Posts

Showing posts from September 1, 2017

ভারত থেকে রোহিঙ্গা শরণার্থীদের বহিষ্কারের সিদ্ধান্ত: সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ

Image
আজ (শুক্রবার) এ সংক্রান্ত এক আবেদনে সাড়া দিয়ে ভারতের সর্বোচ্চ আদালত শুনানিতে সম্মত হয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর ওই মামলার শুনানি অনুষ্ঠিত হবে।  প্রখ্যাত আইনজীবী প্রশান্ত ভূষণের উপস্থাপনা বিবেচনা করে প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারপতির সমন্বিত বেঞ্চ এ ব্যাপারে দ্রুত শুনানিতে সম্মত হয়েছে। প্রশান্ত ভূষণ এ ব্যাপারে দ্রুত শুনানির জন্য আদালতে হলফনামা দিয়েছিলেন।  আদালতে দু’জন রোহিঙ্গা অভিবাসীর পক্ষ থেকে দায়ের করা পিটিশনে বলা হয়েছে, মিয়ানমারে তারা মামলার মুখোমুখি হচ্ছেন এবং তাদের সেখানে ফেরত পাঠানো হলে তা আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন হবে। ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সম্প্রতি 'অবৈধভাবে' বসবাসরত ৪০ হাজার রোহিঙ্গা মুসলিমকে দেশ থেকে বের করে মিয়ানমারে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন গণমাধ্যমের রিপোর্টের ভিত্তিতে গত ১৮ আগস্ট সপ্রণোদিত হয়ে এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নোটিশ পাঠিয়েছে। এবং স্বরাষ্ট্র সচিবকে এ ব্যাপারে ৪ সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়। জম্মুতে রোহিঙ্গাদের একটি শরণার্থী শিবির সম্প্রতি জাতিসংঘ...

আজো আবিষ্কার হয়নি বিখ্যাত এই গুপ্তধনগুলো

Image
ফ্লোর ডে লা মারের গুপ্তধন: দ্য ফ্লোর ডে লা মার (সমুদ্রের ফুল) একটি পর্তুগিজ ক্যারাক যেটি তৈরি করা হয়েছিল ১৫০২ সালে, লিসবনে। জলপথের ইতিহাসে এই ক্যারাকের নানা গল্প প্রচলিত আছে এবং দিউ এর যুদ্ধে এই ক্যারাকটি অংশগ্রহণ করেছিল। আলফোনসো দ্য আলবুকার্ক ছিলেন এই জাহাজের নাবিক। রাজা সিয়ামের জন্য প্রচুর ধনরত্ন নিয়ে এই ক্যারাকটি আলফোনসোর নেতৃত্বে মালাক্কা থেকে রওনা হয়েছিল। পর্তুগিজ নৌ ইতিহাসে এটিই হচ্ছে সবচেয়ে বড় জাহাজ যেটি এত বিপুল পরিমাণ ধনরত্ন নিয়ে সাগরের বুকে ভেসেছিল। আরো চারটি জাহাজের সঙ্গে ফ্লোর ডে লা মার রওনা হয়েছিল কিন্তু মালাক্কা জলপ্রণালির কাছাকাছি আসার পর এটি ভয়ঙ্কর ঝড়ের মুখোমুখি হয় এবং ১৫১১ সালের ২০ নভেম্বর সুমাত্রার কাছে এটি ডুবে যায়। জাহাজটি দুই টুকরো হয়ে যায় কিন্তু নাবিক আলফোনসো বেঁচে যায়। কিন্তু সমুদ্রের অতলে হারিয়ে যাওয়া ফ্লোর ডে লা মারের গুপ্তধন উদ্ধার করা কখনো সম্ভব হয়নি। হারানো শহর পাইতিতির গুপ্তধন: আপনারা অনেকেই হয়ত এল ডোরাডোর গল্প শুনেছেন। এল ডোরাডো হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি শহর যেখানে প্রচুর পরিমাণে স্বর্ণ হারিয়ে গিয়েছিল। মূলত, এল ডোরাডো হচ্ছে একজন মুইস্কা চিফট্যানের ...

রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত

Image
ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে শনিবার সারাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় এ উৎসবে রাজধানীর মুসল্লিরা যাতে নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন, সে জন্য ঢাকার দুই সিটি কর্পোরেশন, বিভিন্ন সামাজিক সংগঠন ঈদগাহ, খেলার মাঠ ও মসজিদে ঈদের জামাত আদায়ের সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। বৃহস্পতিবার জাতীয় ঈদগাহের প্রস্তুতি পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। এ সময় তিনি বলেন, জাতীয় ঈদগাহে পাঁচ হাজার নারীসহ ৮৯ হাজার মুসল্লির একসঙ্গে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিদের নামাজ আদায়ের সুবিধার্থে বসার জায়গা, অজু ও মোবাইল টয়লেটের ব্যবস্থাও রাখা হয়েছে। বিদেশি মুসলিম রাষ্ট্রের কূটনীতিকদের জন্যও জাতীয় ঈদগাহে নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে। ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। আবহাওয়া প্রতিকূল হলে ঈদের এ প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা...

