধুই ঘৃণা

Image
মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের উপর সেনাবাহিনীর জাতিগত নিধনের ঘটনায় সারা বিশ্ব নিন্দাজ্ঞাপন করছে, তাদের কষ্টে সমব্যথী হচ্ছে। কিন্তু মিয়ানমারজুড়ে রোহিঙ্গাদের প্রতি সমাজের কোনো অংশেরই কোনো সমবেদনা নেই, বিশ্বের সবচেয়ে নিপীড়িত এই গোষ্ঠীটির প্রতি রয়েছে তাদের তীব্র ঘৃণা। নিউইয়র্ক টাইমসের বিশেষ প্রতিবেদনে মিয়ানমারের সাধারণ মানুষ, সরকারি কর্মকর্তা, বিরোধী দলের রাজনীতিবিদ এমনকি মানবাধিকার কর্মীদের ভাষ্যেও উঠে এসেছে রোহিঙ্গাদের প্রতি সম্মিলিত ঘৃণার পরাবাস্তব চিত্র। তাদের সবার ধারণা রোহিঙ্গারা নিজেরাই এসব করে বিশ্ববাসীর সহানুভূতি ছিনতাই করতে চাইছে। জাতিসংঘসহ বিশ্বের সব মানবাধিকার সংস্থার প্রতিবেদনে রোহিঙ্গাদের প্রতি মিয়ানমার সেনাবাহিনীর হত্যা, ধর্ষণের বর্ণনা উঠে এসেছে। গত ২৫ আগস্ট থেকে শুরু হওয়া ‘ক্লিয়ারেন্স অপারেশনে’ ৬ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। আর এতে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন রাখাইনের রাজধানী সিতওয়ের দামারামা আশ্রমের প্রধান ভিক্ষু উ থু মিন গালা। ৫৭ বছর বয়সী এই মহন্ত বলেন, রোহিঙ্গা মুসলিমরা কখনো মিয়ানমারের ছিল না। তাদের জনসংখ্যা বৃদ্ধির হারের কারণে তারা স্থানীয় বৌদ্ধদের ...

এবার প্রিন্স জর্জকে হত্যার হুমকি আইএসের!

Image
ব্রিটেনের শিশু রাজপুত্র প্রিন্স জর্জকে হত্যার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। এনক্রিপ্টেড অ্যাপ টেলিগ্রামের আইএসের একটি গ্রুপে প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের ৪ বছরের পুত্রের নতুন স্কুলের পাশে তোলা এক ছবি দিয়ে লেখা হয়, খুব দ্রুতই স্কুল শুরু হতে যাচ্ছে। ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারের ধারায় দাদা প্রিন্স চার্লস, বাবা প্রিন্স উইলিয়ামের পরেই তৃতীয় স্থানে আছে জর্জ। ব্রিটিশ দৈনিক ডেইলি স্টার নিজস্ব তদন্তকারীরর বরাতে জানায়, গত মাসে টমাস ব্যাটারসি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেছে। টেলিগ্রামে আইএসের জনপ্রিয় চ্যানেলে পোস্ট করা বার্তায় আরবিতে লেখা ছিল, যখন যুদ্ধ বুলেটের সংগীত নিয়ে হাজির হবে তখন আমরা অবিশ্বাসীদের উপর ঝাঁপিয়ে পড়ব। আইএস টেলিগ্রাম অ্যাপটি ব্যবহার করে থাকে কারণ এতে বার্তা এনক্রিপ্ট করা থাকে এবং ব্যবহারকারীর অবস্থান গোপন থাকে। ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তারা নিয়মিত এসব অ্যাপ নজরদারি করে থাকে। এর আগে টমাস ব্যাটারসি স্কুলে বিনা বাধায় ঘুরে বেড়িয়ে এক নারী ভিডিও পোস্ট করার পরে প্রিন্স জর্জের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়। সপ্তাহখানেক পরে চুরি করার অভিযোগে এক নারীকে ...

