শান্তির নেত্রী থেকে ভয়ঙ্কর খুনি সু চি
মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরপরাধ মুসলিম রোহিঙ্গাদের নির্বিচারে হত্যার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়ে উঠেছেন বাংলাদেশিসহ বাংলাভাষীরা। তারা রোহিঙ্গাদের নির্যাতনের তীব্র প্রতিবাদ, নিন্দা ও ঘৃণা প্রকাশ করে স্ট্যাটাস দিচ্ছেন, পোস্ট শেয়ার করছেন। বেশিরভাগ স্ট্যাটাসে তুলোধোনা করা হচ্ছে শান্তিতে নোবেলজয়ী মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে। সাম্প্রতিক ঘটনাপ্রবাহে তার শুধু তীব্র সমালোচনাই হচ্ছে না, বিচারও দাবি করা হচ্ছে। কেউ কেউ ফাঁসির দাবিও তুলছেন। স্ট্যাটাসে সু চির ব্যঙ্গচিত্রও পোস্ট করছেন অনেকে।
Comments