রাখাইনে সহিংসতায় নিহত ৪০০: মিয়ানমার সেনাবাহিনী

Image
কাগজ অনলাইন ডেস্ক:  মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের উপর নতুন করে শুরু হওয়া সহিংসতায় কমপক্ষে ৪০০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী । জাতিসংঘ সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাখাইনে রোহিঙ্গা জঙ্গিদের চেকপোস্টে হামলা পরবর্তী সামরিক প্রতি আক্রমণ শুরু হওয়ার পরে ৩৮ হাজার রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। রয়টার্সকে জাতিসংঘের এক কর্মকর্তা জানান, আগস্টের ৩১ তারিখ পর্যন্ত ৩৮ হাজার রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। মিয়ানমারের সেনাবাহিনীর দাবি, তারা উগ্রবাদী জঙ্গি নির্মূলে ‘ক্লিয়ারেন্স অপারেশন’ পরিচালনা করছে এবং সেনাবাহিনীকে বলা হয়েছে বেসামরিক জনগণের জানমালের নিরাপত্তা নিম্চিত করতে। কিন্তু বাংলাদেশে পলায়নরত রোহিঙ্গারা জানিয়েছে, মিয়ানমার সেনাবাহিনী অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের মাধ্যমে তাদের মিয়ানমার থেকে বাংলাদেশে ঠেলে দেয়ার পায়তারা করছে। - বিজ্ঞাপন - মিয়ানমারের সেনাবাহিনী জানিয়েছে, সর্বশেষ শুরু হওয়া সংঘর্ষে এক সপ্তাহে ৩৭০ রোহিঙ্গা জঙ্গি, ১৩ নিরাপত্তা বাহিনীর সদস্য, দুই জন সরকারি কর্মকর্তা ও ১৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছে...

সহকর্মীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ালে সবকিছু জটিল হয়ে পড়ে

Image
কাগজ অনলাইন ডেস্ক:  পাহাড়ি রক্ত শরীরে বইছে। ভয় তার বরাবরই কম। তাই কোনওদিন রাখঢাক করে কথা বলতে শেখেননি বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। সেই ধারাই বজায় রাখলেন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে। আবারও নিজের প্রাক্তন ‘বয়ফ্রেন্ড’ হৃতিক রোশনকে একহাত নিলেন তিনি। জানালেন, সহকর্মীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হলে পরিস্থিতি জটিল হয়ে যায়। জনপ্রিয় সিনে-পত্রিকা ফিল্মফেয়ারে প্রকাশিত ওই সাক্ষাৎকারে কঙ্গনা জানান, কোনও পুরুষ প্রত্যাখাত হলে খুবই অসহ্য হয়ে ওঠে। তখনই কাজের পরিবেশ নষ্ট হয়ে যায়। আর বিবাহিত সহকর্মীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে উঠলে সবকিছু জটিল হয়ে পড়ে। সব জায়গাতেই এই একই খেলা চলে। কঙ্গনা জানান, কম বয়সী মেয়েরা বেশিরভাগ সময়ই বিবাহিত পুরুষদের কথা বিশ্বাস করে ফেলেন। ওই পুরুষরা তাদের কাছে এসে বলে যে তারা স্ত্রীর কাছে মারধর পর্যন্ত খায়। আলাদা ঘরে শোয়। এই বলেই তারা সমবেদনা আদায় করে নেয়। একদিন নায়িকা বয়সে বড় প্রেমিকের হাতেও নিগ্রহের শিকার হয়েছিলেন। কিন্তু আজ তিনিই অনেকটাই পরিণত। তাই এমন ফাঁদে আর পা দেবেন না বলেই বিশ্বাস কঙ্গনার। - বিজ্ঞাপন - এখন সম্পূর্ণ পেশাদার কঙ্গনা। এখন তার বলতে কোন...

অধিকাংশ রোহিঙ্গা নারী ধর্ষণের শিকার, মিয়ানমারে চলছে নীরব গণহত্যা

Image
মিয়ানমারে চলছে বিশ্বের সবচেয়ে নীরবতম গণহত্যা। গণহত্যার প্রমাণ আড়াল করতে মিয়ানমার আর্মি লাশ পুড়ে এবং গুম করে ফেলছে। আকাশে কালো মেঘ দেখলেই ভীতসন্ত্রস্ত হয়ে তাকিয়ে থাকে শিশুরা। আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন নারী ও বৃদ্ধারাও। তাদের মনে শঙ্কা আবারও কি তাদের গ্রামে নতুন করে নৃশংসতা শুরু হলো! এমন ভয়ে কুঁকড়ে যান বাংলাদেশের বিভিন্ন সীমান্তে আশ্রয় নেয়া রোহিঙ্গারাও। বৃহস্পতিবার থেকে তলোয়ার, চাপাতি ও আগ্নেয়াস্ত্রে সজ্জিত রাখাইন সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে মিয়ানমারের সেনা বাহিনী নিরস্ত্র অসহায় নারী ও শিশুসহ রোহিঙ্গা মুসলিমদের ওপর হামলা অব্যাহত রেখেছে। জ্বালিয়ে দিচ্ছে রোহিঙ্গাদের বাড়িঘর। মিয়ানমারে মৃত্যুর দুয়ার থেকে পালিয়ে এসে ঘুমধুম কোনা পাড়া এলাকার কলাবাগানে আশ্রয় নেয়া নারী রহিমা বেগম, খাদিজা বেগম, আব্দুল আলিম ও আবু সৈয়দ জানান, হাজার হাজার রোহিঙ্গা এখনও গৃহহীন অবস্থায় বাংলাদেশ সীমান্তে নদীতে নৌকার মধ্যে আটকে আছে। মিয়ানমার আর্মি ও রাখাইন যুবকরা রোহিঙ্গা পুরুষদের চোখ বেঁধে লাইনে দাঁড় করিয়ে তাদের পরিবারের সদস্যদের সামনে গুলি মেরে হত্যা করছে। অনেক পুরুষকে হাত পা কেটে হত্যা করে লাশ টুকরা টুকরা করা হচ্ছে ।...