কক্সবাজার পৌঁছেছেন খালেদা জিয়া

Image
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণের জন্য কক্সবাজারে পৌঁছেছেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।  রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি কক্সবাজার সার্কিট হাউসে পৌঁছান। এ সময় কক্সবাজার বিএনটির নেতারা খালেদা জিয়া শুভেচ্ছা জানান। খালেদা জিয়ার সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতারা রয়েছেন।  এর আগে রবিবার বেলা সোয়া ১২টায় চট্টগ্রাম সার্কিট হাউস থেকে কক্সবাজারের পথে রওনা হন খালেদা জিয়া। খালেদা জিয়াকে সংবর্ধনা জানাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে জড়ো হন বিএনপি নেতাকর্মীসহ হাজার হাজার মানুষ। আগামীকাল সোমবার সকাল ১১টায় উখিয়ায় বালুখালি পানবাজার রোহিঙ্গা ক্যাম্প, বালুখালি-২, হাকিমপাড়া ও শফি উল্লাহকাটা ঢালা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ করবেন খালেদা জিয়া। ওই দিন বিকেলে কক্সবাজার হয়ে চট্টগ্রাম সার্কিট হাউসে তার রাত্রি যাপন করার কথা রয়েছে। ইত্তেফাক/ইউবি

চাঁদনী আত্মহত্যা : বখাটে শুভ ও তার পিতা রিমান্ডে

Image
খুলনায় সপ্তম শ্রেণির ছাত্রী শামসুন নাহার চাঁদনীর (১২) আত্মহত্যায় প্ররোচনা মামলার মূল আসামি শামীম হাওলাদার শুভ ও তার পিতা শাহ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে পুলিশ।  রবিবার বিকালে খুলনার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও মহানগর দ্রুত বিচার আদালতের বিচারক সুমি আহমেদ শুনানি শেষে শুভকে পাঁচদিন ও তার পিতা শাহ আলমকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বিকাল ৪টায় মামলার তদন্তকারী কর্মকর্ত লবণচরা থানার সহকারী পরিদর্শক (এসআই) মো. ইউসুফ আলী হাওলাদার তাদের আদালতে হাজির করে ৭দিনের রিমান্ডের আবেদন করেন। বখাটে শামীম হাওলাদার শুভ ও তার সহযোগীদের ইভটিজিংয়ের শিকার হয়ে খুলনা সরকারি করোনেশন বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির মেধাবী ছাত্রী শামসুন নাহার চাঁদনী গত ১৩ অক্টোবর রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় পরের দিন চাঁদনীর পিতা রবিউল ইসলাম লবণচরা থানায় মামলা দায়ের করেন। মামলায় বখাটে শামীম হাওলাদার শুভ, তার পিতা শাহ আলম হাওলাদার, মা জাকিয়া বেগম, স্থানীয় আওয়ামী লীগ নেত্রী মাফিয়া কবির ও বন্ধু হাসিবসহ অজ্ঞাত আরো তিন-চারজনকে আসামি করা হয়। ইত্তেফাক/ইউবি

