Posts

Showing posts from March 13, 2019

শিশুকে ফেলেই উড়লেন মা, অতঃপর...

Image
সৌদি আরবের জেদ্দা থেকে কুয়ালালামপুরগামী একটি ফ্লাইটকে ওড়ার কিছুক্ষণের মধ্যে আবারও কিং আবদুল আজিজ বিমানবন্দরে ফিরতে হয়। কারণ, ফ্লাইটের এক নারী যাত্রী জানিয়েছেন, তিনি বিমানবন্দরে তাঁর সন্তানকে ফেলে এসেছেন। দ্য ইন্ডিপেনডেন্টের খবরে জানানো হয়, এসভি৮৩২ নামের ওই সৌদি ফ্লাইট ছাড়ার কিছুক্ষণের মধ্যেই এক নারী যাত্রী ক্রুকে জানান, তিনি ভুলে টার্মিনালের বোর্ডিং এলাকায় তাঁর শিশুসন্তানকে ফেলে এসেছেন। তিনি এখন আবার কিং আবদুল আজিজ বিমানবন্দরে ফিরতে চান। পাইলট বিষয়টি সঙ্গে সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে রেডিওর মাধ্যমে জানান। পাইলটের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের এই কথোপকথন ইউটিউবে আপলোড করা হয়। এরই মধ্যে এটি ভাইরাল হয়েছে। ৫০ হাজারের বেশি মানুষ এটি শুনেছে। পাইলট রেডিওতে বলেন, ‘আল্লাহ নিশ্চয়ই আমাদের সঙ্গে আছেন। আমরা কি ফিরতে পারি?’ এয়ার ট্রাফিক কন্ট্রোল অপারেটিভ জবাবে বলে, ‘ফ্লাইটটি ফিরে আসতে অনুরোধ জানাচ্ছে...একজন যাত্রী অপেক্ষা করার জায়গায় তাঁর সন্তানকে ফেলে গেছেন।’ পাইলটকে আবার অনুরোধের বিষয়টি জানাতে বললে তিনি বলেন, ‘আমরা আপনাকে বলেছি, একজন যাত্রী তাঁর শিশুকে টার্মিনালে ফেলে ...

শরিকি বিবাদ মিটিয়ে আসামে চাঙা বিজেপি

Image
আগরতলায় বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব। ছবি: সংগৃহীত ভারতের আসাম রাজ্যে শরিকি বিবাদ মেটাতে পেরেছে বিজেপি। বিক্ষুব্ধ শরিক অসম গণপরিষদের (অগপ) সঙ্গে গতকাল মঙ্গলবার মধ্যরাতে ফের সমঝোতায় পৌঁছাল বিজেপি। আসামের শরিকি কাজিয়া মেটানোর পর আজ বুধবার ত্রিপুরার রাজধানী আগরতলায় এসেছেন দলের সাধারণ সম্পাদক রাম মাধব। নাগরিকত্ব সংশোধনী বিলের মাধ্যমে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের অমুসলিম সম্প্রদায়কে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার প্রচেষ্টার প্রতিবাদে আসামে বিজেপি জোট ও মন্ত্রিত্ব ছেড়ে বেরিয়ে গিয়েছিল অগপ। তবে গতকাল গুয়াহাটিতে মাঝরাতের বৈঠকের পর ফের একসঙ্গে পথ চলা শুরু করার কথা জানালেন দুই দলের নেতারা। ৬৩ দিন পর অগপ আবারও রাজ্য মন্ত্রিসভায় যোগ দেবে বলে জানা গেছে। তাঁদের তিন মন্ত্রীই ইস্তফাপত্র প্রত্যাহার করে নেবেন। শোনা যাচ্ছে, দলের শীর্ষ নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী প্রফুল্লকুমার মহন্ত মিজোরামের রাজ্যপাল হচ্ছেন। আসন–সমঝোতা অনুযায়ী আসামের ১৪টি আসনের মধ্যে ১০টিতে লড়বে বিজেপি। ৩টিতে অগপ। অপর আসনটি পাবে আরেক আঞ্চলিক দল বিপিএফ। বৈঠক শেষে রাম মাধব নিজেই টুইটবার্তায় অগপের সঙ্গে সমঝোতার কথা...