মিয়ানমারের হেলিকপ্টারের বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন

Image
মিয়ানমারের হেলিকপ্টারের বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করায় মিয়ানমারের প্রতি বাংলাদেশ কড়া প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার ঢাকাস্থ মিয়ানমার দূতাবাসে এ-সংক্রান্ত একটি কূটনৈতিক প্রতিবাদপত্র হস্তান্তর করেছে। ওই পত্রে বলা হয়েছে যে মিয়ানমারের হেলিকপ্টার বাংলাদেশের উখিয়া সীমান্তে শুক্রবার সকালে তিন দফায় আকাশসীমা লঙ্ঘন করেছে। এছাড়া গত ২৭ এবং ২৮ আগস্টও অনুরূপ ঘটনা ঘটেছে। বাংলাদেশ মিয়ানমারের উদ্দেশে বলেছে, অনুরূপ ঘটনা দুই প্রতিবেশী দেশের মধ্যকার বিদ্যমান সুসম্পর্ক এবং পারস্পরিক নিরাপত্তা সহায়তা পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব ফেলছে ও অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিতে পারে। এদিকে বাসস পরিবেশিত খবরে বলা হয়েছে, সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির জন্য সমবেদনা ও রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেছে তুরস্ক। বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়িপ এরদোয়ান বৃহস্পতিবার রাতে টেলিফোন করে বাংলাদেশের সাম্প্রতিক বন্যার ক্ষয়ক্ষতির জন্য তুরস্কের জনগণের আন্তরিক সমবেদনা জ্ঞাপন ও এযাবতকালে রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় এবং চলমান সমস্যা সমাধানে বাংলাদ...

লাব্বাইকা ধ্বনিতে মুখর করে আরাফাতে ২০ লাখ মুসলিমের হজ পালন

Image
স্টাফ রিপোর্টার : আদি মানব মানবী হজরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহাস সালাম-এর স্মৃতিবিজড়িত আরাফাতের ময়দানে গতকাল ছিল লাখো আদম সন্তানের ভীড়। পৃথিবীর প্রতিটি প্রান্ত থেকে যারা দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসে মিশেছিলেন মানবতার সর্বপ্রাচীন ও তাৎপর্যময় এই মিলন মেলায়। হজ মানেই আরাফাত- একথা বলেছেন মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এর পাশাপাশি মক্কা-মিনা-মুজদালিফা হজরত ইবরাহিম আলাইহিস সালাম, হজরত হাজেরা আলাইহাস সালাম, হজরত ইসমাঈল আলাইহিস সালাম-এর জীবন স্মৃতির সাথে জড়িত। হাজার হাজার বছরের ঐতিহ্যবাহী এই হজ সর্বশেষ পূর্ণাঙ্গ রূপ ও চ‚ড়ান্ত তাৎপর্য লাভ করে সাইয়্যিদুল মুরসালিন হজরত মুহাম্মদ সা.-এর যুগে। আজ থেকে ১৪২৮ বছর আগে ৯ জিলহজ শুক্রবার বিদায় হজ পালনের মাধ্যমে বিশ্ব নবী সা. আমাদের জন্য রেখে যান আজকের এই মহান হজ কার্যক্রম। তার পবিত্র পদরেখা অনুসরণেই শুরু হয় হজের কাজ। ৭ তারিখ মক্কায় খুতবা, ৮ তারিখ মিনায় এসে ৬ ওয়াক্ত নামাজ তাঁবুতে পড়া, ৯ তারিখ আরাফায় অবস্থান করা, দিবাগত রাত মুজদালিফায় অবস্থান, ১০ তারিখ কঙ্কর নিক্ষেপ শুরু এসবই মহানবী সল্লাল্লাহু-এর নির্দেশিত হজ কার্য। পৃথিবীর প্রতিটি অঞ্চল থেকে তওহী...

