বান্দরবানে ৫টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন
জেলার থানচি উপজেলায় ৫টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করা হয়েছে। সরকারের বিভিন্ন বিভাগের অর্থায়নে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর প্রধান অতিথি হিসেবে এসব প্রকল্পের উদ্বোধন করেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির শর্ত অনুযায়ী পার্বত্য চট্টগ্রামের সর্বাধিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ অবকাঠামো, বিদ্যুৎসহ নানাবিধ উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। উন্নয়ন ও অগ্রগতির ধারাবহিকতা বজায় রেখে উন্নত-সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম বিনির্মাণে সকলকে একযোগে কাজ করতে হবে।
সরকারের এই উন্নয়ন কর্মকাণ্ডকে যাতে কেউ বাধাগ্রস্ত না করতে পারে সেজন্য সজাগ দৃষ্টি রাখতে প্রতিমন্ত্রী সাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। বাসস।
ইত্তেফাক/এমআই
Comments