আফগানিস্তানে তালেবানের সঙ্গে 'যুদ্ধে' ১৩ সৈন্য নিহত

Image
ফাইল ছবি আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের বাদঘিস প্রদেশে অবস্থিত সেনাবাহিনীর বিভিন্ন চেকপয়েন্টে শনিবার হামলা চালায় তালেবানরা। এরপর থেকেই শুরু হয় যুদ্ধ। তালেবান ও দেশটির সেনাবাহিনীর তিনদিন ধরে চলা এই যুদ্ধে ১৩ সৈন্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ব্যাপারে প্রাদেশিক গভর্নরের মুখপাত্র জামশীদ শাহাবী বলেন, শনিবার বালা মুরঘাব জেলা থেকে যুদ্ধটি শুরু হয়। সেসময় সামরিক বাহিনী একাধিক বিমান হামলা চালায়। যুদ্ধটিতে সেনাবাহিনীর ১৩ সদস্য এবং জঙ্গিগোষ্ঠীর ৪২ জন নিহত হয়েছেন। তবে প্রাদেশিক কাউন্সিলের সদস্য মোহাম্মাদ নাসের নজরী বলেন, যুদ্ধে সেনাবাহিনীর ২০ জন নিহত এবং ২০ জন নিখোঁজ রয়েছেন। এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার যুদ্ধটির সমাপ্তি হয়েছে। তবে দূরবর্তী কিছু এলাকায় বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটছে। এছাড়া, জঙ্গিগোষ্ঠী তালেবান এ হামলার দায়ও স্বীকার করেছে। বিডি প্রতিদিন/ ওয়াসিফ

বাংলাদেশিসহ ৪ লক্ষাধিক অভিবাসীকে গ্রীন কার্ড প্রদানের বিল মার্কিন কংগ্রেসে

Image
‘ড্রিম এ্যান্ড প্রমিজ এ্যাক্ট’ বিলের সমর্থনে ১২ মার্চ সন্ধ্যায় নিউইয়র্কে র‌্যালি। ছবি: এনআরবি নিউজ। বিপুল সংখ্যক বাংলাদেশিসহ ৪ লক্ষাধিক অবৈধ অভিবাসীকে শর্তসাপেক্ষে গ্রিন কার্ড প্রদানের একটি বিল ১২ মার্চ মঙ্গলবার উঠেছে মার্কিন প্রতিনিধি পরিষদে। ‘দ্য ড্রিম এ্যান্ড প্রমিজ এ্যাক্ট’ (the Dream and Promise Act,” H.R. 6) শিরোনামে এই বিলটি উপস্থাপন করেছেন ডেমক্র্যাটিক পার্টির ৩ কংগ্রেসওম্যান।  তারা হলেন নিউইয়র্কের নিদিয়া ভ্যালেস্কুয়েজ (Nydia Velázquez) এবং ইয়েভেটি ডি ক্লার্ক (Yvette Clarke)ও ক্যালিফোর্নিয়ার লুসিলে য়বেল-এলার্ড (Lucille Roybal-Allard)।  শিশুকালে মা-বাবার সাথে বেআইনি পথে যুক্তরাষ্ট্রে আসার পর যারা বৈধতা পায়নি, যদিও আমেরিকার আলো-বাতাসেই তারা বড় হয়েছে এবং উচ্চশিক্ষা গ্রহণ করেছে- এমন ৩৬ লাখের অধিক তরুণ-তরুণীকে ড্রিমার বলা হয়। সেই ড্রিমারদের বহিষ্কারের নির্দেশ প্রত্যাহার করেছিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা।  পরবর্তীতে প্রেসিডেন্ট ট্রাম্প এসে সেই প্রটেকশন অর্ডার উঠিয়ে নেয়ার বিশেষ আদেশ জারি করেন। সেই আদেশ বহাল হবার আগেই উচ্চতর আদালতের স্থগিতাদে...

