ভারত থেকে রোহিঙ্গা শরণার্থীদের বহিষ্কারের সিদ্ধান্ত: সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ
আজ (শুক্রবার) এ সংক্রান্ত এক আবেদনে সাড়া দিয়ে ভারতের সর্বোচ্চ আদালত শুনানিতে সম্মত হয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর ওই মামলার শুনানি অনুষ্ঠিত হবে। প্রখ্যাত আইনজীবী প্রশান্ত ভূষণের উপস্থাপনা বিবেচনা করে প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারপতির সমন্বিত বেঞ্চ এ ব্যাপারে দ্রুত শুনানিতে সম্মত হয়েছে। প্রশান্ত ভূষণ এ ব্যাপারে দ্রুত শুনানির জন্য আদালতে হলফনামা দিয়েছিলেন। আদালতে দু’জন রোহিঙ্গা অভিবাসীর পক্ষ থেকে দায়ের করা পিটিশনে বলা হয়েছে, মিয়ানমারে তারা মামলার মুখোমুখি হচ্ছেন এবং তাদের সেখানে ফেরত পাঠানো হলে তা আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন হবে। ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সম্প্রতি 'অবৈধভাবে' বসবাসরত ৪০ হাজার রোহিঙ্গা মুসলিমকে দেশ থেকে বের করে মিয়ানমারে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন গণমাধ্যমের রিপোর্টের ভিত্তিতে গত ১৮ আগস্ট সপ্রণোদিত হয়ে এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নোটিশ পাঠিয়েছে। এবং স্বরাষ্ট্র সচিবকে এ ব্যাপারে ৪ সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়। জম্মুতে রোহিঙ্গাদের একটি শরণার্থী শিবির সম্প্রতি জাতিসংঘ...