আগামীকাল পবিত্র ঈদুল আজহা

Image
স্টাফ রিপোর্টার :আগামীকাল শনিবার পবিত্র ঈদুল আজহা। মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় এ উৎসব যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যে আমেজে সারা দেশে উদযাপিত হবে। ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজ আদায় ও পশু কুরবানির মধ্য দিয়ে পালন করবে ধর্মীয় দ্বিতীয় বৃহত্তম এ উৎসব। হযরত ইব্রাহিম (আ.)’র আত্মত্যাগ ও অনুপম আদর্শের প্রতীকী নিদর্শন হিসেবে প্রায় সাড়ে ৪ হাজার বছর আগে থেকে শুরু হয় কুরবানির এ প্রচলন। আল্লাহ রাব্বুল আলামীনের নির্দেশে হযরত ইব্রাহিম (আ.) তার প্রাণপ্রিয় পুত্র হযরত ইসমাইল (আ.)-কে কুরবানি করতে উদ্যত হয়েছিলেন। অনন্য এ ঘটনার স্মরণেই ঈদুল আযহায় কুরবানির প্রচলন। মহান আল্লাহপাকের প্রতি আনুগত্য এবং তাঁরই রাহে সর্বোচ্চ আত্মত্যাগের এ ঐতিহাসিক ঘটনার ধারাবাহিকতায় মুসলিম বিশ্বে কুরবানি ও ঈদুল আজহা উদযাপিত হয়ে আসছে। মুসলমানদের দুটি প্রধান ধর্মীয় উৎসবের মধ্যে অন্যতম ঈদুল আজহা শুধু পশু কুরবানির আনুষ্ঠানিকতাই নয়, এ ঈদ সমগ্র বিশ্বে মুসলমানদের ত্যাগ, আত্মসমর্পণ ও আত্মোপলব্ধির শিক্ষা দেয়। ইসলামে কুরবানি খুবই তাৎপর্যপূর্ণ। পবিত্র কুরআনে সূরা কাউসারে এ ব্যাপারে বলা হয়েছে- ‘অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে ...

ওরা ছুটি পায় না

Image
দোরগোড়ায় দাঁড়িয়ে ঈদ। যারা কাজের প্রয়োজনে পরিবার ছেড়ে দূরে থাকেন তাদের ঈদের আনন্দে পূর্ণতা আসে তখনই যখন ঈদ উপলক্ষে শেকড়ের টানে পরিবারের কাছে ছুটে যেতে পারেন। অধিকাংশ পেশার লোকজনই পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করার সুযোগ পেলেও বাসা-বাড়িতে কাজ করা অধিকাংশ গৃহকর্মীই এই আনন্দ থেকে বঞ্চিত হন। ঈদে শেকড়ের টানে বাড়ি ফেরার যে আনন্দ তা মানে না কোনো বৈষম্য। আর সবার মতো গৃহকর্মীরাও দিন গুনতে থাকে কবে আসবে ঈদ। কবে প্রিয়জনের বুকে ফিরে যাবে। ঈদে গৃহকর্মীদের মনের এই আকুতির কাছে হার মানে নতুন জামাকাপড়, ভালো-মন্দ খাবার সবকিছু। কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই তা বুঝতে চাই না। বুঝতে চাই না ওরাও মানুষ, ওদের ঈদ আনন্দও ওদের পরিবারে। কারণ আর কিছুই নয়, গৃহকর্মী ছাড়া একদিন চলাও আমাদের জন্য কষ্টকর। যে কারণে ঈদে গৃহকর্মীদের বাড়ি যেতে দিতে আমরা রাজি হই না। ঈদে বাড়ি না যাওয়ার কারণে তারা নতুন জামাকাপড় পায়, অনেকের বাবা-মা বাড়তি টাকা-পয়সা, কোরবানির মাংসও পায়। শুধু পায় না প্রিয় মুখগুলোকে। যে অতৃপ্তি মলিন করে দেয় তাদের সব আনন্দকে। মুন্সীগঞ্জের ১৩ বছরের শেফালি দেড় বছর ধরে গৃহকর্মীর কাজ করছে ঢাকার বনশ্রীতে। গত বছর রোজার ঈদের দ...

রাষ্ট্রপতিকে ফোন করে রোহিঙ্গাদের খোঁজ নিলেন এরদোয়ান

Image
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে টেলিফোন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বৃহস্পতিবার রাতে টেলিফোনে তিনি তুরস্ক ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বন্ধুপ্রতীম সম্পর্ক বিষয়ে আলোচনা করেন। টেলিফোনে তুরস্কের প্রেসিডেন্ট বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির জন্য তুরস্কের জনগণের আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। তিনি বর্তমান মিয়ানমারের রাখাইন রাজ্যে বিরাজমান পরিস্থিতি ও রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চলমান নিপীড়ন ও মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগে গভীর উদ্বেগ প্রকাশ করেন। এরদোয়ান এ যাবতকালে রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় এবং চলমান সমস্যা সমাধানে বাংলাদেশ কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহের প্রশংসা করেন এবং বাংলাদেশের প্রতি তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের রাষ্ট্রপতিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুরস্ক কর্তৃক এতদ্বিষয়ে গৃহীত পদক্ষেপসমূহ সম্পর্কে অবহিত করেন। রোহিঙ্গাবিষয়ক সমস্যাটি বিভিন্ন আন্তর্জাতিক ফোরামের আলোচনায় উপস্থাপনে তুরস্কের প্রয়াস অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন। রাষ্ট্রপতি তুরস্কের প্রেসিডেন্ট এবং জনগণকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং তুরস্কের প্রেসি...