প্রধানমন্ত্রীর নেতৃত্বে লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশ

Image
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অভূতপূর্ব অর্জনের কথা তুলে ধরলেন শিক্ষা উপ-মন্ত্রী। জাতিসংঘের 'কমিশন অন দ্যা স্ট্যাটাস অব উইমেন'র (সিএসডব্লিউ) ৬৩তম অধিবেশনের অংশ হিসেবে বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের যৌথ আয়োজনে ‘নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের অগ্রগতি পরিমাপ’ শীর্ষক সাইড ইভেন্টে প্যানেলিস্ট হিসেবে বক্তব্যে রাখেন শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।  ইভেন্টটির সহ-আয়োজক ছিল নামিবিয়া, রুয়ান্ডা ও ইউকেএইড। উপ-মন্ত্রী বলেন, “আমাদের জাতীয় জীবনে লিঙ্গ সমতার বীজ বপন করে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় উন্নয়ন অগ্রযাত্রার কেন্দ্র বিন্দুতে নারীর ক্ষমতায়নকে স্থাপন করেছেন। সফল ও দীর্ঘ মেয়াদী নারী নেতৃত্বের এক অনন্য উদাহরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি এসডিজি ও এমডিজি উভয়ই গৃহীত হবার সময় উপস্থিত ছিলেন”। বাংলাদেশ গৃহীত সকল জাতীয় পরিকল্পনা, উন্নয়ন নীতি ও কর্মসূচি লিঙ্গ সংবেদনশীল যেখানে নারীর সমান অবদান ও অংশগ্রহণ নিশ্চিত করা...

ভারতীয় সিনেমা নিষিদ্ধ করে বিপাকে পাকিস্তান

Image
বলিউডের সিনেমা দেখিয়ে অনেক আয় করে পাকিস্তানের সিনেমা হলগুলো। ছবি: বিবিসি। পুলওয়ামা হামলার পর পাকিস্তানে ভারতীয় বিমান হামলার প্রতিবাদে দেশজুড়ে বলিউডের সিনেমা প্রদর্শন নিষিদ্ধ করেছে পাকিস্তান। তবে বন্ধ হতে চলেছে পাক সিনেমা হলগুলো। বেকার বসে আছেন বলিউডে কাজ করেন এমন পাকিস্তানি শিল্পীরাও। বিবিসি। এর আগেও উত্তেজনার প্রেক্ষিতে সিনেমার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলো পাকিস্তান কিন্তু দেখা গেছে এতে বেশি ক্ষতির শিকার হয় বিনোদনের জন্য বলিউড নির্ভর পাকিস্তানই। পাকিস্তান জুড়ে বর্তমানে ১২০টি সিনেমা হল রয়েছে। যেগুলোতে একটি ভাল সিনেমা দুই সপ্তাহ ধরে চলে। কিন্তু পাকিস্তানের খুড়িয়ে চলা সিনেমা ইন্ডাস্ট্রি থেকে বছরে মুক্তি পায় মাত্র ১০/১৫ টি ছবি। এগুলোর বাজেট-মান কোনটাই ভাল নয়। অথচ ব্যবসা টিকিয়ে রাখতে দরকার কমপক্ষে ২৬টি ভাল চলচ্চিত্র। পাকিস্তানি বিনোদন সাংবাদিক হাসান জাইদি বলেন, ‘পাকিস্তানি সিনেমা ব্যবসার ৭০ ভাগ আয় আসে ভারতীয় সিনেমার মাধ্যমে। বলিউড ছাড়া আমাদের ইন্ডাস্ট্রি টিকবে না। এই নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে বাধ্য হবে সরকার।’ পাকিস্তানের চলচ্চিত্র প্রতিবেদক রাফাহ মাহমুদ বলেন, পাকিস্তানে সিনেমা...

