Posts

Showing posts from January 16, 2019

প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়া ও কুর্দিদের

Image
সিরিয়া সীমান্তে তুরস্কের সামরিক বহর তুরস্কের অধীনে সিরিয়া সীমান্তে ‘নিরাপত্তা অঞ্চল’ প্রতিষ্ঠার বিষয়ে আমেরিকা যে প্রস্তাব দিয়েছে সিরিয়ার কুর্দি গেরিলারা ও রাশিয়া তা প্রত্যাখ্যান করেছে। সিরিয়ার কুর্দি গেরিলারা এতদিন মার্কিন সমর্থন পেয়ে এসেছে। তারা বলছে, এর মাধ্যমে সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন হবে। কুর্দি রাজনীতিক ও ডেমোক্র্যাটিক সোসাইটি মুভমেন্টের কো-চেয়ারপারসন আলদার খলিল বুধবার বলেন, কুর্দিরা শুধুমাত্র সীমান্তে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত মেনে নেবে, আর কিছু নয়। অন্যদিকে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, এ সমস্যার সবচেয়ে ভালো সমাধান হচ্ছে- এলাকাটি সিরিয়া সরকারের অধীনে আনা। গতকাল তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব অনুসারে উত্তর সিরিয়াজুড়ে তুরস্ক নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠা করবে। তার একদিন আগে তিনি ট্রাম্পের সঙ্গে ফোনে আলাপ করেন। ফোনালাপকে এরদোগান পুরোপুরি ইতিবাচক বলে মন্তব্য করেছেন। বিডি প্রতিদিন/১৬ জানুয়ারি ২০১৯/আরাফাত

কানাডায় এসেও হত্যার হুমকি পাচ্ছেন ধর্মত্যাগী সৌদি কিশোরী

Image
কানাডায় এসে নতুন করে জন্ম হল বলে উল্লেখ করেছেন বাড়ি থেকে পালিয়ে আসা ধর্মত্যাগী সৌদি কিশোরী রাহাফ। ছবি: সংগৃহীত। কানাডায় এসেও একাধিক হত্যার হুমকি পাচ্ছেন ধর্মত্যাগী সৌদি কিশোরী রাহাফ মোহাম্মদ। এমন তথ্য জানিয়েছে রাহাফকে আশ্রয় দেওয়া কানাডার শরণার্থী সংস্থাটি। তবে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, এজন্য রাহাফের ভয়ের কিছু নেই। রাহাফের নিরাপত্তার জন্য ইতিমধ্যে একজন বডিগার্ড নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাটির নির্বাহী পরিচালক মঙ্গলবার জানায়, রাহাফ একা নয়, রাহাফের জন্য আমরা পাশে আছি এবং রাহাফ ইতিমধ্যে স্বাভাবিক জীবনযাবন শুরু করেছে। এছাড়া মঙ্গলবার টরেন্টোতে রাহাফ এক সংবাদ সম্মেলনে জানান, তিনি তার নিজের নাম পরিবর্তন করেছেন। তিনি তার পূরো নাম রাহাফ মোহাম্মদ আল-কুনুন থেকে আল-কুনুন বাদ দিয়েছেন। উল্লেখ্য,গত সপ্তাহে সৌদি আরব থেকে পালিয়ে থাইল্যান্ড চলে আসেন রাহাফ। সেখান থেকে অস্ট্রেলিয়ার যাওয়ার পথে থাইল্যান্ড তাকে আঁটকে দেয়। ব্যাংকক থেকে রাহাফকে সৌদি আরবে ফেরত পাঠাতে চেয়েছিলো থাই কর্তৃপক্ষ। পরে বিমানবন্দরে নিজেকে অবরুদ্ধ করে রাখলে বিশ্ব গণমাধ্যমে শিরোনাম হন এই কিশোরী। এরপর কানাডা সরকা...

কর্ণাটকে টলমলে সরকার

Image
কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী কিছুটা বিপাকে পড়তে যাচ্ছেন। ফাইল ছবি কর্ণাটকে কংগ্রেস ও জনতা দলের জোট সরকারের অস্তিত্ব টলমলে। সরকারকে সমর্থন জানানো দুই স্বতন্ত্র বিধায়ক সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন। চেষ্টা চলছে আরও অন্তত ১০ থেকে ১২ জনকে বের করার। রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্মনিরপেক্ষ জনতা দলের (জেডিএস) এইচ ডি কুমারস্বামীর বাবা সাবেক প্রধানমন্ত্রী দেবেগৌড়া বলেছেন, বিজেপি চেষ্টার অন্ত রাখছে না। সরকার বাঁচাতে এখন ঈশ্বরই ভরসা। যে দুই স্বতন্ত্র বিধায়ক সমর্থন তুলে নিয়েছেন তাঁরা হলেন এইচ নাগেশ ও আর শঙ্কর। তাঁরা সমর্থন প্রত্যাহার করায় ২২৪ সদস্যের বিধানসভায় জোট সরকারের বিধায়ক সংখ্যা ১১৬। আরও ৪ জন সমর্থন তুললে জোট সরকার গরিষ্ঠতা হারাবে। রাজ্য কংগ্রেসের নেতা ও মন্ত্রী ডি কে শিবকুমার জানিয়েছেন, দলের কয়েকজন বিধায়ককে মুম্বাইয়ের হোটেলে বিজেপি আটকে রেখেছে। বিজেপি নেতারা পাল্টা বলছেন, মুখ্যমন্ত্রী কুমারস্বামী দল ভাঙানোর খেলায় নেমেছেন। বাধ্য হয়ে বিজেপি তাদের বিধায়কদের রাজ্য থেকে সরিয়ে দিয়েছে। বিজেপির বিধায়কেরা দল বেঁধে ঘাঁটি গেড়েছেন দিল্লির পাশে হরিয়ানার গুরুগ্রামের এক রিসোর্টে। কুমা...