শান্তির নেত্রী থেকে ভয়ঙ্কর খুনি সু চি

Image
মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরপরাধ মুসলিম রোহিঙ্গাদের নির্বিচারে হত্যার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়ে উঠেছেন বাংলাদেশিসহ বাংলাভাষীরা। তারা রোহিঙ্গাদের নির্যাতনের তীব্র প্রতিবাদ, নিন্দা ও ঘৃণা প্রকাশ করে স্ট্যাটাস দিচ্ছেন, পোস্ট শেয়ার করছেন। বেশিরভাগ স্ট্যাটাসে তুলোধোনা করা হচ্ছে শান্তিতে নোবেলজয়ী মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে। সাম্প্রতিক ঘটনাপ্রবাহে তার শুধু তীব্র সমালোচনাই হচ্ছে না, বিচারও দাবি করা হচ্ছে। কেউ কেউ ফাঁসির দাবিও তুলছেন। স্ট্যাটাসে সু চির ব্যঙ্গচিত্রও পোস্ট করছেন অনেকে। জনপ্রিয় শিল্পী আসিফ আকবর গতকাল ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন। তাতে লেখেন, বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর খুনি বর্মি বর্গি অং সান সু চিকে গণহত্যার অভিযোগে গ্রেপ্তার করা হোক। আন্তর্জাতিক আদালতে মানবাধিকার লঙ্ঘনের দায়ে বিশেষ ট্রাইব্যুনালে তার বিচারও চেয়েছেন। তিনি লিখেছেন, বিশ্ব বিবেক জাগ্রত হোক, নির্বিচারে রোহিঙ্গা হত্যাকারী অং সান সু চির শান্তিতে পাওয়া নোবেল কেড়ে নেওয়া হোক। মাতৃভূমিতে বসবাস করতে পারা তাদের অধিকার, রোহিঙ্গাদের সেই অধিকার ফিরিয়ে দেওয়া হোক। কেউ কেউ ফেসবুকে লিখেছেন, বাংলাদেশের মান...

রুপার হত্যাকারী বিশেষ ট্রাইবুন্যালে বিচার: স্বাস্থ্যমন্ত্রী

Image
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী , ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন, রুপার হত্যাকারীদের কোন ভাবেই ছাড় দেয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী নির্যাতনকারীদের সহ্য করতে পারেন না। দেশে অপরাধীদের বিচার হচ্ছে এবং রুপার হত্যাকারী নরপশুদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে প্রয়োজন হলে বিশেষ ট্রাইবুন্যাল করে বিচার নিশ্চিত করা হবে। শুক্রবার বিকালে তাড়াশ উপজেলার বারুহাঁস ইউনিয়নের আসানবাড়ী গ্রামে রুপার পরিবারের সদস্যদের সরকারের পক্ষ থেকে সমবেদনা জানাতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। বিকেল ৪টার দিকে আসানবাড়ী গ্রামে পৌঁছান এবং রুপার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। তিনি রুপার মা হাসনা হেনা ও ভাই হাফিজুর রহমান, বোন পপি খাতুন সহ স্বজনদের শান্তনা দেন ও সমবেদনা জানান। মন্ত্রী মোহাম্মদ নাসিম এসময় শোকাহত পরিবারকে ১ লাখ টাকা অনুদান প্রদান করেন। পরে স্থানীয় সোহরাব আলীর খেলার মাঠে রুপা হত্যার বিচারের দাবীতে আয়োজিত শোকসভায় আরো বলেন, মায়ের সামনে মেয়ের লাশ যে কত বেদনাদায়ক তা বলার অপেক্ষা রাখে না। ৫ নরপশুর জন্মদাতারা কুলাঙ্গারদের জন্ম দিয়ে একজন উচ্চ শিক্ষিত মেধাবী তরুণী...

রোহিঙ্গাদের আর্তনাদে ভারি হয়ে উঠেছে নাইক্ষ্যংছড়ির বাতাস

Image
আরাকান রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর বর্বোরচিত হত্যাযজ্ঞ থেকে বাঁচতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্তের চেরারমাঠ বড়ছনখোলায় পালিয়ে এসেছে অন্তত ৫-৬ হাজার রোহিঙ্গা নাগরিক। খোলা আকাশের নিচে নানা সমস্যায় জর্জরিত মিয়ানমারের এ জনগোষ্ঠীর আর্তনাদে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে। দীর্ঘ সময় অনাহারে থাকায় শারিরীক ও মানসিকভাবে ভেঙে পড়ছেন আশ্রয়প্রার্থীরা। ক্রমশই নেতিয়ে পড়ছেন তারা। খেতে না পেয়ে শিশুদের হাঁউমাউ কান্নায় ভারী হয়ে ওঠছে পরিবেশ। নিজেরা না খেতে পেয়ে শিশুদের বুকের দুধও দিতে পারছেনা রোহিঙ্গা মায়েরা। এই মূহুর্তে সেখানে খাদ্য, শিশু খাদ্য ও ঔষুদের প্রয়োজন। কিন্তু কোন স্বেচ্ছাসেবী বা মানবাধিকার সংস্থা এখনো সেখানে পৌঁছায়নি। তবে বাংলাদেশী বিভিন্ন সংগঠন মানবতার খাতিরে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আগ্রহ দেখাচ্ছে । দূর দূরান্ত থেকে বাংলাদেশী নাগরিকরা গিয়ে তাদের সামান্য শুকনো খাবারের ব্যবস্থা করলেও তা খুবই অপ্রতুল। বুধবার দুপুরে সরেজমিনে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা চেরারমাঠ বড়ছনখোলা এলাকায় এ দৃশ্য দেখা যায়। সরেজমিনে দেখা যায়, এই পয়েন্ট আশ্রয় নেয়া রোহিঙ্গারা বাঁশের খুটিতে পলিথি...