সিরিয়ায় ৩ হাজার আইএস জিহাদির আত্মসমর্পণ

Image
২০১৪ সালে সিরিয়া পার্শ্ববর্তী ইরাকের একটি বড় অংশ নিয়ে গোষ্ঠীটি ‘খিলাফত’ ঘোষণা দিয়েছিল। ছবি: সংগৃহীত। সিরিয়ার ইসলামিক স্টেট অধিকৃত সর্বশেষ অঞ্চলের প্রায় ৩ হাজার জিহাদি আত্মসমর্পণ করেছে। মঙ্গলবার আইএস কুর্দি নেতৃত্বাধীন বাহিনী একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। ২০১৪ সালে সিরিয়া পার্শ্ববর্তী ইরাকের একটি বড় অংশ নিয়ে গোষ্ঠীটি ‘খিলাফত’ ঘোষণা দিয়েছিল। মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স (এসডিএফ) কয়েক সপ্তাহ ধরেই আইএস অধিকৃত সর্বশেষ অঞ্চলটি দখল নিতে জোর লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু নদী তীরবর্তী এলাকায় সাধারণ নারী, পুরুষ ও শিশুদের জন্য তাদের অগ্রযাত্রা ব্যহত হচ্ছে। আত্মসমর্পনের জন্য বেঁধে দেয়া সময় শেষ হয়ে গেলে রবিবার মার্কিন নেতৃত্বাধীন জোটের সহায়তায় এসডিএফ নতুন করে অভিযান শুরু করেছে। টানা তিন রাত ধরে বাগৌজে বিমান হামলা ও গোলা বর্ষণ চলছে। এতে বিপুল সংখ্যাক যোদ্ধা নিহত ও কয়েকশ’ জিহাদি ও তাদের আত্মীয়স্বজন আত্মসমর্পণ করেছে। সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সের মুখপাত্র মুস্তাফা বালি মঙ্গলবার সন্ধ্যায় টুইট বার্তায় জানান, ‘গতকাল সন্ধ্যা থেকে এ পর্যন্ত ৩ হাজার আইএস জিহাদি ...

সৌদি যুবরাজের রহস্যজনক মৃত্যু

Image
সৌদি আরবে রাজপরিবারের এক যুবরাজের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম ফয়সাল বিন বান্দার বিন ফাহাদ বিন সাদ বিন আবদুল রহমান আল সৌদ। মঙ্গলবার সৌদি রয়্যাল কোর্ট রাজপরিবারের এ সদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করে। তার মৃত্যুর কারণ নিশ্চিতভাবে জানা যায়নি। খবর গাল্ফ বিজনেস ডটকম। সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন কেএসএ টিভির সংবাদে জানানো হয়েছে, ফয়সাল বিন বান্দার নামের এ যুবরাজ অনেকটা নীরবেই চলাফেরা করতেন। মঙ্গলবার আসর নামাজের পর রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহতে যুবরাজ ফয়সাল বিন বান্দারের জানাজা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। বিডি প্রতিদিন/হিমেল

যুক্তরাজ্যে চিলেকোঠায় টিপু সুলতানের বন্দুক

Image
নিলামে উঠছে টিপু সুলতানের এই বন্দুক যুক্তরাজ্যের বার্কশায়ার কাউন্টির এক দম্পতি তাঁদের বাড়ির চিলেকোঠায় খুঁজে পেলেন সোনার কারুকাজ করা একটি বন্দুক। খোঁজ নিয়ে জানলেন, বন্দুকটি আঠারো শতকে ভারতের অন্যতম বীর মহীশূরের শাসক টিপু সুলতানের। বন্দুকটি ২৬ মার্চ নিলামে উঠছে লন্ডনে। বলা হচ্ছে, ইংরেজদের বিরুদ্ধে শেষ যুদ্ধে মৃত্যুর আগ পর্যন্ত এই বন্দুক দিয়ে লড়েছিলেন তিনি। যে দম্পতি বন্দুকটি খুঁজে পেয়েছেন, তাঁরা আঠারো শতকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে কাজ করা ব্রিটিশ সেনাবাহিনীর মেজর টমাস হার্টের উত্তরসূরি। তিনি টিপুর আরও অনেক মূল্যবান সম্পদের সঙ্গে বন্দুকটি প্রায় ২২০ বছর আগে ইংল্যান্ডে নিয়ে গিয়েছিলেন। এরপর অনেকটা অযত্নেই সেগুলো পড়ে ছিল বার্কশায়ারে তাঁর বাড়িতে। আঠারো শতকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যুদ্ধে ভারতবর্ষের অন্যতম বীর ছিলেন মহীশূরের টিপু সুলতান। ভারতের অনেক এলাকা কোম্পানির অধীনে থাকলেও মহীশূর ছিল স্বাধীন। মহীশূর দখল করতে ইংরেজরা চারবার আক্রমণ করে। প্রথমটি হায়দারের সময়ে এবং বাকিগুলো টিপুর সময়। ইংরেজ–মহীশূর দ্বিতীয় যুদ্ধে বিজয়ী হয়েছিলেন টিপু। পরের যুদ্ধে সন্ধি করতে বাধ...