মৃত্যুর ৯৩ বছর পরও যেমন আছে লেনিনের মমি

Image
সোভিয়েত ইউনিয়নের প্রথম রাষ্ট্রপ্রধান, বিপ্লবী নেতা  ভ্লাদিমির লেনিন আজ থেকে প্রায় ৯৪ বছর আগে মারা যান। মস্কোর রেড স্কয়ারের একটি জাদুঘরে লেনিনের মমি করা লাশ আজও প্রদর্শন করা হচ্ছে। যদিও লেনিনের লাশ নিয়ে কি করা হবে, তাকে সমাধিস্থ করা হবে কিনা এমন প্রশ্ন রাশিয়ায় নিয়মিতই শোনা যায়। ভ্লাদিমির লেনিনের মমি করা লাশের বিষয়ে কিছু তথ্য দেয়া যেতে পারে। বলশেভিক বিপ্লবের নায়ক ভ্লাদিমির লেনিন ১৯২৪ সালে মৃত্যুবরণ করেন। মারা যাওয়ার পর সোভিয়েত কর্তৃপক্ষ চাইল তার জন্য একটি স্মৃতিসৌধ নির্মাণ করবে। দীর্ঘ ছয় বছরের চেষ্টায় ১৯৩০ সালে স্মৃতিসৌধ নির্মাণের কাজ শেষ করেন শ্যুসেভ। ঠিক ক্রেমলিন ওয়ালের পাশেই অবস্থিত এই স্মৃতিসৌধটির একটি অংশ ১৯৪৫ সালে পুনরায় নির্মাণ করা হয়। যাতে রেড স্কয়ারের প্যারেডের সময় সোভিয়েত নেতারা সেখানে দাঁড়াতে পারেন। শ্যুসেভের পরিকল্পনা অনুযায়ী লেনিনের স্মৃতিসৌধ বড় ধরনের মেরামত ছাড়াই গত ৯৩ বছর ধরে টিকে আছে। এটি ইউনেস্কোর তালিকাভুক্ত অন্যতম স্মৃতিসৌধ হিসেবে স্বীকৃত। রেড স্কয়ারের এ সমাধিতে গত শতকের বিশের দশকের মাঝামাঝি থেকে শায়িত অবস্থায় রয়েছে লেনিনের মমি করা লাশ। প্রথমদিকে...

বান্দরবানে ৫টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন

Image
জেলার থানচি উপজেলায় ৫টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করা হয়েছে। সরকারের বিভিন্ন বিভাগের অর্থায়নে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর প্রধান অতিথি হিসেবে এসব প্রকল্পের উদ্বোধন করেন। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির শর্ত অনুযায়ী পার্বত্য চট্টগ্রামের সর্বাধিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ অবকাঠামো, বিদ্যুৎসহ নানাবিধ উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। উন্নয়ন ও অগ্রগতির ধারাবহিকতা বজায় রেখে উন্নত-সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম বিনির্মাণে সকলকে একযোগে কাজ করতে হবে। সরকারের এই উন্নয়ন কর্মকাণ্ডকে যাতে কেউ বাধাগ্রস্ত না করতে পারে সেজন্য সজাগ দৃষ্টি রাখতে প্রতিমন্ত্রী সাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। বাসস। ইত্তেফাক/এমআই

গৌরীপুরে জমি লিখে না দেয়ায় শাশুড়িকে নির্যাতন

Image
জমি লিখে না দেয়ায় নুরজাহান বেগম (৭০) নামে বৃদ্ধাকে তার পুত্রবধূ নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।  শুক্রবার ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চন্দপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নুরজাহানকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।তিনি ওই গ্রামের মৃত শামছুদ্দিনের স্ত্রী।  নুরজাহান বেগম জানান, তার স্বামী শামছুদ্দিন প্রায় ১৫ বছর আগে মারা গেছেন। তিনি কোটি টাকার সম্পদ রেখে গেছেন। সংসার জীবনে তার চার  ছেলে ও তিন মেয়ে রয়েছে। এই সম্পদ লিখে দেয়ার জন্য ছেলে আর ছেলের বউ প্রায়ই চাপ দিত।  তিনি বলেন, ‘ছোট ছেলে কামাল হোসেনকে দুই বছর আগে ৩ কাটা জমি লিখে দিয়েছি। এখন আরো ২ কাটা জমি লিখে দেয়ার জন্য হুমকি দিচ্ছে। জমি লিখে না দেয়ায় পুত্রের বউ লাভলী আক্তার ভাতের প্লেট বাইরে ফেলে দেয়। এরপর এলোপাতাড়ি মারধোর করে।’  এ ঘটনায় নুরজাহান বেগম বাদী হয়ে গৌরীপুর থানায় রবিবার একটি অভিযোগ দায়ের করেন। সেখানে পুত্র কামাল হোসেনের বিরুদ্ধে নির্যাতন ও অপর পুত্র আব্দুস সালামের বিরুদ্ধে শ্বাসরোধ করে রাখার অভিযোগ আনা হয়।  গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) তা...