নাফ নদী সীমান্তে ভাসমান ২২ রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার

Image
কক্সবাজারের টেকনাফের মৌলভীবাজার ও শাহপরীর দ্বীপ নাফ নদী সীমান্তে একদিনে ভাসমান ২২ রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে একের পর এক রোহিঙ্গার মৃতদেহ আসতে শুরু করেছে।  গত ৩ দিনে ৪৫ জন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর নির্যাতনের শিকার রোহিঙ্গা মুসলমানদের বাংলাদেশে অনু প্রবেশ অব্যাহত রয়েছে। বিজিবির কড়া নজরদারী উপেক্ষা করে এসব রোহিঙ্গারা বাংলাদেশে দালালের মাধ্যমে অনুপ্রবেশ করছে। আজ দুপুরে টেকনাফ সীমান্ত দিয়ে বিজিবি ৪ হাজার ৫৩৮ রোহিঙ্গাকে আটকের পর স্ব দেশে ফেরত পাঠিয়েছে। ১ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৫ টার দিকে টেকনাফের হ্নীলা মৌলভী বাজার নাফনদী সীমান্ত থেকে ৩ জন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার মৃত দেহ তিন জনই যুবক বলে জানা গেছে। এছাড়া একইদিন সকালে নাফনদী সীমান্তের একই এলাকা থেকে ১৮ জন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে ৬ জন শিশু ও ১২ জন নারী ও পুরুষ রয়েছে। তবে উদ্ধার হওয়া রোহিঙ্গা মৃতদেহের শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। ওপারে এদের হত্যা করে মৃতদেহ গুলো নদীতে ভাসিয়ে দেয়া হয়েছে বলে ধারনা করছেন স্থানীয় বাসিন্ধারা। তাছাড়া একইদিন...

গরুর দাম কখনো বেশি কখনো কম

Image
রাত পোহালেই ঈদুল আজহা। সেই হিসেবে গরুর বাজারের ব্যপ্তিও আর মাত্র কয়েক ঘণ্টা। এরইমাঝে রাজধানীর কোরবানির হাটগুলোতে বেচাকেনা জমজমাট হয়ে উঠেছে।  সব হাটেই ক্রেতাদের ভিড় লক্ষণীয়। কয়েকদিনে ক্রেতারা শুধু দরদাম করলেও এবার গরু কিনেই বাড়ি ফিরছেন। হাটগুলো ঘুরে এ চিত্র দেখা গেছে। তবে বাজারগুলোতে দাম উল্টা-পাল্টা লক্ষ্য করা যাচ্ছে। কোনো কোনো বাজারে দাম কিছুটা সহনীয় আবার কোনোটায় আকাশচড়া। সাধ ও সাধ্যের মধ্যে কোরবানির গরু কিনতে পারায় ক্রেতাদের মুখে হাসি ফুটছে। বিক্রেতারাও খুশি বিক্রি করতে পারায়। আবার এমনও দেখা গেছে একই বাজারে বারবার দাম উঠানামা করছে। কোনো কোনো বাজার দামে আকাশ-পাতাল ব্যবধান। কোনো বাজারেই দাম স্থিতিশীল নয়। সময়ের সঙ্গে দাম উঠানামা করছে। বিক্রেতারা সময় বুঝে বেশি বেশি হাঁকছেন। ক্রেতারা অভিযোগ করেছেন, কৃত্রিম সংকটের চেষ্টা চালানো হচ্ছে।

১৯০তম ঈদ জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া

Image
দেশের সর্ব বৃহৎ ও প্রাচীন ঈদগাহ কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দান ঈদ জামাতের জন্য প্রস্তুত। সকাল ৯টায় জামাত শুরু হবে। এবার শোলাকিয়ায় ১৯০ তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।  ঈদগাহের নিয়মিত ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ হজে যাওয়ায় এবার ইমামতি করবেন শহরের মারকায মসজিদের ইমাম মাওলানা হিফজুর রহমান। ঈদগাহে চার স্তরের নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে ঈদগাহ পরিচালনা কমিটি ও স্থানীয় প্রশাসন। ওয়াচ টাওয়ার ও সিসি ক্যামেরা স্থাপনসহ নিরাপত্তা ব্যবস্থাকে নানাভাবে সাজানো হয়েছে। পুলিশের পাশাপাশি থাকবে বিজিবি, র‌্যাব ও এপিবিএন।  প্রত্যেক মুসল্লিকে তল্লাশি করে মাঠে প্রবেশ করানো হবে। গত বছরের জঙ্গি হামলার প্রেক্ষাপট মাথায় রেখেই সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস। জেলা পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান জানান, জামাত নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। চার স্তরের নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে তিন প্লাটুন বিজিবি ও র‌্যাবের পাশাপাশি মাঠে এপিবিএন, পুলিশসহ সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব...

ভুল’ করে ছাত্রীর অ্যাকাউন্টে ১০ লক্ষ টাকা, তারপর…!