প্রার্থী তালিকা ঘোষণায় কংগ্রেস-বিজেপিকে টেক্কা সিপিএমের

Image
ত্রিপুরায় সিপিএম প্রার্থীদের সমর্থনে বামদের বিশাল মিছিল। ১২ মার্চ, মঙ্গলবার, আগরতলা। ছবি: সংগৃহীত ভারতের ত্রিপুরা রাজ্যে দলের দুই সাংসদকেই প্রার্থী করল সিপিএম। পশ্চিম ত্রিপুরায় বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী হচ্ছেন শঙ্করপ্রসাদ দত্ত। আর পূর্ব ত্রিপুরায় জিতেন চৌধুরী। আসন্ন লোকসভা নির্বাচনে ত্রিপুরায় সরকার বা বিরোধী পক্ষের জোটের সম্ভাবনা নেই বললেই চলে। মঙ্গলবার আগরতলায় সিপিএমের সদর দপ্তরে রাজ্য বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর তাঁদের দুই প্রার্থীর নাম ঘোষণা করেন। দুজনই ভারতীয় লোকসভায় ২০১৪ সালে নির্বাচিত হয়েছিলেন। জিতেন চৌধুরী আগে দীর্ঘদিন ত্রিপুরার মন্ত্রী ছিলেন। দলের উপজাতি গণসংগঠনের নেতা তিনি। আর শঙ্করপ্রসাদ দত্ত শ্রমিক সংগঠন সিটুর রাজ্য সম্পাদক।  পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে সমঝোতা হলেও আগরতলায় সেই সম্ভাবনা আর নেই। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজন ধর বলেন, ‘ত্রিপুরার পরিস্থিতি ভিন্ন। পশ্চিমবঙ্গে বিজেপি ও তৃণমূল উভয়ই আমাদের শত্রু। এখানে বিজেপিকে পরাস্ত করাই বামদের প্রধান লক্ষ্য।’ অন্যদিকে প্রদেশ কংগ্রেসের সহসভাপতি তাপস দে প্রথম আলোকে বলেন, ‘সিপিএমের সঙ্গে সমঝোতার কোনো ...

ভারত দুটি ভোটকেন্দ্রে মোটে একজন করে ভোটার!

Image
ভারতে আসন্ন লোকসভা নির্বাচনে এবার ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯০ কোটি মানুষ ভোট দেবেন। এই ভোটদাতাদের ভোট নেওয়ার জন্য থাকছে ১০ লাখ ভোটকেন্দ্র। এই ১০ লাখ কেন্দ্রের মধ্যে দুটি ভোট কেন্দ্র রয়েছে, যেখানে মাত্র একজন করে ভোটার আছেন! এই দুটি ভোটকেন্দ্রের একটি হলো, অরুণাচল প্রদেশের ইটানগর আসনের মালোগাম কেন্দ্র। এখানে রয়েছে একজন মাত্র নারী ভোটার। ওই একমাত্র ভোটারের ভোট নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন নির্বাচন কর্মকর্তারা। যদিও এই রাজ্যে শুধু নারীদের জন্য ১১টি আলাদা ভোটকেন্দ্র রয়েছে।  এমন আরেকটি কেন্দ্র রয়েছে গুজরাটের গির অঞ্চলের বানেজ এলাকায়। ওই ভোটকেন্দ্রেও রয়েছে একজন ভোটার। তিনি স্থানীয় শিব মন্দিরের পুরোহিত, নাম গুরু ভরত দাস। এই এলাকাটি গুজরাটের জুনাগড় লোকসভা কেন্দ্রের অন্তর্গত।

শিশুদের শিক্ষার জন্য অতিরিক্ত চাপ দেওয়া উচিত নয়: প্রধানমন্ত্রী

Image
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। ছবি: ফোকাস বাংলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিশুদের শিক্ষার জন্য অতিরিক্ত চাপ দেওয়া উচিত না। তাদের পড়াশোনাটা তারা যেন খেলতে খেলতে, হাসতে হাসতে সুন্দরভাবে নিজের মতো করে নিয়ে পড়তে পারে সেই ব্যবস্থাটাই করা উচিত। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, অতিরিক্ত চাপে লেখাপড়া নিয়ে শিশুদের মধ্যে যেন ভীতি তৈরি না হয় সেজন্য শিক্ষক ও অভিভাবকদের নজর দিতে হবে। তিনি বলেন, অনেক সময় আমরা দেখি প্রতিযোগিতাটা শিশুদের মধ্যে না হলেও মায়েদের মধ্যে বা বাবা-মায়ের মধ্যে একটু বেশি হয়ে যায়। এটাও কিন্তু একটা অসুস্থ প্রতিযোগিতা বলে আমি মনে করি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেন আরও পড়ুন:  কেবিনে ওবায়দুল কাদের, দেয়া হচ্ছে নরম খাবার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্...

