ইমরানের প্রধানমন্ত্রী হওয়ার অপেক্ষা
সর্বশেষ ফলাফলে দেখা গেছে, ন্যাশনাল অ্যাসেম্বলিতে আসন দখলের দিক থেকে অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে বিপুল ব্যবধানে এগিয়ে আছে ইমরান খানের পিটিআই। ছবি: এএফপি ভোটগ্রহণের ২৪ ঘণ্টা পার হওয়ার পরও পাকিস্তানের সাধারণ নির্বাচনের পুরো ফলাফল প্রকাশিত হয়নি। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ফলাফল প্রকাশের এই বিলম্বকে ‘নজিরবিহীন’ বলে অভিহিত করেছে। পাওয়া সর্বশেষ ফলাফলে দেখা যাচ্ছে, ন্যাশনাল অ্যাসেম্বলিতে আসন দখলের দিক থেকে অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে বিপুল ব্যবধানে এগিয়ে আছে ইমরান খানের পিটিআই। এখন তাঁর প্রধানমন্ত্রী হওয়ার অপেক্ষা। পাকিস্তানের নির্বাচন কমিশনের বরাত দিয়ে নির্বাচনের ফলাফল জানিয়েছে সংবাদমাধ্যম ডন। রাত সাড়ে দশটা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ন্যাশনাল অ্যাসেম্বলির ১৯৪টি আসনের ফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে পিটিআই পেয়েছে ৯৮টি। পিএমএল-এন পেয়েছে ৪৯টি আসন। আর পিপিপি পেয়েছে ২৩টি আসন। এদিকে এরই মধ্যে রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান ইসলামাবাদে সংবাদ সম্মেলন করেছেন। সেখানে নিজের দলকে বিজয়ী দাবি করেছেন তিনি। পাকিস্তানের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রাপ্ত ফলাফল অনুযায়ী...