Image
আচমকা হাতে চলে এসেছিল ১০ লাখ টাকা। আনন্দে আত্মহারা হয়ে তা খরচও করতে শুরু করে দিয়েছিল দক্ষিণ আফ্রিকার ওয়াল্টার সিসুলু বিশ্ববিদ্যালয়ের ছাত্রীটি। দামি ফোন, জামা কাপড়, বিলাসব্যসনের যাবতীয় সবকিছুই কনে ফেলেন। টাকা উড়ল পার্টিতে, আমোদে, প্রমোদে। ভালই চলছিল সবকিছু। কিন্তু হটাত করেই দেখা গেল বিপত্তি। । টাকা খরচ করতে করতেই মেয়েটি জানতে পারে, যে টাকার ভরসায় সে এইভাবে জীবন কাটাচ্ছে, সেই টাকা এসেছিল ভুল করে এবং তা তুলেও নেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের পড়াশোনার খরচ দেয় এমন এক সংস্থা ভুল করে জুন মাসে তার অ্যাকাউন্টে ১৪ মিলিয়ন র‍্যান্ড জমা করে, ডলারে যার মূল্য ১ মিলিয়ন বা টাকার হিসেবে ১০ লাখ। যদিও খাওয়ার খরচ হিসেবে আসলে তার ১০৭ ডলারের বেশি পাওয়ার কথা ছিল না। কোথা থেকে এত টাকা এল, তা জানার চেষ্টা না করেই আনন্দে পাগল ছাত্রীটি টাকা খরচ করতে শুরু করে। জুন মাসে তার অ্যাকাউন্টে জমা পড়ে ওই ১০ লাখ টাকা। আর আগস্টের মধ্যেই সে খরচ করে ফেলে ৬১,২৫০ ডলার। স্বাভাবিকভাবেই ঈর্ষান্বিত সহপাঠীরা তার এই দহরম মহরম সহ্য করতে পারেনি।   সোমবারই তার এক সহপাঠী এই ভুল সম্পর্কে সংস্থাটিকে জানায়। সঙ্গে সঙ্গেই মেয়েটি...

রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের প্রশংসা করেছে তুরস্ক

Image
রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় এবং চলমান সমস্যা সমাধানে বাংলাদেশ গৃহীত পদক্ষেপ সমূহের প্রশংসা করেছে তুরস্ক। সেই সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক বন্যার ক্ষয়ক্ষতির জন্য তুরস্কের জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনাও জানিয়েছে দেশটি। বৃহস্পতিবার রাতে টেলিফোন করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান বাংলাদেশের বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে তার অভিমত ব্যক্ত করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার একথা জানানো হয়েছে। টেলিফোনে তুরস্কের প্রেসিডেন্ট বর্তমান মায়ানমারের রাখাইন রাজ্যে বিরাজমান পরিস্থিতি ও মায়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর চলমান নিপীড়ন ও মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বাংলাদেশের প্রতি তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি রাষ্ট্রপতিকে আন্তর্জাতিক পরিমন্ডলে এবিষয়ে তুরস্ক গৃহীত পদক্ষেপসমূহ সম্পর্কে অবহিত করেন। রোহিঙ্গা বিষয়ক সমস্যাটি বিভিন্ন আন্তর্জাতিক ফোরামের আলোচনায় উপস্থাপনে তুরস্কের প্রয়াস অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন। তিনি বলেন, সীমিত সম্পদ ও অন্যান্য সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বাংলাদেশ আন্তর্জাতিক আইন ও রীতি-নীতি অনু...

সাভারে গণধর্ষণের শিকার স্কুল ছাত্রী, আটক ১

Image
সাভারে গণধর্ষণের শিকার হয়েছে ৮ম শ্রেনীর এক ছাত্রী। এ ঘটনায় ধর্ষনের শিকার সেই তরুনীকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়নের বাগ্নিবাড়ি মহল্লার বোমকা এলাকায় এ গণধর্ষনের ঘটনা ঘটেছে। যুবলীগ নেতা সেলিম মন্ডলের দুই ভাইসহ পাঁচ জনের বিরুদ্ধে এই গণধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত অন্যান্যরা হলেন সাভার উপজেলা যুবলীগের সভাপতি সেলিম মন্ডলের আপন ভাই, মোহসিন মন্ডল, জুয়েল মন্ডল, খালাতো ভাই হামিদ মন্ডল, চাচাতো ভাই তানভীর মন্ডল ও পারভেজ নামের আরেক যুবক।   ভুক্তভোগী তরুনী জানায়, সে বিরুলিয়া ইউনিয়ের একটি বেসরকারী স্কুলের ৮ম শ্রেনীর ছাত্রী। বৃহস্পতিবার বিকেল সে শরীফ নামে তার এক বন্ধুর সাথে স্থানীয় বোমকা এলাকায় ঘুরতে যায়। এ সময় তানভীর মন্ডল ও পারভেজ নামে দুই যুবক তাদের গতিরোধ করে প্রথমে শরীফকে বেধরক মারপিট করে। এরপর আমাকে চোখ বেধে একটি জঙ্গলে নিয়ে যায়। সেখানে হামিদ মন্ডল ও মোহসীন মন্ডলের নাম শুনতে পাই এবং বেশ কয়েকজনের উপস্থিতি বুঝতে পারি। একপর্যায়ে তারা আমাকে মারধর করে এবং আমার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন...

সামান্য ভুলের দায়ে ২ মিনিটে ৪০টি থাপ্পড় শিক্ষিকার!