মমতা, রাহুল, অমিতাভ ও শচীনদের কাছে যে বার্তা পাঠালেন মোদি

Image
আগামী এপ্রিলে ভারতে লোকসভার নির্বাচন। দেশটিতে প্রায় একমাস ধরে চলবে ভোট উৎসব। এই উৎসবে আরও বেশি মানুষকে সামিল করতে দেশটির রাজনৈতিক নেতাদের পাশপাশি সাংস্কৃতিক কর্মী, সংবাদকর্মী, ব্যবসায়ীসহ সমাজের বিভিন্ন পেশার মানুষদের কাছে আহ্বান জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  বুধবার একাধিক ট্যুইট করে এই আহ্বান রাখেন মোদি। সকালের দিকে প্রথম ট্যুইট করে তিনি জানান, ‘ভারতের সকল ভোটদাতা বিশেষ করে আমার অল্পবয়সী বন্ধুদের কাছে মজবুত গণতন্ত্র গঠনের লক্ষ্যে আমার চার অনুরোধ। ১) ভোটার হিসেবে আপনার নাম নিবন্ধন করুন, ২) আপনার নাম তালিকায় নথিভুক্ত হয়েছে কি না তা পরীক্ষা করে নিন, ৩) ভোটের তফসিল ঘোষণা হয়ে গেছে তাই ভোট প্রদানের দিনটি বাদে এই গ্রীষ্মকালে আপনার সমস্ত কর্মসূচি স্থির করুন। ৪) আপনার পরিবারের সদস্য, বন্ধু এবং সহকর্মীদের ভোটদানে উৎসাহ দিন।  এরপরের ট্যুইটে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি, এনসিপি নেতা শরদ পাওয়ার, বহুজন সমাজ পার্টি প্রধান মায়াবতী, সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব, আরজেডি নেতা তেজস্বী যাদব, ডিএমকে সভাপতি এম.কে.স্টালিন...

ভারতের তেজসকে টেক্কা দিতে পাকিস্তানের ভরসা 'JF-17'

Image
ফাইল ছবি ভারত-পাকিস্তানের সীমান্ত উত্তেজনা যত বাড়ছে, ঘোলা জলে মাছ ধরতে তত উদ্যোগী হচ্ছে চীন। পুলওয়ামা হামলার এক মাসও কাটেনি। এরই মধ্যে পাকিস্তানের তরফ থেকে সংঘর্ষবিরতি লঙ্ঘনের একাধিক ঘটনা ঘটেছে। বালাকোটে ভারতীয় বিমানবাহিনীর হামলার পর একাধিকবার ভারতের আকাশ সীমায় দেখা গেছে পাকিস্তানের কপ্টার। এমনকি, বেশ কয়েকবার হামলার চেষ্টাও করা হয়েছে। বালাকোটের হামলার পরের দিনই পাকিস্তান হামলা চালায়, এই হামলায় ব্যবহার করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি ফাইটার জেট। তবে সূত্রের খবর, এরই মাঝে ফের হামলা চালাতে পারে পাকিস্তান। আর এবার হামলা চলবে চীনের তৈরি JF-17 ফাইটার জেট দিয়ে। যা মার্কিন যুক্তরাষ্ট্রের F-16 ও ভারতের তেজসকে টেক্কা দিতে আপগ্রেড করা হয়েছে সম্প্রতি। গ্লোবাল টাইমসে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, চীন ও পাকিস্তান যৌথভাবে JF-17 থাণ্ডার সিরিজের জেটগুলির মানোন্নয়নে কাজ করছে। যা ভারতের বিরুদ্ধে ব্যবহার করা হবে বলে খবর। সেক্ষেত্রে পাকিস্তান সীমান্তে উত্তেজনা বাড়লে পাকিস্তানের তরফে হামলা চলুক বা চীনের সাহায্যে পাকিস্তানে হামলা হোক, সব ক্ষেত্রেই এই JF-17 ফাইটার...