Image
ক্লাসে অ্যাটেন্ডেস না দেওয়ায় খুদে পড়ুয়াকে নৃংশস শাস্তি দিলেন এক শিক্ষিকা। নাম ডাকার সময় সাড়া না দেওয়ায় আট বছরের খুদে পড়ুয়ার গালে আছড়ে পড়ল একের পর এক চড়। শিক্ষিকার অমানবিক এই রূপ দেখা গেল ভারতের লক্ষ্ণৌর এক অভিজাত স্কুলে। অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ নাম করা সেই স্কুলের সিসিটিভিবন্দি দু’মিনিটের ওই ফুটেজ দেখে আঁতকে উঠছেন সকলেই। সেই ফুটেজে দেখা যাচ্ছে, তৃতীয় শ্রেণীর শিক্ষিকা রাত্রিকা ভি জন ক্লাসে অ্যাটেন্ডেস নেওয়ার সময় উত্তর না দেওয়ায় রীতেশ গুপ্তা নামের ছাত্রের উপর প্রচন্ড চিৎকার করছেন। কিছু বুঝে ওঠার আগেই ছাত্রটিকে প্রচন্ড জোরে একের পর এক থাপ্পড় মারতে শুরু করেন ওই শিক্ষিকা। ২ মিনিটে কম করে ওই খুদে পড়ুয়াকে ৪০ টি চড় মেরেছেন তিনি। এই অত্যাচারে ছোট্ট রীতেশ কেঁদে ককিয়ে বার বার ছেড়ে দেওয়ার কথা বলতে থাকে। কিন্তু তার আর্তনাদে বিন্দুমাত্র কর্ণপাত না করে ছোট্ট ছেলেটিকে মারতেই থাকেন ওই শিক্ষিকা রাত্রিকা ভি জন। তাতেও রাগ না মেটায় ছাত্রটির কলার ধরে হিঁচড়ে টেনে আনেন শিক্ষিকা। প্রায় গলা টিপে ধরে মাথা ঠুকে দেন ব্ল্যাকবোর্ডে। এই চুড...

রাম রহিম সিংকে নিয়ে মুখ খুললেন শাহরুখ

Image
সারা ভারতে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে গুরমিত রাম রহিম সিং। সম্প্রতি জোড়া ধর্ষণ মামলায় ২০ বছর জেল হয়েছে তার। গুরমিতকে নিয়ে মন্তব্য করেছেন অনেক বলিউড তারকারাও। এবার মুখ খুললেন শাহরুখ খান। খুব শীঘ্রই ভারতীয় টেলিভিশনে কামব্যাক করছেন শাহরুখ খান। জনপ্রিয় টক শো 'টেড টকস: ন্যায়ি সোচ'-এর নতুন সিজনের সঞ্চালনা করবেন কিং খান। এরই মধ্যে প্রথম পর্বের শুটিংও নাকি শেষ করে ফেলেছেন তিনি। এপিসোডের শুটিং চলাকালীনই নাকি ‘বাবা’কে নিয়ে নিজের মনের কথা বলেছেন বলিউড বাদশা। মিড ডে’র খবর অনুযায়ী, শাহরুখ নাকি বলেছেন, ‘‘পরিচালক অনুষ্ঠানের এই অংশ হয়তো পছন্দ করবেন না, কিন্তু রাম রহিম সিংহ জেলে যাওয়ায় আমি খুব খুশি। ’’ সূত্রের খবর, এপিসোডের শুটিংয়ে রাম রহিমকে নিয়ে মন্তব্য অনুষ্ঠান কর্তৃপক্ষের মোটেই ভাল লাগেনি। যার জেরে ওই অংশটি বাদ দিয়ে সম্প্রচারের কথাই ভাবছেন তারা। যদিও এ নিয়ে সরাসরি কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি।

কী বলছেন পালিয়ে আসা রোহিঙ্গা হিন্দু শরণার্থীরা?

Image
মিয়ানমারের রাখাইনে সহিংসতার শিকার হয়ে কক্সবাজারের উখিয়ায় কুতুপালং শরণার্থী শিবিরের কাছে একটি মন্দিরের পাশে আশ্রয় নিয়েছেন প্রায় ৫০০ রোহিঙ্গা হিন্দু নারী-পুরুষ ও শিশু। রোহিঙ্গা মুসলিমরা হাজারে হাজারে রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিলেও এই প্রথম রোহিঙ্গা হিন্দুদের সেখান থেকে পালিয়ে আসতে দেখা গেছে। কুতুপালং এর মন্দিরে আশ্রয় নেওয়া কয়েকজন রোহিঙ্গা হিন্দু নারী-পুরুষ বর্ণনা করেছেন- কেন তারা সেখান থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন। যে হিন্দু গ্রামটি সবচেয়ে বেশি হামলার শিকার হয়েছে সেটির নাম ফকিরাবাজার। দেনাবালার বাড়ি ছিল এই ফকিরাবাজার গ্রামে। তিনি বলেন, আমাদের গুলি করেছে। ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে। ভাত-পানি খেতে দেয়নি। আমরা হিন্দু মানুষ। আমাদের মেরেছে-কেটেছে। আমাদের মন্দির পুড়িয়ে দিয়েছে। সেজন্য আমরা চলে এসেছি। এক গ্রাম থেকেই আমরা ৪০০ জনের মতো এসেছি। যারা মারতে এসেছিল, তারা কালো পোশাক পরে এসেছিল। ওদের চিনি না। শুধু চোখ দেখা যাচ্ছিল। বকুলবালা নামে আরেক শরণার্থী জানান, ফকিরাবাজার থেকে কয়েক কিলোমিটার দূরে চিকনছড়িতে ছিল তার বাড়ি। মেয়েকে বিয়ে দিয়েছিলেন ফকিরাবাজারে।...